Airtel Cheapest Plan: এক ঝটকায় খুশি ৩৮ কোটি ইউজার, ১৯৫ টাকার প্ল্যানে এবার মিলবে ৯০ দিনের ভ্যালিডিটি

Airtel Cheapest Plan: প্ল্যানটি সারা দেশের জন্য উপলব্ধ এবং Airtel Thanks অ্যাপ, অফিসিয়াল ওয়েবসাইটসহ PhonePe, Google Pay, Paytm-এর মতো তৃতীয় পক্ষের অ্যাপ থেকেও রিচার্জ করা যাবে।

Airtel Cheapest Plan: প্ল্যানটি সারা দেশের জন্য উপলব্ধ এবং Airtel Thanks অ্যাপ, অফিসিয়াল ওয়েবসাইটসহ PhonePe, Google Pay, Paytm-এর মতো তৃতীয় পক্ষের অ্যাপ থেকেও রিচার্জ করা যাবে।

author-image
IE Bangla Web Desk
New Update
airtel

এক ঝটকায় খুশি ৩৮ কোটি ইউজার

Airtel Cheapest Plan: দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি এয়ারটেল গ্রাহকদের জন্য নিয়ে এসেছে নতুন চমক। সারা দেশে প্রায় ৩৮ কোটি ইউজার এয়ারটেলের পরিষেবা ব্যবহার করেন। তাদের জন্য রয়েছে নানা ধরণের রিচার্জ প্ল্যান—স্বল্প মেয়াদী থেকে দীর্ঘ মেয়াদী এবং সস্তা থেকে প্রিমিয়াম—সবই পাবেন এয়ারটেলে।  তবে এবার কোম্পানি এমন একটি সস্তার প্ল্যান চালু করেছে যা গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

Advertisment

ঘুম উড়িয়ে দেওয়া রিচার্জ প্ল্যান Airtel এর, হট কেক এই অফার সম্পর্কে জানেন না এখনও?

মাত্র ১৯৫ টাকার এই বিশেষ প্ল্যানটি কোনও সাধারণ রিচার্জ নয়, বরং একটি ডেটা ভাউচার যার মেয়াদ ৯০ দিন। প্ল্যানটিতে রয়েছে 15GB ডেটা এবং সাথে বিনামূল্যে Disney+ Hotstar সাবস্ক্রিপশন পুরো ৯০ দিনের জন্য। ফলে OTT প্রেমীদের আর এবার থেকে ব্যয়বহুল মাসিক প্ল্যান কেনার দরকার হবে না। সিনেমা, ওয়েব সিরিজ বা স্পোর্টস—সবই উপভোগ করা যাবে এক রিচার্জে।

Advertisment

বাম্পার ছাড়, এক্সচেঞ্জের সুবিধা! জলের দরে আইফোন ১৬ কেনার বিরাট সুযোগ

প্ল্যানটি সারা দেশের জন্য উপলব্ধ এবং Airtel Thanks অ্যাপ, অফিসিয়াল ওয়েবসাইটসহ PhonePe, Google Pay, Paytm-এর মতো তৃতীয় পক্ষের অ্যাপ থেকেও রিচার্জ করা যাবে। এয়ারটেলের দাবি, এটি তাদের দীর্ঘ মেয়াদী এবং সাশ্রয়ী মূল্যের অন্যতম সেরা অফার। সুতরাং বলা যেতেই পারে এক ঝটকায় খুশি ৩৮ কোটি এয়ারটেল ইউজার। ১৯৫ টাকার প্ল্যানে এবার মিলবে  ৯০ দিনের ভ্যালিডিটি 

airtel