/indian-express-bangla/media/media_files/2025/07/08/wiaan-mulder-brian-lara-2025-07-08-19-27-24.jpg)
Wiaan Mulder-Brian Lara: মাত্র ৩৪ রানের জন্য ব্রায়ান লারার ঐতিহাসিক বিশ্বরেকর্ড ভাঙতে পারেননি মুল্ডার
Who is Wiaan Mulder: দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইয়ান মুল্ডার (Wiaan Mulder) জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে অপরাজিত ৩৬৭ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন, কিন্তু তাঁর দল ৬২৬ রানে ইনিংস ঘোষণা করে দেয়। অথচ তিনি মাত্র ৩৪ রানের জন্য ব্রায়ান লারার (Brian Lara) ঐতিহাসিক বিশ্বরেকর্ড ভাঙতে পারেননি।
উইয়ান মুল্ডার বলেছেন, ব্রায়ান লারার অপরাজিত ৪০০ রানের রেকর্ডের কাছাকাছি চলে আসার পরও তিনি ইনিংস ঘোষণা করার সিদ্ধান্ত নেন, কারণ তাঁর মতে ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ‘রেকর্ড ধরে রাখার যোগ্য ব্যক্তি’। মুল্ডারের কথায়, ‘তাঁর মতো বড় মাপের একজন মানুষের এই রেকর্ড ধরে রাখা উচিত।’
আরও পড়ুন ইংল্যান্ডে কোথায় থাকেন বিরাট-অনুষ্কা? ঠিকানা ফাঁস করে দিলেন প্রাক্তন ইংরেজ তারকা
ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারা টেস্ট ইতিহাসে একমাত্র ব্যাটার যিনি এক ইনিংসে ৪০০ রান করেছিলেন। ২০০৪ সালে অ্যান্টিগায় ইংল্যান্ডের বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিলেন লারা। এর ঠিক ১০ বছর আগে (১৯৯৪) একই ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি ৩৭৫ রান করেছিলেন।
300 up for Wiaan Mulder! Absolutely incredible! 💯💯💯
— Proteas Men (@ProteasMenCSA) July 7, 2025
A triple century that will go down in the history books 🇿🇦🏏.
A masterclass in concentration, technique, and sheer determination from the Proteas skipper 💪🔥. #WozaNawepic.twitter.com/nyiXH353qR
তবে মুল্ডার টেস্ট ইতিহাসে পাঁচ নম্বরে ব্যাটিং করে সবচেয়ে বেশি রান করার রেকর্ড নিজের নামে করেছেন। এর আগে এই রেকর্ড গারফিল্ড সোবার্সের দখলে ছিল, যিনি ১৯৫৮ সালে ৩৬৫ রান করেছিলেন।
আরও পড়ুন কথা দিয়েও কথা রাখতে পারলেন না বৈভব, শেষ ম্য়াচে মুখ ডোবালেন ভারতের
স্কুল থেকে শুরু, স্ত্রী পেশায় কাউন্সিলর
২০১৬ সালে মাত্র ১৮ বছর বয়সে উইয়ান মুল্ডার প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেন। এরপর ১৯ বছর বয়সে ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে অভিষেক হয় তাঁর। ২০১৬-র অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনি দক্ষিণ আফ্রিকার পক্ষে সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন। সেই টুর্নামেন্টেই ভারতের হয়ে খেলেছিলেন ঋষভ পন্থ, ঈশান কিশান আর সরফরাজ খানের মতো ক্রিকেটাররা। ২০২৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ডারবান টেস্টে ভাঙা আঙুল নিয়েই ব্যাট করতে নেমেছিলেন মুল্ডার। তাঁর স্ত্রী একজন রেজিস্টার্ড কাউন্সিলর।