Yash Dayal Booked for Rape: তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগের আবার বিরাট বিতর্কে টিম ইন্ডিয়ার তারকা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) তারকা ক্রিকেটারের বিরুদ্ধে এবার নাবালিকাকে ধর্ষণের (Rape Case) অভিযোগ তোলপাড়। সদ্য আইপিএল জয়ী (IPL 2025) বোলারের বিরুদ্ধে জয়পুরে মামলা দায়ের হয়েছে। তাঁর বিরুদ্ধে ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনার আগে তাঁর বিরুদ্ধে গাজিয়াবাদ থানায় এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ শোরগোল পড়েছিল। তার রেশ কাটার আগেই আবার নতুন বিতর্ক।
নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এবার ফেঁসেছেন আরসিবি তারকা যশ দয়াল (Yash Dayal)। সম্প্রতি এলাহাবাদ হাইকোর্ট বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে স্বস্তি দিয়েছে যশকে। আদালতের নির্দেশে গ্রেফতারি এড়িয়েছেন যশ। কিন্তু এবার পালাবার পথ আর নেই তরুণ ফাস্ট বোলারের। কারণ নাবালিকাকে ধর্ষণের অভিযোগে পকসো আইনেও মামলা দায়ের হয়েছে। রিপোর্ট অনুযায়ী, যশ দয়ালের বিরুদ্ধে সাঙ্গানের সদর থানায় নির্যাতিতা এফআইআর দায়ের করেছেন। যশের বিরুদ্ধে অভিযোগ, কিশোরীকে পেশাদার ক্রিকেটে সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে ২ বছর ধরে যৌন নির্যাতন করেছেন।
আরও পড়ুন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন নির্যাতন, IPL জয়ী RCB তারকার বিরুদ্ধে FIR, গ্রেফতার হবেন কোহলির সতীর্থ?
যশ দয়ালের সমস্যা আরও বাড়ল
থানার পুলিশ আধিকারিক অনিল জেমান জানিয়েছেন, নির্যাতিতাক্রিকেটের জন্য়ই যশ দয়ালের সংস্পর্শে এসেছেন। অভিযোগ, ক্রিকেট কেরিয়ারে উন্নতির নাম করে গত ২ বছর ধরে নির্যাতিতাকে বার বার ধর্ষণ করেন যশ দয়াল। রিপোর্টে, IPL 2025 সম্পর্কেও উল্লেখ রয়েছে। জয়পুর পুলিশ জানিয়েছে, যশ দয়াল জয়পুরে আরসিবি বনাম রাজস্থানের ম্যাচের সময় নির্যাতিতাকে সিটাপুরা এলাকায় একটি হোটেলে ডেকে ধর্ষণ করেন। দীর্ঘদিন ধরে ভয় দেখানো, ব্ল্যাকমেল, শারীরিক-মানসিক নির্যাতন সহ্য করে শেষপর্যন্ত ২৩ জুলাই নির্যাতিতা পুলিশের দ্বারস্থ হয়েছেন।
আরও পড়ুন 'ব্যবহার করো আর ফেলে দাও'! RCB তারকার বিরুদ্ধে বিস্ফোরক তরুণী, ভাইরাল পোস্ট
জয়পুর পুলিশ আরও জানিয়েছে, নির্যাতিতা যখন ১৭ বছরের ছিলেন তখন থেকে যৌন নির্যাতনের ঘটনা শুরু হয়েছে। তাই পকসো আইন এবং ভারতীয় ন্যায় সংহিতা ধর্ষণের ধারায় মামলা দায়ের হয়েছে। দোষী প্রমাণিত হলে যশ দয়ালের জেল হতে পারে। কেরিয়ারই শেষ হয়ে যাবে তাঁর। এখন পকসো আইনে খুব দ্রুত মামলার নিষ্পত্তি হয়। তাই লম্বা সময়ের জন্য হাজতে যেতে হতে পারে যশকে।