/indian-express-bangla/media/media_files/2025/07/13/zak-crawley-vs-shubman-gill-2025-07-13-13-38-27.jpg)
শুভমান গিল এবং জ্যাক ক্রলি
Shubman Gill Controversy: লর্ডস টেস্ট ম্য়াচের (IND vs ENG 3rd Test Match) তৃতীয় দিন ইংল্যান্ড ক্রিকেট দল (India vs England) যখন ব্যাট করতে নেমেছিল, প্রথম ওভারেই একটি বল জ্যাক ক্রলির (Zak Crawley) হাতে এসে লাগে। সেকারণে বেশ কিছুক্ষণ খেলা বন্ধও রাখতে হয়। এই ঘটনায় ভারতের ক্রিকেটাররা বেজায় রেগে যান। যদিও ইংল্যান্ড ক্রিকেট দলের ফিজিও মাঠে এসে ক্রলির চোট পরীক্ষা করেছিলেন। তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পরই ইংল্যান্ড ক্রিকেট দলের পেস বোলিং পরামর্শদাতা টিম সাউদি সাংবাদিক বৈঠকে এসে জ্যাক ক্রলির চোট নিয়ে আপডেট দিয়েছিলেন। এরপরই স্পষ্ট হয়ে যায়, চতুর্থ দিন ক্রলি আদৌ ব্যাট করতে পারবেন কি না?
জ্যাক ক্রলির ফিটনেস সম্পর্কে নয়া আপডেট
তৃতীয় দিনের শেষবেলায় ইংল্যান্ড দল যখন ব্যাট করতে নামে, সেইসময় খুব বেশিক্ষণ খেলা বাকি ছিল না। প্রথম ওভারের পঞ্চম বলটাই জ্যাক ক্রলির হাতে এসে লাগে। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে যায়, মাঠের মধ্যে শেষপর্যন্ত ফিজিওকে ডেকে পাঠাতে হয়। এই কারণে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ রাখতে হয়। শেষপর্যন্ত ওভারের শেষ বলটা কোনওরকমে খেলেই ক্রলি দ্রুত মাঠ ছাড়েন। এই ঘটনার পর থেকেই ক্রলির ফিটনেস নিয়ে একাধিক জল্পনা তৈরি হতে শুরু করে। ম্য়াচের পর সাংবাদিক বৈঠকেও টিম সাউদিকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। জবাবে ইংল্যান্ড ক্রিকেট দলের পেস বোলিং পরামর্শদাতা বললেন, 'আপাতত সারা রাত ক্রলির চোট পর্যবেক্ষণ করা হবে। আশা করছি, আগামীকাল খেলা শুরু হওয়ার আগেই ও ঠিক হয়ে যাবে।'
Shubman Gill Angry: শুরু হয়ে গেল ইংরেজদের 'অসভ্যতা', অওকাত বুঝিয়ে দিলেন শুভমানও! দেখুন ভিডিও
বেকায়দায় পড়তে পারেন শুভমান গিল?
এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলের একাংশ আশঙ্কা করছেন, টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিল নাকি বেকায়দায় পড়তে পারেন। আসলে, শনিবার যখন ক্রলি চোট পেয়েছিলেন, সেইসময় তিনি হাততালি দিয়ে গোটা বিষয়টাকে কটাক্ষ করেন। এমনকী, তিনি এও জানান যে ক্রলির চোট লাগেনি। আসলে, নাটক করছেন এই ইংরেজ ব্যাটার। এই পরিস্থিতিতে চোটের কারণে যদি চতুর্থ দিন ক্রলি সত্যিই ব্যাট করতে না পারেন, তাহলে শুভমানের এই স্লেজিং ব্যাকফায়ার করতে পারে।
Shubman Gill Controversy Update: অসভ্যতা করেও শোধরাল না ইংল্যান্ড, অভিযোগ শুভমানের বিরুদ্ধেই?
THE LAST DRAMA ENGLAND VS INDIA AT LORD'S.!!!
— MANU. (@IMManu_18) July 12, 2025
- This is Test Cricket.!!
Captain Shubman Gill to Zak Crawley "
" Grow some fking balls Zak"
- Absolute Cinema last 5 minutes on day 3 .!!
- Duckett & Crawley not facing Jasprit Bumrah & Bazball missing
pic.twitter.com/NZGrIGlpBK
রোমাঞ্চকর মোড়ে দাঁড়িয়ে রয়েছে লর্ডস টেস্ট
লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ড ৩৮৭ রানে অলআউট হয়ে যায়। জবাবে ভারতীয় ক্রিকেট দলও পাল্টা ৩৮৭ রানই করতে পারে। এরপর দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড আপাতত ২ রানে ব্যাট করছে। এই পরিস্থিতিতে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড যত রান করবে, ম্য়াচের অন্তিম দিনে ভারতকে তত রানই করতে হবে। আর লর্ডসের স্লো উইকেটে শেষদিন রান করাটা বেশ কঠিন হয়ে যায়। ফলে দুটো দলের মধ্যেই যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে, তা চোখ বন্ধ করে বলা যেতে পারে। শেষ ২ দিন এই ম্য়াচের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে।