Yuvraj Singh father Yograj Singh on Kapil Dev: তিনি মুখ খুললেই বিতর্ক। যতবার প্রচার মাধ্যমে মুখ খুলেছেন, ততবার-ই বিতর্কের ঝড় বয়ে গিয়েছে। জি সুইচ-এর সাক্ষাৎকারে ধোনিকে আবার-ও আক্রমণ করেছেন। বলে দিয়েছেন, ধোনি না থাকলে যুবরাজের জাতীয় দলের কেরিয়ার আরও দীর্ঘায়িত হতে পারত।
সেই একই সাক্ষাৎকারে অন্য এক বিশ্বজয়ী অধিনায়ককেও একহাত নিয়েছেন যোগরাজ সিং। যুবরাজের বাবার খুল্লামখুল্লা আক্রমণের মুখে পড়েছেন কপিল দেবও। বিস্ফোরকভাবে মুখ খুলে যোগরাজ জানিয়ে দিয়েছেন, "আমাদের সময়ের গ্রেটেস্ট ক্যাপ্টেন কপিল দেব। ওঁকে বলেছিলাম, এমন একটা জায়গায় ওঁকে নিয়ে আসব, যেখানে লোকে ওঁকে শাপ-শাপান্ত করবে। আজকে যুবরাজের হাতে ১৩ ট্রফি। আর ওঁর কাছে কেবল একটা- বিশ্বকাপ। আলোচনা শেষ।"
যুবরাজের বাবার সঙ্গে কপিলের সম্পর্ক কখনই সমধুর ছিল না। আশির দশকে টিম ইন্ডিয়ায় নিয়মিতভাবে জায়গা না পাওয়ার জন্য কপিল দেবকে একাধিকবার দায়ী করেছেন যোগরাজ। এমনকি বিস্ফোরকভাবে এর আগে বলেছিলেন, যুবরাজের জন্মের সময়েই কপিলের ওপরে প্রতিশোধ নেওয়ার স্পৃহা জন্মেছিল ওঁর। এখন 'যুবরাজের ১৩ ট্রফি, কপিলের ১ ট্রফি' মন্তব্যের মাধ্যমে নিজের প্রতিহিংসা চরিতার্থ করলেন যোগরাজ। এমনটাই মনে করছে ক্রিকেট মহল।
আরও পড়ুন: আয়নায় নিজের মুখ দেখুক ধোনি! বিশ্বজয়ী অধিনায়কের নাম শুনেই ফের বিষ ওগড়ালেন যুবরাজের বাবা
সেই একই সাক্ষাৎকারে যোগরাজ বিষ উগরে দিয়ে ধোনির ওপরেই চড়াও হয়েছেন। বলে দিয়েছেন, "আমি এমএস ধোনিকে ক্ষমা করব না। ওঁর আয়নায় নিজের মুখ দেখা উচিত। ও অনেক বড় ক্রিকেটার। কিন্তু, ও আমার ছেলের সঙ্গে যা করেছে, সব এখন বেরিয়ে আসছে। এটা জীবনে কখনও ক্ষমা করা যায় না। জীবনে কখনও দুটি জিনিস করিনি- প্রথমত, যে আমার সঙ্গে অন্যায় করেছে তাকে আমি কখনও ক্ষমা করিনি। দ্বিতীয়ত, আমি জীবনে কখনও সেই সব লোকেদের আলিঙ্গন করিনি, তা সে আমার পরিবারের সদস্যই হোক বা আমার সন্তান।"
জন্টি রোডসের সঙ্গে ভয়ঙ্কর অন্যায়! বিশ্বমঞ্চে বদনাম কুড়োল Air India, নিন্দায় ছিঃছিঃ সকলের
যোগরাজ আরও বলেছেন, "যুবরাজ সহজেই আরও ৪-৫ বছর খেলতে পারত। কিন্তু, সে তাড়াতাড়ি অবসর নিতে বাধ্য হয় ধোনির জন্যই। ওই লোকটা (এমএস ধোনি) আমার ছেলের জীবন ধ্বংস করেছে। যুবরাজের মত ছেলের জন্ম দেওয়া সৌভাগ্যের ব্যাপার। গৌতম গম্ভীর ও বীরেন্দ্র শেওয়াগও অতীতে বলেছেন যে আর একটা যুবরাজ সিং তৈরি করা অসম্ভব। ভারতের উচিত ক্যানসারের বিরুদ্ধে লড়াই করা এবং দেশের হয়ে বিশ্বকাপ জেতার জন্য যুবরাজকে ভারতরত্ন দেওয়া।"