Advertisment

ভারত-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ওয়ান ডে ম্যাচ কোথায় দেখবেন, কখন

India Vs WI 3rd ODI Live Streaming: আজ জিতলেই সিরিজ জিতে যাবে ভারত। হারলে ড্র করেই ওয়ান ডে সিরিজে সন্তুষ্ট থাকতে হবে কোহলিদের। সিরিজের নির্ণায়ক ম্যাচ আজ ত্রিনিদাদের পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালে।

author-image
IE Bangla Web Desk
New Update
india vs west indies

সিরিজ জেতাই আজ লক্ষ্য কোহলিদের (টুইটার)

India Vs WI 3rd ODI Live Streaming: টি টোয়েন্টিতে বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিল ইন্ডিয়া। তারপর ওয়ান ডে-র অ্যাসাইনমেন্টে নেমে প্রথম ম্যাচ বৃষ্টিতে বাতিল হয়ে যায়। দ্বিতীয় ওয়ান ডে-তেও বৃষ্টির প্রকোপ থাকলেও খেলার ফলাফলে নির্ণায়ক হয়ে উঠতে পারেনি। ভারত ডার্ক ওয়ার্থ লুইস নিয়মে ৫৯ রানে হারিয়ে দিয়েছে ক্যারিবিয়ানদের। সেই ম্যাচে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স মেলে ধরেছিলেন অধিনায়ক কোহলি ও ভুবনেশ্বর কুমার। পাশাপাশি শ্রেয়স আইয়ারও ব্যাট হাতে নজর কেড়েছিলেন। জয়ের ধারা বজায় রেখেই আজ জিততে চায় ভারত। জিতলেই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে ফেলবে টিম ইন্ডিয়া।

Advertisment

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ওয়ান-ডে কবে?
বুধবার, ১৪ অগাস্ট অনুষ্ঠিত হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ান-ডে ম্যাচ।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ান-ডে ম্যাচ কোথায় খেলা হবে?

পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ান-ডে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

অনন্য় রেকর্ডের সামনে দাঁড়িয়ে কুলদীপ, মাইলস্টোন স্পর্শ করতে প্রয়োজন চার উইকেট

India vs West Indies, 3rd ODI Preview: সিরিজ জয়ের লক্ষ্য়ে ভারত, চিন্তায় ধাওয়ানের ফর্ম

পন্থ নয়, শ্রেয়সকেই চার নম্বরে খেলাতে বলছেন গাভাসকার

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ান-ডে ম্যাচ কখন শুরু?

ভারতীয় সময় ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ান-ডে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায় ।

কোন টিভি চ্যানেলে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ান-ডে ম্যাচ দেখা যাবে?

টিভি-তে সনি টেন ওয়ান (ইংরাজি) ও সনি টেন থ্রি (হিন্দি) চ্যানেলে দেখা যাবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ান-ডে ম্যাচ।

অনলাইনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ান-ডে ম্যাচ কোথায় দেখা যাবে?

সনি লিভে এই ম্যাচ সরাসরি দেখা যাবে।

ওয়ান ডে সিরিজের নির্ণায়ক ম্যাচ আজই। সিরিজের ফয়সালা হয়ে যাবে আগেই। এরপর টানা একসপ্তাহের বিশ্রাম। ২২ তারিখ থেকে প্রথম টেস্ট শুরু হচ্ছে অ্যান্টিগাতে। প্রথম টেস্টের পরে তিনদিনের বিরতি। তারপর ৩০ তারিখ থেকে ফের দ্বিতীয় টেস্ট শুরু জামাইকাতে। এরপর দেশে ফিরে আসার পর পরপর হোম সিরিজ খেলবে বিরাটের ভারত।

cricket West Indies
Advertisment