/indian-express-bangla/media/media_files/2025/07/28/india-vs-england-2025-07-28-17-22-53.jpg)
ম্যানচেস্টার টেস্ট ড্র হওয়ার পর মাঠ ছাড়লেন সুন্দর এবং জাদেজা
India vs England: ভারত এবং ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট ম্য়াচটি ম্য়ানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে দুটো দলের মধ্যেই রোমাঞ্চকর লড়াই দেখতে পাওয়া যায়। শেষপর্যন্ত এই ম্য়াচের ফলাফল ড্রয়ের মাধ্যমেই নিষ্পত্তি হয়। এই ম্য়াচটা জেতার জন্য ইংল্যান্ড যথাসম্ভব চেষ্টা করেছিল। কিন্তু, ভারতীয় ক্রিকেটারদের মধ্যে রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর লড়াকু ইনিংস উপহার দেন। আর সেকারণে ইংরেজদের যাবতীয় রণনীতি কার্যত মুখ থুবড়ে পড়ে। জাদেজা এবং সুন্দর শুধুমাত্র শতরানই করেননি, টিম ইন্ডিয়ার হয়ে পঞ্চম উইকেটে ২০৩ রানের একটি অমূল্য পার্টনারশিপও গড়ে তোলেন। আর এভাবেই জাদেজা এবং সুন্দরের এই ঐতিহাসিক পার্টনারশিপ ৮৯ বছরের পুরনো একটি নজিরের পুনরাবৃত্তি ঘটাল।
IND vs ENG 4th Test: ৩ ব্যাটারের সেঞ্চুরিতে 'নয়া ইতিহাস', প্রথমবার এই ঘটনার সাক্ষী টিম ইন্ডিয়া
৮৯ বছরের পুরনো একটি অবিশ্বাস্য সংযোগ
আসলে ১৯৩৬ সালে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে এই ম্যানচেস্টারের এই মাঠেই একটি টেস্ট ম্য়াচ আয়োজন করা হয়েছিল। সেইসময় টিম ইন্ডিয়ার দুই কিংবদন্তী ব্যাটার বিজয় মার্চেন্ট এবং সৈয়দ মুস্তাক আলি তৃতীয় ইনিংসে শতরান হাঁকিয়েছিলেন এবং ২০৩ রানের পার্টনারশিপ কায়েম করেছিলেন। মজার ব্যাপার এটাই যে সেবারও টেস্ট ম্য়াচটা জুলাই মাসের শেষ সপ্তাহে আয়োজন করা হয়েছিল। শেষপর্যন্ত ওই ম্য়াচের ফলাফল ড্র হয়েছিল।
এবার ৮৯ বছর পর, ২০২৫ সালের জুলাই মাসে আবারও ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে ভারত এবং ইংল্যান্ড একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে। রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরও দুর্দান্ত শতরান করলেন। আর তাঁদের মধ্যেও ২০৩ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। ঠিক যেমনটা ১৯৩৬ সালে বিজয় মার্চেন্ট এবং মুস্তাক আলি করেছিলেন। সেই ম্য়াচেও বিজয় মার্চেন্ট এবং মুস্তাক আলির ব্যাট থেকে সেঞ্চুরি বেরিয়ে আসে। এবার ৮৯ বছর পর জাদেজা এবং সুন্দরের শতরান সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাল। এমন বিরল সংযোগ বিশ্ব ক্রিকেট ইতিহাসে ইতিপূর্বে দেখতে পাওয়া যায়নি। শুধুমাত্র রেকর্ডেরই রিপিট টেলিকাস্ট হয়নি; সময়, ভেন্যু এবং পার্টনারশিপও একেবারে হুবহু মিলে গিয়েছে।
IND vs ENG 4th Test: '১০ রান না করলে কিছু যায় আসত না', হ্যান্ডশেক বিতর্কে দোষ মানতে নারাজ স্টোকস
ইংল্যান্ডের যাবতীয় পরিকল্পনায় জল ঢেলে দিল ভারত
ম্যানচেস্টার টেস্ট ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে অপরাজেয় লিড নেওয়ার সুবর্ণ সুযোগ ছিল। কিন্তু, ভারতীয় ব্যাটারদের আত্মবিশ্বাস এবং ধৈর্য্য ইংরেজ ক্রিকেটারদের কার্যত হতাশ করে তুলেছে। জাদেজা নিজের টেস্ট কেরিয়ারে পঞ্চম শতরান পূরণ করেছে। পাশাপাশি ওয়াশিংটন সুন্দরও এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করলেন। ব্রিটিশ বোলারদের সামনে বুক চিতিয়ে লড়াই করলেন। এই ম্যাচ ড্র হলেও ইংল্যান্ড ক্রিকেট দল এখনও পর্যন্ত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। পাশাপাশি ভারত যে কামব্যাক করতে পারে, সেটাও প্রমাণিত হয়ে গেল।