New Update
/indian-express-bangla/media/media_files/2025/07/15/samad-ali-mallick-2025-07-15-22-40-12.jpg)
Samad Ali Mallick: আই লিগ অধিনায়ক এখন খেলছেন কলকাতা লিগের ক্লাবে
Samad Ali Mallick Bhawanipore FC: হঠাৎ কী এমন হল, কোন অঘটন ঘটল যে ভবানীপুরে চলে এলেন? অবশেষে দুঃখের কথা জানালেন মহামেডানের প্রাক্তন অধিনায়ক সামাদ আলি মল্লিক।
Samad Ali Mallick: আই লিগ অধিনায়ক এখন খেলছেন কলকাতা লিগের ক্লাবে
Samad Ali Mallick Tragic Story: একসময় জিতেছেন ভারতের অন্যতম সেরা লিগ আই লিগ (I-League)। ভারতের শতাব্দী প্রাচীন ক্লাব মহামেডানের স্পোর্টিংয়ের (Mohammedan Sporting Club) অধিনায়ক হিসাবে আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিলেন। মহামেডানের আগে খেলেছেন ইস্টবেঙ্গল (East Bengal), রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি, শ্রীনিধি ডেকানের মতো ভারত বিখ্যাত ক্লাবে। কিন্তু সেই সাড়াজাগানো ফুটবলার এখন নাম লিখিয়েছেন কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের ক্লাব ভবানীপুর এফসি-তে। হঠাৎ কী এমন হল, কোন অঘটন ঘটল যে ভবানীপুরে চলে এলেন? অবশেষে দুঃখের কথা জানালেন মহামেডানের প্রাক্তন অধিনায়ক সামাদ আলি মল্লিক (Samad Ali Mallick)।
সামাদ আলি মল্লিক ময়দানের ফুটবলের অনেক পরিচিত নাম। দীর্ঘদিন ধরে খেলছেন পেশাদার ফুটবলে। ২০১৫ সালে যোগ দিয়েছিলেন ইস্টবেঙ্গল ক্লাবে। কিন্তু সেখানে বঞ্চনার শিকার হন সামাদ। দিনের পর দিন তাঁকে বসিয়ে রাখা হত বেঞ্চে। যেটুকু সুযোগ পেতেন পরিবর্ত ফুটবলার হিসাবে তাতে জান লড়িয়ে দিতেন। কিন্তু শেষপর্যন্ত ইস্টবেঙ্গল ছাড়তেই হয় তাঁকে। ৬ বছর পর লাল-হলুদ ব্রিগেড ছেড়ে চলে রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি-তে। তার পর সেখান থেকে শ্রীনিধি ডেকানে। আই লিগে ভাল পারফর্ম করে নজরে পড়েন মহামেডান স্পোর্টিংয়ের কর্তাদের। ২০২২ সালে যোগ দেন সাদা-কালো ব্রিগেডে। সেখান থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।
আরও পড়ুন ধরাকাছা পরে মাঠে, ইস্টবেঙ্গলকে হারিয়ে পাঠচক্রের হিরো সদ্য মা হারানো অর্ণব
মহামেডানে ভালই চলছিল তাঁর। সাদা-কালো ব্রিগেডের অধিনায়ক হিসাবে ২০২৩ সালে জেতেন আই লিগ। কিন্তু কথায় আছে না, সুখের সময় চিরদিন স্থায়ী হয় না। সেরকমই হয়েছে সামাদের সঙ্গে। ২০২৪ মরশুমে মহামেডানে চরম আর্থিক সমস্যা দেখা দেয়। ফুটবলারদের বেতন বকেয়া রাখে ক্লাব কর্তৃপক্ষ। স্পনসরের সঙ্গে টানাপোড়েনে আর্থিক সমস্যায় পড়েন কোচ থেকে ফুটবলার, সাপোর্ট স্টাফরা। বেতন সময়ে পাচ্ছিলেন না সামাদ। বাধ্য হয়েই মহামেডান ছাড়েন আই লিগ জয়ী ফুটবলার।
আরও পড়ুন নিভে গেল মশালের আগুন, পাঠচক্রের বিরুদ্ধে লজ্জার হার ইস্টবেঙ্গলের
সম্প্রতি এক্সট্রা টাইম বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বর্তমানে চরম আর্থিক অনটনের মধ্যে যাচ্ছেন সামাদ। নিজের একটা ভুলের কারণেই বর্তমানে ভবানীপুর এফসি-র হয়ে কলকাতা লিগে খেলছেন। সামাদ অবসরের ভাবনার কথা উড়িয়ে দিয়ে বলেছেন, 'পরিবারের কারণেই এখানে খেলতে এসেছি। টাকাপয়সা দরকার, তাই এখানে এসেছি। একটা ফুটবলারের সবসময় স্বপ্ন থাকে সর্বোচ্চ স্তরের ফুটবল খেলা। কলকাতা লিগ খেলেই বড় হয়েছি। এখানে ভাল পারফর্ম করে আবার ভারতের সর্বোচ্চ স্তরের ফুটবলে ফিরতে চাই।'