India Vs WI 1st Test Live Streaming: টি টোয়েন্টি এবং ওয়ান ডে ক্রিকেটে ভারত নিজেদের জয়ের ধারা অক্ষুণ্ণ রেখেছে। এবার পাঁচ দিনের ক্রিকেটের চ্যালেঞ্জ। বৃহস্পতিবার থেকেই আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের বৃত্তে ঢুকে পড়ছে। এমন পরিস্থিতিতে একাধিক রেকর্ডের হাতছানি স্বয়ং ক্যাপ্টেন কোহলির কাছে। অ্যান্টিগা-র টেস্ট জিতলেই মহেন্দ্র সিং ধোনির অধিনায়ক হিসেবে টেস্ট জয়ের পরিসংখ্যানকে ছুঁয়ে ফেলবে কোহলি। আবার একটা শতরান করলেই রিকি পণ্টিংকে স্পর্শ করার হাতছানি রয়েছে তাঁর কাছে। ক্যাপ্টেন হিসেবে ১৯টি শতরান করেছিলেন বিখ্যাত অস্ট্রেলীয়। কোহলি আপাতত ১৮।
এমনিতে শক্তি সামর্থ্য বিচার করলে কোহলি ব্রিগেড প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের থেকে কয়েক যোজন এগিয়ে। তবে ওয়েস্ট ইন্ডিজ চমকে দিতেই পারে। বলছে বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে কোহলিরা কয়েকমাস আগেই ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দিকে তাকাতে পারেন। শক্তিশালী ইংল্যান্ডকে পর্যুদস্থ করেছিল উইন্ডিজরা। ১-২ এ হেরে সিরিজ খোয়াতে হয়েছিল ইংরেজদের। তাই কোনও আত্মতুষ্টি নয়, কোহলিরা নিজেদের সামর্থ্য মতো খেলারই চেষ্টা করবেন।
আরও পড়ুন প্রথম টেস্ট প্রিভিউ: প্রতিপক্ষের পাশাপাশি কোহলির চ্যালেঞ্জ কম্বিনেশন ঠিক করা
অ্যান্টিগার স্যর ভিভিয়ান রিডার্ডস স্টেডিয়ামের পিচ পেস সহায়ক। পেস অস্ত্রেই ভারতকে বাজিমাত করতে চাইছে জেসন হোল্ডারের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ। কোহলি যেমন সাংবাদিক সম্মেলনে বলেই দিলেন, “অনেকেই বলছেন টেস্ট ক্রিকেট তার গরিমা হারাচ্ছে। তবে আমার মতে, টেস্টে প্রতিযোগিতা আগের থেকে আরও দুগুন বেড়ে গিয়েছে। ক্রিকেটাররা জেতার চ্যালেঞ্জ নিয়েই খেলতে নামবে। চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ক্রিকেটারদের কাছে আলাদা আলাদা চ্যালেঞ্জ থাকে।”
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট কবে?
বৃহস্পতিবার, ২২ অগাস্ট অনুষ্ঠিত হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট ম্য়াচ।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট ম্যাচ কোথায় খেলা হবে?
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট ম্য়াচটি অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন রোহিত, রাহানে দুজনকেই খেলাতে বলছেন সৌরভ, পাল্লা ভারি ঋষভেরও
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট ম্যাচ কখন শুরু?
ভারতীয় সময় ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে স্থানীয় সময় অনুযায়ী সকাল ৯.৩০ (ভারতীয় সময় সন্ধে ৭টায়)।
কোন টিভি চ্যানেলে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট ম্যাচ দেখা যাবে?
টিভি-তে সনি টেন ওয়ান (ইংরাজি) ও সনি টেন থ্রি (হিন্দি) চ্যানেলে দেখা যাবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট ম্যাচ।
আরও পড়ুন চার বোলারে খেলানোর ইঙ্গিত কোহলির, পিচ দেখেই চূড়ান্ত হবে কম্বিনেশন
অনলাইনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট ম্যাচ কোথায় দেখা যাবে?
সনি লিভে এই ম্যাচের লাইভ স্ট্রিমিং সরাসরি দেখা যাবে। পাশাপাশি www.indianexpress.com -এ চোখ রাখতে পারেন লাইভ আপডেটসের জন্য।
প্রথম টেস্টের পরে তিনদিনের বিরতি। তারপর ৩০ তারিখ থেকে ফের দ্বিতীয় টেস্ট শুরু জামাইকাতে। এরপর দেশে ফিরে আসার পর পরপর হোম সিরিজ খেলবে বিরাটের ভারত।
Read the full article in ENGLISH