IPL 2025 Schedule Announcement Live Streaming: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫ এর সময়সূচি রবিবার ঘোষণা করা হবে। এই টুর্নামেন্ট ২২ মার্চ শুরু হওয়ার কথা। ভারতীয় সময় বিকেল ৫:৩০-এ ঘোষণা করা হবে সময়সূচি। টিভি এবং মোবাইলে এই সময়সূচি ঘোষণা সরাসরি দেখতে পারবেন দর্শকরা।
আইপিএল-এর সময়সূচি ঘোষণার লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?
জিওহটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে সরাসরি এই ঘোষণা করা হবে। কারণ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সম্প্রচারের অধিকার জিওহটস্টারের কাছে আছে। লাইভ স্ট্রিমিং দেখতে ভারতীয় সময় বিকেল ৫:৩০ টায় এই অ্যাপ খুলতে হবে।
টিভিতে আইপিএলের সময়সূচি ঘোষণার সরাসরি সম্প্রচার কোথায় দেখবেন?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সময়সূচি ঘোষণা স্টারস্পোর্টস নেটওয়ার্ক এবং স্পোর্টস১৮ চ্যানেলে সম্প্রচারিত হবে। সেখানে আইপিএলের সময়সূচি ঘোষণা অনুষ্ঠান সরাসরি দেখা যাবে।
আরও পড়ুন- বড় ধাক্কা মুম্বইয়ের, চোট পেয়ে ছিটকে গেলেন যশস্বী জয়সওয়াল
নিলামে কী হয়েছিল?
সৌদি আরবের জেড্ডার আবাদি আল জোহর অনুষ্ঠানস্থলে, আইপিএল ২০২৫ মেগা নিলামের প্রথম দিনে ৭২ জন খেলোয়াড়ের জন্য ৪৬৭.৯৫ কোটি টাকা ব্যয় করা হয়েছিল। সন্ধ্যা পর্যন্ত মাত্র ১২ জন খেলোয়াড় নিলামে অংশ নিতে ব্যর্থ হন। ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার এবং ভেঙ্কটেশ আইয়ার আইপিএলের নিলামে ইতিহাস তৈরি করেন। এই তিন জন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি তিন ভারতীয় খেলোয়াড় হয়ে ওঠেন। নিলামে পন্থের দাম উঠেছে ২৭ কোটি টাকা। শ্রেয়সের ২৬.৭৫ কোটি টাকা। ভেঙ্কটেশ আইয়ারের দর উঠেছে ২৩.৭৫ কোটি টাকা। তাঁদের এই রেকর্ড গড়া দরে দলে নিয়েছে পঞ্জাব কিংস এবং কেকেআর।
নতুন নিয়ম চালু
এবারের আইপিএলে বেশ কিছু নিয়মকানুন লাগু হয়েছে। সেখানে বিদেশি খেলোয়াড়দের জন্য কড়া নিয়ম চালু করা হয়েছে। বারবার দেখা যাচ্ছে যে বিদেশি খেলোয়াড়রা আইপিএল নিলামে নাম নথিভুক্ত করেও শেষে খেলছেন না। এতে ফ্র্যাঞ্চাইজিগুলোর নানারকম ক্ষতি হচ্ছিল। সেই কথা মাথায় রেখেই চালু করা হয়েছে নানা নিয়ম।
আরও পড়ুন- আইপিএলের আগেই বদলাল মালিকানা, গুজরাট টাইটানসের বেশিরভাগ শেয়ার এবার টরেন্ট গ্রুপের হাতে
এর পাশাপাশি, আইপিএল শুরু হওয়ার আগেই মালিকানা বদলেছে অন্যতম ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটানস। মালিকানা পরিবর্তনের ফলে গুজরাট টাইটানসের বেশিরভাগ অংশীদারিত্ব গিয়েছে টরেন্ট গ্রুপের হাতে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফ্র্যাঞ্চাইজিটির ৬৭ শতাংশ অংশীদারিত্ব পেয়েছে ওই সংস্থা।