/indian-express-bangla/media/media_files/2025/08/07/apple-iphone-16-pro-features-2025-08-07-14-30-52.jpg)
আপনি কি অ্যাপলের নতুন আইফোন ১৬ অথবা আইফোন ১৬ প্রো মডেলে কেনার কথা ভাবনা চিন্তা করছেন?
iPhone 16 and iPhone 16 Pro Discount Offer: iPhone 16 এবং iPhone 16 Pro-তে বাম্পার ডিসকাউন্ট! Flipkart এবং Amazon-এর মধ্যে কোন প্ল্যাটফর্মে মিলছে সর্বোচ্চ ছাড়?
আপনি কি অ্যাপলের নতুন আইফোন ১৬ অথবা আইফোন ১৬ প্রো মডেলে কেনার কথা ভাবনা চিন্তা করছেন? তাহলে এখনই সেরা সময়। কারণ ফ্লিপকার্ট ফ্রিডম সেল এবং অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল উপলক্ষে এই দুটি ই-কমার্স প্ল্যাটফর্মেই এখন আইফোন মডেলগুলির উপর দেওয়া হচ্ছে বড়সড় ছাড়। সেপ্টেম্বর মাসে সম্ভাব্য আইফোন ১৭ লঞ্চের আগে যদি কেউ নতুন আইফোন কিনতে চান, তাহলে এখন আপনি বড়সড় ছাড়ে কিনতে পারবেন সাধের আইফোন।
২০০ টাকার কমে বাজার তোলপাড় করা প্ল্যান Jio এর, অফার জানলে মন আনন্দে নেচে উঠবে
ফ্লিপকার্টে iPhone 16-এর ১২৮ জিবি ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে মাত্র ৬৯,৯৯৯ টাকায়, যেখানে ছাড় মিলছে প্রায় ১২ শতাংশ। সেইসঙ্গে ICICI ব্যাঙ্ক কার্ডে অতিরিক্ত ডিসকাউন্ট ও এক্সচেঞ্জ অফারের সুবিধাও রয়েছে। অন্যদিকে, অ্যামাজনে iPhone 16-এর একই মডেলের দাম ৭১,৯০০,যেখানে আপনি পাবেন ১০ শতাংশ ছাড়। পাশাপাশি SBI ব্যাঙ্ক কার্ডে পেয়ে যান অতিরিক্ত ছাড় এবং পুরনো ফোন এক্সচেঞ্জের সুযোগও। অর্থাৎ, Flipkart-এ iPhone 16 প্রায় ১,৯০০ টাকা কমে মিলছে।
iPhone 16 Pro-এর ক্ষেত্রেও Flipkart তুলনায় অনেকটাই এগিয়ে। এখানে ১২৮ জিবি ভেরিয়েন্টের দাম ১,০৭,৯০০ টাকা যেখানে প্রায় ৯ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। একইসঙ্গে ICICI কার্ড ও এক্সচেঞ্জ অফারে অতিরিক্ত ছাড় মিলছে। আর অ্যামাজনে একই মডেলের দাম ১,১১,৯০০, ছাড় দেওয়া হচ্ছে ৭ শতাংশ। অর্থাৎ, Flipkart-এ iPhone 16 Pro কিনলে গ্রাহক ৪,০০০ পর্যন্ত সাশ্রয় করতে পারবেন।
অ্যাডভেঞ্চার ভালোবাসেন? এই স্পোর্টস বাইকগুলি হোক ভ্রমণে আপনার সেরা পার্টনার
iPhone 16 মডেলটিতে রয়েছে ৬.১ ইঞ্চির ডিসপ্লে, শক্তিশালী A18 বায়োনিক প্রসেসর, ৪৮ মেগাপিক্সেল ও ১২ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা, এবং ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও রয়েছে অ্যাপল ইন্টেলিজেন্স ফিচারের সাপোর্ট। অন্যদিকে, iPhone 16 Pro মডেলে উন্নত ক্যামেরা পারফরম্যান্স ও প্রসেসর-ডিসপ্লে আপগ্রেড থাকছে।
একটি আধার কার্ডে কয়টি সিম কার্ড কিনতে পারবেন,জেনে নিন নিয়ম কী বলে?
আরও সাশ্রয় করতে চাইলে ICICI (Flipkart) বা SBI (Amazon) ব্যাংক কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। এছাড়া পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে হাজার হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া সম্ভব। উভয় সাইটেই রয়েছে নো-কস্ট ইএমআই অপশন।
সব দিক থেকে বিচার করে বলা যায়, বর্তমানে iPhone 16 ও iPhone 16 Pro কিনতে চাইলে Flipkart অফারই সবচেয়ে লাভজনক। যারা আইফোন ১৭-এর আগে একটি নতুন মডেলে আপগ্রেড করার পরিকল্পনা করছেন, তাদের জন্য এখনই আইফোন কেনার মোক্ষম সময়।