East Bengal FC: চলতি কলকাতা ফুটবল লিগে (CFL 2025-26) বিনো জর্জের রণনীতি নিয়ে গত কয়েকদিন ধরেই ফিসফাস গুঞ্জন শুনতে পাওয়া যাচ্ছিল। তবে মঙ্গলবার (১৫ জুলাই) সেই রণনীতি কার্যত মুখ থুবড়ে পড়ল। এদিন পাঠচক্রের বিরুদ্ধে খেলতে নেমেছিল লাল-হলুদ ব্রিগেড। শেষ মুহূর্তের গোলে কার্যত ধরাশায়ী হয়ে গেল ইস্টবেঙ্গল। এই হারের পর লাল-হলুদ সমর্থকরা কার্যত হতাশায় ভেঙে পড়লেন।
East Bengal FC Transfer Update: ঘরের ছেলে ফিরল ঘরে, আনন্দে আত্মহারা ইস্টবেঙ্গল সমর্থকরা
গত ম্য়াচে কাস্টমস চেকিংয়ে আটকে গিয়েছিল ইস্টবেঙ্গল। জোড়া গোলে পিছিয়ে পড়লেও, শেষপর্যন্ত বিনো জর্জের দল ম্য়াচটা ২-২ ড্র করে। আশা ছিল, মামনি পাঠচক্রের বিরুদ্ধে হয়ত এই আগ্রাসী আক্রমণ আরও একবার দেখতে পাওয়া যাবে। আক্রমণ তো দুর অস্ত, একাধিক সুযোগ অপব্যবহার করে প্রবল সমালোচনার মুখে পড়েছেন লাল-হলুদ ফুটবলাররা।
East Bengal New Footballer: একই দিনে জোড়া সুখবর দিল ইস্টবেঙ্গল, ISL কাঁপানো ফুটবলার এবার লাল-হলুদে
দুর্বল ডিফেন্সেই পরাস্ত ইস্টবেঙ্গল
ব্যারাকপুর স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচে শুরু থেকেই ইস্টবেঙ্গলকে যথেষ্ট নিষ্প্রভ লাগে। দলের খেলোয়াড়দের মধ্যে তালমিলের অভাব যে এখনও রয়েছে, সেটা বেশ স্পষ্টই বুঝতে পারা যাচ্ছিল। ইস্টবেঙ্গলের দুর্বল ডিফেন্সকেই দ্বিতীয়ার্ধের শেষ বেলায় পার্থ সেনের ছেলেরা টার্গেট করেছিল। অবশেষে ম্য়াচের ৮৭ মিনিটে রক্ষণভাগে ভুল বোঝাবুঝির কারণেই গোল খেয়ে গেল ইস্টবেঙ্গল। পাঠচক্রের হয়ে গোলটি করলেন ডেভিড মতলা। যদিও ইস্টবেঙ্গলের গোলকিপার আদিত্য পাত্র শেষমুহূর্তে এগিয়ে এসেছিলেন, কিন্তু মশালবাহিনীর দূর্গ বাঁচাতে পারেননি তিনি।
East Bengal FC: জন্মদিনে শৌভিকের ছোট্ট আবদার! সরাসরি ফেরালেন ইস্টবেঙ্গলের 'নীতুদা', ব্যাপারটা কী?
অপ্রতিরোধ্য পাঠচক্র
একটা কথা স্বীকার করতেই হবে, এবারের কলকাতা ফুটবল লিগে আগুন ফর্ম ধরে রেখেছে পাঠচক্র। চলতি টুর্নামেন্টে তারা এখনও পর্যন্ত একটাও ম্য়াচ হারেনি। গত চারটে ম্য়াচের মধ্যে তারা চারটেতেই জয়লাভ করেছে। আর সেই সুবাদে লিগ টেবিলে তারা দাঁড়িয়ে রয়েছে শীর্ষস্থানে। তার থেকেও বড় কথা, এখনও পর্যন্ত তারা একটাও গোল হজম করেনি। এই সাফল্যের কৃতিত্ব দিতেই হবে পাঠচক্রের গোলরক্ষক অর্ণব দাসকে। সম্প্রতি মাতৃহারা হয়েও খেলতে নেমেছিলেন তিনি। আর ইস্টবেঙ্গলের সামনে হয়ে ওঠেন এক দূর্ভেদ্য প্রাচীর।
East Bengal Transfer Update: ইস্টবেঙ্গলেই সই করলেন তারকা ফুটবলার! আনন্দে আত্মহারা লাল-হলুদ সমর্থকরা
আগামী ১৯ জুলাই কল্যাণী স্টেডিয়ামে কলকাতা ফুটবল লিগের ডার্বি ম্য়াচ (Kolkata Derby) আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে শেষ পর্যায়ের প্রস্তুতি। এই হারের ধাক্কা কাটিয়ে ইস্টবেঙ্গল আগামী ম্য়াচে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) বিরুদ্ধে কামব্যাক করতে পারে কি না, সেটাই আপাতত দেখার।