এই মুহূর্তে যুবরাজ সিং রয়েছেন মরুদেশ আবু ধাবিতে। মারাঠা অ্যারাবিয়ান্সের হয়ে খেলছেন টি-টেন লিগ। ক্রিকেটার থেকে এখন তিনি হয়ে গিয়েছেন পাঞ্জাবি শিক্ষক। সতীর্থ চ্যাডউইক ওয়ালটনকে শেখাচ্ছেন পাঞ্জাবি ভাষা।
যুবরাজ নিজেই সেই ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন। যুবারজ যা বলছেন, সেটাই কপি করছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ওয়ালটন। সুরেশ রায়না এবং প্রবীণ কুমাররা এই ভিডিও দেখে আর নিজের হাসি চাপতে পারেননি।
আরও পড়ুন- IPL 2020: লিনের ৩০ বলে ৯১, তাঁকে ছাড়ার প্রসঙ্গে শাহরুখকে টেক্সট করবেন যুবি
Nice punjabi bro #ChadwickWalton ???????????????? ???????????????? oh chal yaar chaliye???????????? pic.twitter.com/NHcBImT7cS
— yuvraj singh (@YUVSTRONG12) November 18, 2019
২০১৭-র ৩০ জুন শেষবার দেশের জার্সিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান-ডে খেলেছিলেন যুবি। তারপর থেকে আর দেশের জার্সিতে দেখা যায়নি তাঁকে। দীর্ঘ ১৯ বছরের কেরিয়ারে ৪০টি টেস্ট ও ৩০৪টি ওয়ান-ডে ও ৫৮টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বলেন যুবরাজ।
আরও পড়ুন-বিস্ফোরক যুবরাজ, বললেন টিম ম্য়ানেজমেন্টের চাপই তাঁর অবসরের কারণ
দেশের জার্সি তুলে রাখলেও প্রাক্তন বিশ্বকাপ জয়ী তারকা দেশ-বিদেশ ফ্র্য়াঞ্চাইজি লিগগুলোয় খেলছেন। গত জুলাই-অগাস্টে কানাডায় অনুষ্ঠিত হওয়া গ্লোবাল টি২০ লিগে টরেন্টো ন্য়াশানালসের হয়ে খেলেছিলেন। এরপরেই আবুধাবি টি ১০ লিগে খেলার প্রস্তাব আসে যুবির কাছে।
এখনও পর্যন্ত যুবরাজ টি-১০ লিগে নিজের ছাপ রাখতে পারেননি। প্রথম দুটি ম্য়াচে যথাক্রমে ৬ ও ১৪ রান করেছেন। সোমবার পিঠের চোটের জন্য় খেলেননি তিনি।