টি২০ সিরিজের হোয়াইটওয়াশ করার পরে ওয়ান ডে সিরিজে খেলতে নেমেই ধাক্কা খেতে হয়েছে টিম ইন্ডিয়াকে। হ্যামিল্টনের সেডান পার্কে প্রথম ম্যাচেই হারতে হয়েছে ভারতকে। স্কোরবোর্ডে বিশাল রান তুলেও হার হজম করেছে কোহলি বাহিনী। কিউয়িরা বুঝিয়ে দিয়েছে, জয়ের জন্য কেবল বড় রান তোলাই যথেষ্ট নয়।
এমন পরিস্থিতিতে তিন ম্যাচের সিরিজ বাঁচিয়ে রাখার লড়াইয়ে অকল্যান্ডের ইডেন পার্কে খেলতে নামছেন টিম ইন্ডিয়া। দ্বিতীয় ম্যাচ হারলেই সিরিজ হাতছাড়া, এমন আবহে ফের একবার খেলবেন কোহলিরা। রোহিত-শিখর ধাওয়ানের অনুপস্থিতিতে প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার দুই ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও পৃথ্বী শ- দুই তারকারই অভিষেক ঘটেছিল। তবে অভিষেক ম্যাচে নজর কাড়তে পারেননি কেউ-ই।
শ্রেয়স আইয়ার নিজের জাত চিনিয়েছেন আবার। দুরন্ত শতরানে প্রথম ম্যাচ মাতিয়ে দিয়েছিলেন। যদিও দিনের শেষে রস টেলর লাইমলাইট কেড়ে নিয়েছেন দলকে ফিনিশিং লাইনে পৌঁছে দিয়ে। ব্যাট ফর্মে রয়েছেন কোহলি, কেএল রাহুলও।
ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ কবে?
ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি ৮ ফেব্রুয়ারি, শনিবার।
ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ কোথায় হবে?
ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অকল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিত হবে।
ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ কখন শুরু হবে?
ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি ভারতীয় সময় সকাল ৭.৩০-এ শুরু। টস হবে সকাল ৭টায় সময়।
ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ কোন টিভি চ্যানেলে ম্যাচ দেখা যাবে?
ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডি (ইংরেজি), স্টার স্পোর্টস-১ এইচডি (হিন্দি), তে দেখা যাবে।
ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?
হটস্টার ডট কমে, হটস্টার অ্যাপ এবং জিও টিভিতে এই ম্যাচ সরাসরি দেখা যাবে।
ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে ম্যাচ অনলাইনে কোথায় দেখা যাবে?
ম্যাচের লাইভ স্কোর ও আপডেট পেতে নজর রাখুন https://indianexpress.com/sports/
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
https://t.me/iebangla