কিছুদিন আগেই ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া। হার্দিককে অবশ্য় নিউজিল্যান্ড সফরে রাখাই হল না। সীমিত ওভারের দুই ধরনের স্কোয়াড থেকেই বাদ পড়েছেন তিনি। জানা গিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য এখনও প্রস্তুত নন তারকা। বলা হয়েছে, রাজ্য বরোদা দলের হয়ে ন্যূনতম একটি ম্যাচে খেলতে হবে হার্দিককে। তারপরেই তিনি জাতীয় দলের জন্য বিবেচিত হবেন।
নিউজিল্যান্ড সফরের পরে মার্চে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটে একদিনের ম্যাচ খেলবেন কোহলিরা।
কিছুদিন আগেই বোলিংয়ে ওয়ার্কলোড মনিটরিং টেস্টে সফল হতে পারেননি। অস্ত্রোপচারের পরে জাতীয় দলে ফিরে আসার ক্ষেত্রে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।
তিনি ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলেও হার্দিক জানিয়েছিলেন, নিউজিল্যান্ড সফরের দ্বিতীয়ার্ধে তিনি পুরোপুরি ফিট হয়ে যাবেন। যদিও বিসিসিআইয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এটা নিতান্তই হার্দিকের ব্যক্তিগত অভিমত।
বোর্ডের এক শীর্ষ কর্তা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন, "হার্দিকের হয়তো মনে হয়েছে ও ফিট হয়ে উঠবে। তবে ওর ফিটনেস ট্রেনার রজনীকান্ত যা দাবি করেছেন ঠিক তার উলটোটা হয়েছে ফিটনেস পরীক্ষায়। এটা ইয়ো ইয়ো টেস্ট নয়। এটা বোলিং ফিটনেস। ও ওয়ার্কলোড পরীক্ষাতেই উতরোতে পারেনি। যার অর্থ এখনও পর্যাপ্ত ফিটনেস নেই ওর মধ্য়ে।"
গত সেপ্টেম্বরে শেষবার জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন। চলতি বছরেই টি২০ বিশ্বকাপ। সেখানে হার্দিককে পরিকল্পনাতে রেখে ছক কষছে টিম ম্যানেজমেন্ট। হার্দিকের অলরাউন্ড পারফরম্যান্স দলের তুরুপের তাস হয়ে উঠতে পারে অস্ট্রেলিয়াতে। সেই কারণে সময় নিয়ে পুরো ফিট হার্দিককেই চাইছে ভারতীয় দল।
ভারতের ওয়ানডে স্কোয়াড- বিরাট কোহলি, রোহিত শর্মা, পৃথ্বী শ, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ, শিবম দুবে, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, রবীন্দ্র জাদেজা, নভদীপ সাইনি, শার্দুল ঠাকুর।
ভারতের টি২০ স্কোয়াড- বিরাট কোহলি, রোহিত শর্মা, সঞ্জু স্যামসন, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ, শিবম দুবে, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, রবীন্দ্র জাদেজা, নভদীপ সাইনি, শার্দুল ঠাকুর এবং কেদার যাদব
Read the full article in ENGLISH