WTC 2025-27 Points Table: লর্ডস টেস্ট হেরে বড় ধাক্কা, WTC পয়েন্ট টেবিলে আরও নামল ভারত, শীর্ষে কোন দল?

World Test Championship (2025-2027) Points Table: ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ২০২৫-২৭ এর পয়েন্ট টেবিলে লর্ডসের তৃতীয় টেস্টে দারুণ জয়ের পর ইংল্যান্ড বড় লিড নিয়েছে।

World Test Championship (2025-2027) Points Table: ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ২০২৫-২৭ এর পয়েন্ট টেবিলে লর্ডসের তৃতীয় টেস্টে দারুণ জয়ের পর ইংল্যান্ড বড় লিড নিয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
WTC Points Table 2025-27: পয়েন্ট টেবিলে লর্ডসের তৃতীয় টেস্টে দারুণ জয়ের পর ইংল্যান্ড বড় লিড নিয়েছে

WTC Points Table 2025-27: পয়েন্ট টেবিলে লর্ডসের তৃতীয় টেস্টে দারুণ জয়ের পর ইংল্যান্ড বড় লিড নিয়েছে

ICC World Test Championship 2025-2027 Standings: লর্ডস টেস্টে তীরে এসে তরী ডুবল ভারতের। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচে (IND vs ENG 3rd Test Match) জয়ের খুব কাছাকাছি গিয়েও হেরে গেল টিম ইন্ডিয়া। ইংল্যান্ড (India vs England) এক রোমাঞ্চকর ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে পয়েন্ট টেবিলে বড় উলটপালট ঘটিয়ে দিল। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ২০২৫-২৭ এর পয়েন্ট টেবিলে লর্ডসের তৃতীয় টেস্টে দারুণ জয়ের পর ইংল্যান্ড বড় লিড নিয়েছে। অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির এই ম্যাচে শেষ সেশনের আগে পর্যন্ত সব রকম ফল (টাই-সহ) সম্ভব ছিল, কিন্তু শেষ পর্যন্ত ইংল্যান্ড ২২ রানে জয় পেল।

Advertisment

প্রথম ইনিংসে দুই দলের স্কোর সমান ছিল। ইংল্যান্ড ৩৮৭ রানে অলআউট হয়, যেখানে জো রুট সেঞ্চুরি করেন আর জসপ্রীত বুমরাহ ৫ উইকেট নেন। ভারতও ঠিক একই রান তোলে। এবার কেএল রাহুল সেঞ্চুরি করেন আর ঋষভ পন্থ ও রবীন্দ্র জাডেজা হাফ-সেঞ্চুরি করেন। ক্রিস ওকস ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নেন।

আরও পড়ুন এই ৩ ভুলেই লর্ডসে হারল ভারত, এখনই মিলিয়ে নিন

Advertisment

শেষ দুই ইনিংসে সময় নষ্ট করা, স্লেজিং আর ICC-এর জরিমানার বিতর্কের মধ্যেই লর্ডসের পিচ নতুন বলের পেসারদের জন্য কঠিন হয়ে ওঠে। ভারত এই সুযোগ কাজে লাগিয়ে ইংল্যান্ডকে ১৯২ রানে অলআউট করে দেয়। পঞ্চম দিনের শুরুতে ভারতের স্কোর ছিল ৫৮/৪। প্রথম ঘণ্টায় বেন স্টোকস ও জোফ্রা আর্চারের তীব্র আক্রমণে কেএল রাহুল, ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর আর নীতীশ কুমার রেড্ডি দ্রুত ফিরে যান। এরপর জাডেজা প্রথমে বুমরাহ আর পরে মহম্মদ সিরাজের সঙ্গে বড় পার্টনারশিপ গড়েন, কিন্তু কয়েকবার ভাগ্যের জোরে বাঁচলেও শেষরক্ষা হয়নি। সিরাজের দুর্বল ডিফেন্স স্টাম্পে লাগতেই ভারতের স্বপ্ন শেষ হয়ে যায়।

আরও পড়ুন লোভে পাপ, পাপে আউট! বুমরাহের 'ছোট্ট' ভুলেই হারল ভারত?

WTC পয়েন্ট টেবিলে পরিবর্তন 

ইংল্যান্ড এখন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে, শ্রীলঙ্কার সঙ্গে পয়েন্ট পার্সেন্টেজে সমান সমান। লর্ডস টেস্টে হারের ফলে ভারত ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা চতুর্থ স্থানে নেমে গেছে, যা ২০২৭ সালের ফাইনালে ওঠার স্বপ্নের জন্য অশনি সংকেত, যদিও এখনও অনেক খেলা বাকি। নিউজিল্যান্ড, পাকিস্তান আর দক্ষিণ আফ্রিকা এই চক্রে এখনও কোনও ম্যাচ খেলেনি, তাই তারা র‍্যাঙ্কিংয়ে নেই।

WTC India vs England IND vs ENG 3rd Test Match