Wimbledon 2025: এ যেন এক সম্মানের লড়াই। গত ১৩ জুলাই ২০২৫ উইম্বলডন টুর্নামেন্টে পুরুষদের (সিঙ্গলস) ফাইনাল ম্য়াচ আয়োজন করা হয়েছিল। ফাইনাল ম্য়াচে খেলতে নেমেছিলেন স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারেজ (Carlos Alcaraz) এবং ইটালির খেলোয়াড় জেনিক সিনার (Jannik Sinner)। এই ম্য়াচে জেনিক সিনার ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ সেটে কার্লোস আলকারেজকে হারিয়ে দেন। এই প্রথমবার কোনও গ্র্যান্ড স্লাম খেতাব জয় করলেন সিনার। পাশাপাশি ইটালির প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে তিনি ফাইনাল ম্য়াচে জয়লাভ করেছেন। অন্যদিকে, এই প্রথমবার কার্লোস আলকারেজ কোনও গ্র্যান্ড স্লাম ফাইনালে পরাস্ত হলেন। প্রসঙ্গত, ইতিপূর্বে আলকারেজ টানা ২৪ ম্য়াচে জয়লাভ করে ফাইনাল খেলতে নেমেছিলেন। তাঁর বিজয়রথ অবশেষে থেমে গেল।
প্রথম সেটে হারের পর সিনারের দুর্দান্ত কামব্যাক
ফাইনাল ম্য়াচের কথা যদি বলতে হয়, তাহলে প্রথম সেটে আলকারেজ তাঁর দাপট অব্যাহত রেখেছিলেন। এই সেটে তিনি ৬-৪ ব্যবধানে জয়লাভ করেন। কিন্তু, এরপর স্বপ্নের কামব্যাক করলেন সিনার। বাকি তিনটে সেটে তিনি দুর্দান্ত পারফরম্য়ান্স করেন। আলকারেজকে লড়াই থেকে ছিটকে দেন। উল্লেখ্য, টানা তিন সেটে জয়লাভ করে জেনিক সিনার উইম্বলডনে ইতিহাস রচনা করলেন। এটা তাঁর কেরিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট।
ফরাসি ওপেনের বদলা নিলেন সিনার
২৩ বছর বয়সি সিনার হলেন ২৩ নম্বর টেনিস খেলোয়াড়, যিনি ১৯৬৮ সালের পর থেকে সেন্টার কোর্টে ট্রফি জয় করলেন। ইতিপূর্বে ফরাসি ওপেন ফাইনালে আলকারেজের বিরুদ্ধে টানা পাঁচ ঘণ্টা ২৯ সেকেন্ডের মহাকাব্যিক লড়াই করেছিলেন তিনি। কিন্তু, সেই ম্য়াচে জয় আলকারেজের ভাগ্যেই লেখা ছিল। ফাইনালের একেবারে অন্তিম সেটে বাজিমাত করেছিলেন আলকারেজ। কিন্তু, উইম্বলডন ফাইনালে সেই অসাধ্যসাধন করতে পারলেন না স্প্যানিশ টেনিস তারকা।
সেমিফাইনাল ম্য়াচে সিনার এবং আলকারেজ করেছিলেন দুর্দান্ত পারফরম্য়ান্স
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত শুক্রবার আয়োজিত প্রথম সেমিফাইনাল ম্য়াচে কার্লোস আলকারেজ ৬-৪, ৫-৭, ৬-৩, ৭-৬ (৬) ব্যবধানে টেলর ফ্রিটজকে হারান এবং তৃতীয়বার উইম্বলডন চ্যাম্পিয়শিপ ফাইনালের টিকিট কনফার্ম করেন। অন্যদিকে, সার্বিয়ার টেনিস কিংবদন্তী নোভাক জোকেভিচকে পরাস্ত করেছিলেন জেনিক সিনার। ম্য়াচের ফলাফল হয়েছিল ৬-৩, ৬-৩, ৬-৪। সিনার অবশ্য এই প্রথমবার ফাইনালের আসন পাকা করেন। আলকারেজের সামনে গতকাল ষষ্ঠ গ্র্যান্ড স্লাম খেতাব জয়ের সুযোগ ছিল। কিন্তু, ফাইনাল ম্য়াচে সিনারের কাছে হেরে যান তিনি।