India vs England: ভারত এবং ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্য়াচটি (IND vs ENG 2nd Test Match) বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। টিম ইন্ডিয়া (Indian Cricket Team) এই ম্য়াচের প্রথম ইনিংসে ৫৮৭ রানের একটা বিশাল টার্গেট খাড়া করে। যদিও একটা সময় টিম ইন্ডিয়া ২১১ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল। সেখান থেকে যে ৫০০-র গণ্ডি তারা টপকাতে পারবে, সেটা কেউ কল্পনা করতে পারেননি। কিন্তু, শুভমান (Shubman Gill) এবং জাদেজার (Ravindra Jadeja) পার্টনারশিপ সেই অসাধ্যসাধন করেছে। বার্মিংহামে টিম ইন্ডিয়া এমন কৃতিত্ব অর্জন করেছে, যা আগে কেউ কখনও করতে পারেনি।
বার্মিংহামে সর্বাধিক স্কোর কায়েম করল টিম ইন্ডিয়া
একথা তো আপনাদের কাছে অজানা নয় যে বার্মিংহাম দুর্গ এখনও পর্যন্ত জয় করতে পারেনি টিম ইন্ডিয়া। ভারত যে এখানে খুব একটা কম টেস্ট ম্য়াচ খেলেছে, তেমনটা কিন্তু একেবারেই নয়। কিন্তু, তা সত্ত্বেও জয় এখনও পর্যন্ত হাতছাড়া রয়েছে। এমনকী, এই ম্য়াচের আগে টিম ইন্ডিয়া মাত্র একবারই ৪০০-র গণ্ডি অতিক্রম করতে পেরেছিল। ২০২২ সালে তারা ৪১৬ রান করে। কিন্তু, এবার সেই রেকর্ড ভেঙে গিয়েছে। ইতিপূর্বে, ভারত কখনও এই মাঠে এত রান করতে পারেনি।
Shubman Gill Double Century: ইংল্যান্ডের মাটিতে ইতিহাস শুভমান গিলের, প্রথম ভারতীয় ক্যাপ্টেন হিসাবে বিরাট রেকর্ড
এর আগে ৪০০ রান করেও হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে
তবে এত রান করার পরও একটা অজানা আশঙ্কা ভারতীয় ক্রিকেট সমর্থকদের কুরে-কুরে খাচ্ছে। ২০২২ সালে ভারতীয় ক্রিকেট দল যখন ৪১৬ রান করেছিল, সেই ম্য়াচটা হেরে গিয়েছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। অর্থাৎ ৪০০-র বেশি রান করেও টিম ইন্ডিয়া জয় নিশ্চিত করতে পারেনি। যদিও এবার ভারতের হাতে আরও অনেকটাই বেশি রান রয়েছে। সেকারণে হারের চিন্তাভাবনা আপাতত দুরে সরিয়ে রাখাই ভাল। এই পরিস্থিতিতে তৃতীয় দিন টিম ইন্ডিয়া কেমন বল করে, সেদিকে সকলের অবশ্যই নজর থাকবে।
Shubman Gill 5 Records: ইংল্যান্ডে নয়া ইতিহাস শুভমানের, ৫ রেকর্ডে শ্রেষ্ঠ আসনে ভারত অধিনায়ক
আদৌ চালকের আসনে বসে রয়েছে ভারতীয় ক্রিকেট দল?
লিডস টেস্টের প্রথম ইনিংসেও ভারতীয় ক্রিকেট দল ৪৭১ রান করেছিল। তখনও সবাই মনে করেছিলেন যে টিম ইন্ডিয়া ওই ম্য়াচে হয়ত জয়লাভ করবে। কিন্তু, ম্য়াচের শেষদিন ইংল্যান্ড হাসতে হাসতে ৫ উইকেটে ম্য়াচটা জিতে যায়। এই ম্য়াচে টিম ইন্ডিয়ার ঝুলিতে অবশ্য গত ম্য়াচের তুলনায় সামান্য বেশি রান রয়েছে। তৃতীয় দিন যদি প্রথম দুটো সেশনের মধ্যে ইংরেজদের কোমর না ভাঙতে পারে ভারত, তাহলে এই ম্য়াচেও কপালে দুঃখ নাচবে।