Yashasvi Jaiswal Record: বার্মিংহামে দুরন্ত কীর্তি যশস্বীর, ভাঙলেন শচীনের রেকর্ড

Yashasvi Jaiswal: বার্মিংহাম টেস্টের দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়াল ২৮ রান করেছেন। জস টাংয়ের বলে তিনি LBW আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। ইংল্যান্ডের বিরুদ্ধে যশস্বীর ব্যাট যে বরাবরই জ্বলে ওঠে, সেটা আর আলাদা করে বলার দরকার নেই।

Yashasvi Jaiswal: বার্মিংহাম টেস্টের দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়াল ২৮ রান করেছেন। জস টাংয়ের বলে তিনি LBW আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। ইংল্যান্ডের বিরুদ্ধে যশস্বীর ব্যাট যে বরাবরই জ্বলে ওঠে, সেটা আর আলাদা করে বলার দরকার নেই।

author-image
IE Bangla Sports Desk
New Update
Yashasvi Jaiswal RR 34

টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল

Yashasvi Jaiswal Record: বার্মিংহাম টেস্ট ম্য়াচে তৃতীয় দিনের খেলা শেষ হল। দিনের শেষে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) ১ উইকেট হারিয়ে ৬৪ রান করেছে। উইকেটে রয়েছেন কেএল রাহুল (২৮) এবং করুণ নায়ার (৭)। ইংল্যান্ডের থেকে ভারতীয় ক্রিকেট দল আপাতত ২৪৪ রানে এগিয়ে রয়েছে। তৃতীয় দিন টিম ইন্ডিয়া কেমন ব্যাট করে সেদিকেই সকলে তাকিয়ে থাকবেন।

Advertisment

এই সিরিজে টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল দুর্দান্ত ব্যাটিং পারফরম্য়ান্স করলেন। ২০২৪ সালে টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক রান করার পর চলতি বছরেও তাঁর ব্যাট থেকে রানের বন্যা দেখতে পাওয়া যাচ্ছে। প্রথম টেস্ট ম্য়াচে শতরানের পর দ্বিতীয় ম্য়াচের প্রথম ইনিংসেও তিনি ৮৭ রানের একটি দুর্ধর্ষ ইনিংস উপহার দিয়েছিলেন। এরপর শুক্রবার (৪ জুলাই) যখন দ্বিতীয় ইনিংসে তিনি ব্যাট করতে নামলেন, সেই সময় একটি বিশেষ রেকর্ড কায়েম করেছেন। আর সেইসঙ্গে তিনি এক ধাক্কায় শচীন তেন্ডুলকর এবং বিরাট কোহলির মতো মহারথীদের রেকর্ড ভেঙে দেন। আসুন, এই রেকর্ডের ব্যাপারে আলোচনা করা যাক।

IND vs ENG 2nd Test: শুভমানের ডবল সেঞ্চুরি, তারপরও 'অজানা আশঙ্কা'য় টিম ইন্ডিয়া! কারণটা জানেন?

ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম ২ হাজার রান

Advertisment

এজবাস্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে ১০ রান করতে না করতেই যশস্বী জয়সওয়াল ভারতের হয়ে যুগ্মভাবে টেস্ট ক্রিকেটে দ্রুততম ২ হাজার রানের রেকর্ড কায়েম করেন। এই শৃঙ্গ অর্জন করার জন্য তিনি ২১ টেস্ট ম্য়াচে ৪০ ইনিংস খেলেছেন। ইতিপূর্বে রাহুল দ্রাবিড় এবং বীরেন্দ্র সেহওয়াগের মতো ভারতের তারকা ব্যাটার এই কীর্তি স্থাপন করেছিলেন। তাঁরা দুজনেও টেস্ট ক্রিকেটে ৪০ ইনিংসে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।

IND vs BAN: বাংলাদেশ যাচ্ছে না টিম ইন্ডিয়া! বাতিলের পথে রোহিত-বিরাটের কামব্যাক সিরিজ

ইংরেজ বোলারদের কার্যত দুরমুশ করলেন যশস্বী জয়সওয়াল

বার্মিংহাম টেস্টের দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়াল ২৮ রান করেছেন। জস টাংয়ের বলে তিনি LBW আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। ইংল্যান্ডের বিরুদ্ধে যশস্বীর ব্যাট যে বরাবরই জ্বলে ওঠে, সেটা আর আলাদা করে বলার দরকার নেই। তা সেটা যে কোনও মাঠেই হোক না কেন! ইংরেজ ক্রিকেটারদের বিরুদ্ধে এখনও পর্যন্ত ১৩ ইনিংসে যশস্বী জয়সওয়াল ৭৭.৬৬ গড়ে রান করেছেন। ইতিমধ্যে তিনি ৩ সেঞ্চুরি এবং ৪ অর্ধশতরান করেছেন। সঙ্গে একটি দ্বিশতরানও হাঁকিয়েছেন তিনি।

Indian Cricket Team Yashasvi Jaiswal