টি২০ সিরিজ অতীত। রোহিত শর্মার হাত থেকে নেতৃত্বের ব্যাটন এবার কোহলির কাছে। বাংলাদেশের বিরুদ্ধে বৃহস্পতিবারেই প্রথম টেস্ট খেলতে নামছে টিম ইন্ডিয়া। হোলকার স্টেডিয়ামে বাংলাদেশকে অবশ্য কোনওভাবে সহজ প্রতিপক্ষ মানছে না। অধিনায়ক কোহলি সাংবাদিক সম্মেলনেই জানিয়ে দিয়েছেন সেকথা। বাংলাদেশও ভারতের বিরুদ্ধে টি২০ সিরিজের বদলা নিতে মুখিয়ে থাকবেন। তবে অধিনায়ক কোহলির টিম ইন্ডিয়া টেস্ট ক্রিকেটে কার্যত অপ্রতিরোধ্য। এর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের পাঁচটি ম্যাচের পাঁচটিতেই জয় পেয়েছে ভারত। বাংলাদেশ সিরিজে সেই জয়ের সংখ্যা ৭-এ নিয়ে যেতে বদ্ধপরিকর কোহলিরা। চ্যাম্পিয়নশিপের শীর্ষে যেখানে কোহলিরা, সেখানে নবম স্থানে থেকে ভারতের মোকাবিলা করতে নামবে বাংলাদেশ।
ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ কবে?
ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচটি ১৪ নভেম্বর, বৃহস্পতিবার।
ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ কোথায় হবে?
ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচটি ইন্দোরের হোলকার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ কখন শুরু হবে?
ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচটি ভারতীয় সময় সকাল ৯.৩০টা থেকে শুরু।
ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ কোন টিভি চ্যানেলে ম্যাচ দেখা যাবে?
ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডি, স্টার স্পোর্টস-২, স্টার স্পোর্টস-২ এইচডি-তে দেখা যাবে।
ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ অনলাইনে কোথায় দেখা যাবে?
হটস্টার ডট কমে, হটস্টার অ্যাপ এবং জিও টিভিতে এই ম্যাচ সরাসরি দেখা যাবে। এ ছাড়া লাইভ আপডেট পেতে নজর রাখুন https://indianexpress.com/sports/