India vs England Test 2025: বার্মিংহাম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত প্রথম ইনিংসে ১৮০ রানের লিড হাসিল করতে পেরেছে। টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমে ৫৮৭ রান করেছিল। এরপর ইংল্যান্ড দল মাত্র ৪০৭ রানে অলআউট হয়ে যায়। ইংল্যান্ডের হয়ে জেমি স্মিথ এবং হ্যারি ব্রুক শতরান করেন। এই দুই ব্যাটারের কারণেই ইংল্যান্ড ৪০০ রানের চৌকাঠ স্পর্শ করতে পেরেছে। এরপর দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) আউট নিয়ে ব্যাপক ঝামেলা হয়। আম্পায়ারদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন বেন স্টোকস (Ben Stokes)।
যশস্বীকে আউট দিয়েছিলেন আম্পায়াররা
ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসের সপ্তম ওভারটা জস টাং করতে আসেন। এই ওভারের চতুর্থ বলে যশস্বী জয়সওয়াল লাইন এবং লেংথ একেবারে বুঝতে পারেননি। সেকারণে তিনি পরাস্ত হন। বলটা সোজা তাঁর প্যাডে আঘাত করে। এরপর ব্রিটিশ ক্রিকেটাররা আবেদন করলে আম্পায়ার নির্দ্বিধায় আউটের সিদ্ধান্ত জানান। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল।
Yashasvi Jaiswal Record: বার্মিংহামে দুরন্ত কীর্তি যশস্বীর, ভাঙলেন শচীনের রেকর্ড
ক্ষোভে ফেটে পড়লেন বেন স্টোকস
এরপর যশস্বী জয়সওয়াল DRS-এর জন্য আবেদন করেন। সেই আবেদনে সাড়াও দেন আম্পায়ার। আর সেটা দেখেই ইংরেজ অধিনায়ক বেন স্টোকস কার্যত ক্ষোভে ফেটে পড়েন। তিনি এক দৌড়ে আম্পায়ারের কাছে আসেন। তাঁর বক্তব্য ছিল, রিভিউ নেওয়ার সময় ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। আর জয়সওয়াল সময় শেষ হওয়ার পর রিভিউয়ের জন্য় আবেদন করেন। এরপর আম্পায়ার এবং স্টোকসের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়। সিদ্ধান্ত মনের মতো না হওয়ার কারণে স্টোকস রাগে বিড়বিড় করতে থাকেন। এই সময় মাঠের চারদিকে হুটিং শুনতে পাওয়া যায়।
IND vs ENG 2nd Test: শুভমানের ডবল সেঞ্চুরি, তারপরও 'অজানা আশঙ্কা'য় টিম ইন্ডিয়া! কারণটা জানেন?
দেখে নিন সেই ভিডিও:
শেষপর্যন্ত ইংল্যান্ড উইকেট শিকার করে
শেষপর্যন্ত যশস্বীর DRS আবেদন মঞ্জুর করা হয়। কিন্তু, দেখা যায় যে বলটা লেগ স্টাম্পে গিয়ে লাগছিল। এরপর তৃতীয় আম্পায়ারও যশস্বীকে LBW আউট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। হাইভোল্টেজ নাটকের পর ইংল্যান্ড শেষপর্যন্ত এই উইকেট শিকার করেন। এরপর ব্রিটিশ শিবিরে খুশির জোয়ার বইতে শুরু করে। যশস্বী দ্বিতীয় ইনিংসে মাত্র ২৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। যদিও প্রথম ইনিংসে তিনি ঝকঝকে ৮৭ রান করেছিলেন।