IND vs ENG 4th Test: '১০ রান না করলে কিছু যায় আসত না', হ্যান্ডশেক বিতর্কে দোষ মানতে নারাজ স্টোকস

IND vs ENG 4th Test Day 5: রবীন্দ্র জাদেজা ও বেন স্টোকসের ‘হ্যান্ডশেক ড্রামা’ এখন কেবল নাটকীয়তা নয়, এক বিতর্কে পরিণত হয়েছে। এই বিতর্কের একমাত্র খলনায়ক হয়ে উঠেছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।

IND vs ENG 4th Test Day 5: রবীন্দ্র জাদেজা ও বেন স্টোকসের ‘হ্যান্ডশেক ড্রামা’ এখন কেবল নাটকীয়তা নয়, এক বিতর্কে পরিণত হয়েছে। এই বিতর্কের একমাত্র খলনায়ক হয়ে উঠেছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ben Stokes handshake drama: রবীন্দ্র জাদেজা ও বেন স্টোকসের ‘হ্যান্ডশেক ড্রামা’ এখন কেবল নাটকীয়তা নয়, এক বিতর্কে পরিণত হয়েছে

Ben Stokes handshake drama: রবীন্দ্র জাদেজা ও বেন স্টোকসের ‘হ্যান্ডশেক ড্রামা’ এখন কেবল নাটকীয়তা নয়, এক বিতর্কে পরিণত হয়েছে

Ben Stokes-Ravindra Jadeja Handshake drama controversy: রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ও বেন স্টোকসের (Ben Stokes) ‘হ্যান্ডশেক ড্রামা’ এখন কেবল নাটকীয়তা নয়, এক বিতর্কে পরিণত হয়েছে। এই বিতর্কের একমাত্র খলনায়ক হয়ে উঠেছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। আসলে, যখন ইংল্যান্ড বোলাররা রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংটন সুন্দরকে (Washington Sundar) আউট করতে ব্যর্থ হয়, তখন স্টোকস এমন এক কৌশল নেন, যার উদ্দেশ্য ছিল তাঁদের সেঞ্চুরি আটকে দেওয়া। আর নোংরা খেলা খেলেই তিনি নিজের সম্মান হারালেন।

Advertisment

ম্যাচের পর স্টোকস ব্যাখ্যা দেন, “১০ বা তার চেয়ে সামান্য বেশি রান দিয়ে কী-ই বা এসে যায়?” কিন্তু এই মন্তব্যকে নেহাতই 'শিশুসুলভ' বলা যায়। যেসব রান তিনি গুরুত্বহীন বলে উড়িয়ে দিলেন, সেটাই একজন ব্যাটারের জন্য শতরানের বড় অর্জন হতে পারত।

আরও পড়ুন সেঞ্চুরি আটকাতে চরম নোংরামি, 'বেহায়া' স্টোকসকে 'অওকাত' দেখিয়ে দিলেন জাডেজা

Advertisment

ম্যাঞ্চেস্টারে অনুষ্ঠিত ভারত-ইংল্যান্ডের চতুর্থ টেস্ট ম্যাচ (IND vs ENG 4th Test Match) ড্র হয়। এই ম্যাচে স্টোকস বল হাতে ৫ উইকেট এবং ব্যাট হাতে ১৪১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তাঁর পারফরম্যান্স ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’-এর দাবি রাখলেও, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর যেভাবে ভারতের পতন ঠেকিয়ে শতরান করলেন, তাতে স্টোকসের অবদান অনেকটাই আড়ালে পড়ে যায়। সম্ভবত সেই হতাশা থেকেই স্টোকস এমন কৌশল নেন যা তাঁকে 'হিরো' থেকে ‘ভিলেন’ বানিয়ে দেয়।

পঞ্চম দিনের খেলা যখন শেষ হতে এক ঘণ্টা বাকি, তখন স্টোকস হঠাৎ জাডেজার দিকে হাত বাড়ান, অর্থাৎ ড্রয়ের প্রস্তাব দেন। কিন্তু তখন জাডেজা ৮৯ এবং সুন্দর ৮০ রানে অপরাজিত। দু’জনেই নিজেদের পরিশ্রমের ফলস্বরূপ শতরান পূর্ণ করতে চাইছিলেন, এবং সেটাই তাঁদের প্রাপ্য ছিল, কারণ তা ম্যাচের ফলাফল না বদলালেও খেলোয়াড়ের আত্মবিশ্বাস ও কেরিয়ারের জন্য বিশাল ব্যাপার।

আরও পড়ুন একেই বলে 'বাঁয়ে হাত কা খেল'! টিম ইন্ডিয়ার 'পঞ্চপাণ্ডবের' নয়া ইতিহাস ম্যানচেস্টারে

স্টোকস পরে বলেন, "ভারত যেখান থেকে ফিরে এসেছে, সেটা প্রশংসনীয়। ৮০-৯০ বা ১০০, এতে কতটাই বা পার্থক্য?" কিন্তু প্রশ্ন উঠছে, যদি একই পরিস্থিতিতে ইংল্যান্ডের কোনও ব্যাটার থাকতেন, স্টোকস কি তাঁকে এমনভাবে শতরান থেকে বঞ্চিত করতেন?

স্টোকস আরও বলেন, যখন নিশ্চিত হয়ে যান যে ম্যাচ ড্র হবে, তখন তিনি তাঁর প্রধান বোলারদের নিয়ে চিন্তায় পড়েন। তিনি মনে করেন, এত সময় বাকি থাকতে তাঁদের দিয়ে বল করানোতে কোনও লাভ নেই, তাই তিনি হ্যারি ব্রুকের হাতে বল তুলে দেন। কিন্তু স্টোকসের এই সিদ্ধান্তের সমালোচনা করেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন।

আরও পড়ুন চরম দুঃসংবাদে ছারখার টিম ইন্ডিয়া, ছিটকেই গেলেন তারকা ব্যাটার, বদলি ঘোষণা BCCI-এর

ম্যাচ শেষে ভারতীয় কোচ গৌতম গম্ভীর জাডেজার সিদ্ধান্তকে সঠিক বলে উল্লেখ করেন এবং বলেন, “যদি ইংল্যান্ডের ব্যাটাররা এমন পরিস্থিতিতে থাকত, তখন ওরা কী করত?”

সব মিলিয়ে, বেন স্টোকসের এই ঘটনাটি মনে করিয়ে দেয়, কোনও ক্রিকেটার এক ম্যাচেই কীভাবে মহানায়ক থেকে খলনায়কে পরিণত হতে পারেন।

Ben Stokes Ravindra Jadeja Washington Sundar IND vs ENG 4th Test Match