Hot Cake Offer: ঘুম উড়িয়ে দেওয়া রিচার্জ প্ল্যান Airtel এর, হট কেক এই অফার সম্পর্কে জানেন না এখনও?

Hot Cake Offer: মাত্র ১ টাকার ব্যবধানে Airtel নিয়ে এল দারুণ প্রিপেইড প্ল্যান! এক মাসে অতিরিক্ত ১৪ জিবি ডেটা। জানুন কোন প্ল্যান আপনার জন্য সেরা।

Hot Cake Offer: মাত্র ১ টাকার ব্যবধানে Airtel নিয়ে এল দারুণ প্রিপেইড প্ল্যান! এক মাসে অতিরিক্ত ১৪ জিবি ডেটা। জানুন কোন প্ল্যান আপনার জন্য সেরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Airtel

Airtel: এয়ারটেলের নতুন রিচার্জ প্ল্যান।

Hot Cake Offer: ভারতের অন্যতম শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানি ভারতী এয়ারটেল সম্প্রতি একটি নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান চালু করেছে, যার দাম মাত্র ৩৯৯ টাকা। যদিও এই প্ল্যানের মূল্য এয়ারটেলের আগের ৩৯৮ টাকার প্ল্যানের থেকে মাত্র ১ টাকা বেশি, কিন্তু এতে যে পরিমাণ অতিরিক্ত সুবিধা পাওয়া যাচ্ছে, তা অনেক গ্রাহকের ঘুম উড়িয়ে দিয়েছে।

Advertisment

এই নতুন প্ল্যানে ২৮ দিনের জন্য প্রতিদিন ২.৫ জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড লোকাল এবং এসটিডি কলিং, ১০০টি ফ্রি এসএমএস এবং হটস্টার মোবাইল সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল—এই প্ল্যানে ব্যবহারকারীরা আনলিমিটেড ৫জি ডেটা উপভোগ করতে পারবেন, যা আগের প্ল্যানে ছিল না।

আরও পড়ুন- IPO GMP পড়লেও JSW Cement শেয়ার কিনবেন? কী বলছেন বিশ্লেষকরা

৩৯৯ টাকার Airtel প্ল্যানে যা যা পাবেন

প্রতিদিন ২.৫ জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড ৫জি অ্যাক্সেস, আনলিমিটেড ভয়েস কলিং (লোকাল এবং এসটিডি), প্রতিদিন ১০০টি SMS, ২৮ দিনের জন্য Disney এবং Hotstar মোবাইল সাবস্ক্রিপশন। অন্যদিকে, ৩৯৮ টাকার পুরনো প্ল্যানে ব্যবহারকারীরা প্রতিদিন ২ জিবি ডেটা, কলিং এবং হটস্টারের সুবিধা পেতেন। কিন্তু ৫জি এবং অতিরিক্ত ডেটা ছিল না। এর মানে হল, একমাসে আপনি ১৪ জিবি বেশি ডেটা পাচ্ছেন মাত্র ১ টাকা বেশি খরচ করে।

Advertisment

আরও পড়ুন- ঠাকুরবাড়ির দুই রত্ন! রবীন্দ্রনাথ ও অবনীন্দ্রনাথ ঠাকুরকে চিরকালীন সুতোয় বেঁধে রেখেছে ৭ আগস্ট

Airtel ৩৯৮ vs ৩৯৯: তুলনামূলক বিশ্লেষণ

বৈশিষ্ট্যএয়ারটেল ৩৯৮ টাকাএয়ারটেল ৩৯৯ টাকা
ডেটাদৈনিক ২ জিবিদৈনিক ২.৫ জিবি
অতিরিক্ত ডেটানামাসে অতিরিক্ত ১৪ জিবি
৫জি অ্যাক্সেসনেইআনলিমিটেড
হটস্টারআছেআছে
কলিংআনলিমিটেডআনলিমিটেড
এসএমএসপ্রতিদিন ১০০টিপ্রতিদিন ১০০টি
মেয়াদ২৮ দিন২৮ দিন

এই তুলনা থেকে সহজেই বোঝা যায় যে, মাত্র ১ টাকা বেশি দিয়ে Airtel-এর ৩৯৯ টাকার প্রিপেইড প্ল্যানটি ব্যবহারকারীদের অনেক বেশি সুবিধা দিচ্ছে। যারা নিয়মিত অনলাইন ভিডিও স্ট্রিমিং করেন, OTT কনটেন্ট দেখেন বা ৫জি ইন্টারনেটের স্পিড ব্যবহার করতে চান, তাঁদের জন্য এই নতুন প্ল্যানটি নিঃসন্দেহে একটি hot cake offer।

আরও পড়ুন- একফোঁটা তেলও লাগবে না, বাড়িতেই বানান সুস্বাদু এই পনিরের তরকারি

কেন এই প্ল্যানটি নজরে পড়ছে?

TRAI-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, Airtel-এর গ্রাহকসংখ্যা ক্রমাগত বাড়ছে। বর্তমানে Airtel-এর ৩৬ কোটিরও বেশি গ্রাহক রয়েছে। অন্যদিকে, Vodafone Idea এবং BSNL-এর মত সংস্থাগুলি মে মাসে লক্ষ লক্ষ গ্রাহক হারিয়েছে। Airtel-এর এই প্রিমিয়াম অথচ বাজেট ফ্রেন্ডলি অফারগুলোই হয়তো এর মূল কারণ।

আরও পড়ুন- ঘাড়ে কালো দাগ? আলু ও বেকিং সোডার এই ঘরোয়া পদ্ধতিতে পাবেন জাদুর মত ফল

কারা এই প্ল্যানটি নেবেন?

যাঁরা প্রতিদিন ৫জি স্পিডে বেশি ডেটা ব্যবহার করেন, OTT কনটেন্ট এবং হটস্টার মোবাইল ব্যবহার করেন, যাঁরা আনলিমিটেড কলিং এবং SMS চান, যাঁরা ৩০০-৪০০ টাকার মধ্যে সর্বোচ্চ সুবিধা চান- তাঁরা এই প্ল্যানটি নেবেন।

Offer cake Hot