Advertisment

গোলাপি বলে রিস্ট স্পিনাররা অনেক বেশি কার্যকর হবে: হরভজন সিং

ইডেন গার্ডেন্সে দিন-রাতের টেস্টে অত্য়ন্ত কার্যকরী হতে চলেছেন রিস্ট স্পিনাররা। ফ্লাডলাইটের আলোয় তাঁরা কামাল করতে পারেন বলেই মত দেশের সিনিয়র অফ-স্পিনার হরভজন সিংয়ের।

author-image
IE Bangla Web Desk
New Update
Wrist spinners will be more effective with pink ball in d/n test

গোলাপি বলে রিস্ট স্পিনাররা অনেক বেশি কার্যকর হবে: হরভজন সিং

ইডেন গার্ডেন্সে দিন-রাতের টেস্টে অত্য়ন্ত কার্যকরী হতে চলেছেন রিস্ট স্পিনাররা। ফ্লাডলাইটের আলোয় তাঁরা কামাল করতে পারেন বলেই মত দেশের সিনিয়র অফ-স্পিনার হরভজন সিংয়ের।

Advertisment

আগামী ২২ নভেম্বর ভারতের প্রথম দিন-রাতের টেস্ট অনুষ্ঠিত হবে ক্রিকেটের স্বর্গোদ্য়ানে। তারা আগে সংবাদসংস্থা পিটিআই-কে গোলাপি বলের রহস্য়ভেদ করলেন পাঞ্জাব পুত্তর। ভাজ্জি বলছেন,“ রিস্ট স্পিনাররা অ্যাডভান্টেজে থাকবে এই ম্য়াচে। গোলাপি বলে সিম (গোলাপির ওপর কালো সেলাই) মুভমেন্ট ধরা মুশকিল। কলকাতায় ৩.৩০ থেকে ৪.৩০ পর্যন্ত সিমাররা সবচেয়ে বেশি কার্যকরী হয়। কিন্তু ভবিষ্য়তে গোলাপি বলে ডে-নাইট টেস্ট খেলতে গেলে আমাদের স্পিনারদের কথা ভাবতেই হবে।”

আরও পড়ুন-এবার রুপোলি পর্দায় হরভজন সিং ও ইরফান পাঠান

২০১৬ সালে দলীপ ট্রফিতে খেলেছেন ভারতের চায়নাম্য়ান কুলদীপ যাদব। দেশের এক নম্বর রিস্টস্পিনার তিনি। রয়েছেন ভারত-বাংলাদেশ টেস্টেও। তিন বছর আগে কুলদীপের কথা মনে করিয়ে হরভজন বললেন, “যদি কারোর দলীপ ট্রফির কথা মনে থাকে, তাহলে কেউই কুলদীপকে ভোলেনি। ওর কবজির মোচড় কেউ বুঝতে পারেনি। লেগ স্পিনাররা সেবার অনেক উইকেট পেয়েছিল।

 আরও পড়ুন-India vs Bangladesh: ঘরের মাঠে ২৫০ টেস্ট উইকেট অশ্বিনের, যুগ্মভাবে দ্রুততম হয়ে নজির

আসন্ন টেস্টে কুলদীপের দলে থাকা নিয়ে কোনও মন্তব্য় করেননি হরভজন। তিনি বলছেন, “কে দলে থাকবে, কে থাকবে না সেটা টিম ম্য়ানেজমেন্টের সিদ্ধান্ত। এই নিয়ে আমি কিছু বলতে পারি না। কিন্তু বাংলাদেশকে একটা কথা মাথায় রাখতে হবে। তারা কিন্তু স্পিনারদের খেলার পরেই পেস সহায়ক পিচে খেলবে।“

Read full story in English

Harbhajan Singh BCCI
Advertisment