/indian-express-bangla/media/media_files/2025/09/01/india-womens-cricket-team-2025-09-01-17-46-33.jpg)
ভারতীয় মহিলা ক্রিকেট দল
Women’s ODI World Cup 2025: আগামী ৩০ সেপ্টেম্বর থেকে মহিলা ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে চলেছে। এই টুর্নামেন্টের জন্য আইসিসি ইতিমধ্যে প্রাইজ মানি ঘোষণা করে দিয়েছে। বিশ্বকাপজয়ী দলের উপর এবার কার্যত টাকার জোয়ারে ভাসিয়ে দেওয়া হবে। আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপে বিজয়ী দলের জন্য ৩৯.৪ কোটি টাকার পুরস্কার মূল্য় ঘোষণা করা হয়েছে। ২০২২ বিশ্বকাপের তুলনায় এই আর্থিক অঙ্ক ৪ গুণ বাড়ানো হয়েছে। ২০২২ মহিলা ওয়ানডে বিশ্বকাপের খেতাব অস্ট্রেলিয়া জয় করেছিল।
২০২৩ মেনস ওয়ানডে ওয়ার্ল্ড কাপের তুলনায় যথেষ্ট বেশি প্রাইজ মানি
আটটি দলের মধ্যে আয়োজিত এই টুর্নামেন্টে মোট প্রাইজ মানির পরিমাণ ১৩.৮৮ মিলিয়ন ডলার। ২০২২ সালে নিউজিল্যান্ডে আয়োজিত গত মহিলা বিশ্বকাপের মোট পুরস্কার মূল্য় ছিল ৩.৫ মিলিয়ন ডলার। অর্থাৎ ২৯৭ শতাংশ বৃদ্ধি হয়েছে। এবারের মহিলা ওয়ানডে বিশ্বকাপে মোট পুরস্কার মূল্যের পরিমাণ ২০২৩ আইসিসি পুরুষ বিশ্বকাপ প্রাইজ মানির থেকেও অনেকটা বেশি। প্রসঙ্গত, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে মোট পুরস্কার মূল্য ছিল ১০ মিলিয়ন ডলার।
UPDATE - #TeamIndia's revised schedule confirmed for ICC Women's Cricket World Cup.#WomenInBlue#CWC25pic.twitter.com/aQm8VjgzWV
— BCCI Women (@BCCIWomen) August 22, 2025
রানার্স আপ এবং টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো পাবে এত কোটি টাকা
এবারের বিশ্বকাপে রানার্স আপ দল ১৯.৭১ কোটি টাকা পাবে। আর সেমিফাইনালে পরাস্ত দুই দল পাবে ৯.৮ কোটি টাকা করে। গ্রুপ পর্বে প্রত্যেকটা ম্য়াচ জেতার জন্য দলগুলোকে ৩০.১৯ লাখ টাকা দেওয়া হবে। পঞ্চম এবং ষষ্ঠ স্থানে থাকা দুই দলকে ৬.১৬ কোটি টাকা করে দেওয়া হবে। এছাড়া সপ্তম এবং অষ্টম স্থানে থাকা দুই দলকে ২.৪৬ কোটি টাকা করে দেওয়া হবে। এছাড়া এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রত্যেকটা দলকে ২.২০ কোটি টাকা করে দেওয়া হবে।
Harmanpreet Kaur Record: ঐতিহাসিক 'কারনামা' হরমনপ্রীতের, ভাঙলেন মিতালি রাজের রেকর্ড
পুরস্কার মূল্য ঘোষণা করার পর কী বললেন জয় শাহ?
পুরস্কার মূল্য ঘোষণা করার পর ICC চেয়ারম্য়ান জয় শাহ জানিয়েছেন, এই ঘোষণা মহিলা ক্রিকেটের যাত্রাপথে একটা বড় মাইলফলক হয়ে থাকবে। পুরস্কার মূল্য প্রায় ৪ গুণ বাড়ানো হয়েছে। এটা অবশ্যই একটা ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘমেয়াদি শ্রীবৃদ্ধির দিকে তাকিয়ে এই পদক্ষেপকে যথেষ্ট গুরুত্বপূর্ণ হিসেবেই দেখা হচ্ছে। আমাদের বার্তা স্পষ্ট। মহিলা ক্রিকেটারদের অন্তত একটা ব্যাপার মনে রাখা উচিত যে যদি ক্রিকেট খেলাকে পেশা হিসেবে বেছে নেওয়া হয়, তাহলে পুরুষ ক্রিকেটারদের সমানই ব্যবহার করা হবে।