Aadhaar Update: এত সহজেই আধারে ছবি আপডেট? ঝামেলা এড়িয়ে মুহূর্তে সলিউশন

Aadhaar Update: কোনও ভুয়ো ওয়েবসাইট বা এজেন্টের মাধ্যমে আধার আপডেট করার চেষ্টা করবেন না। মোবাইল নম্বর এবং ইমেলও নিয়মিত আপডেট করে রাখুন।

Aadhaar Update: কোনও ভুয়ো ওয়েবসাইট বা এজেন্টের মাধ্যমে আধার আপডেট করার চেষ্টা করবেন না। মোবাইল নম্বর এবং ইমেলও নিয়মিত আপডেট করে রাখুন।

author-image
IE Bangla Tech Desk
New Update
Aadhaar Update

Aadhaar Update: আধার বায়োমেট্রিক আপডেট।

Aadhaar Update: সরকারি নিয়ম অনুযায়ী, যাঁদের বয়স ১৫ বছর বা তার বেশি, তাঁদের জন্য আধার (Aadhaar Card) কার্ডে ছবি আপডেট করানো এখন বাধ্যতামূলক। UIDAI (Unique Identification Authority of India)-এর নির্দেশ অনুসারে, আধার কার্ডে থাকা ছবি, ফিঙ্গারপ্রিন্ট ও অন্যান্য বায়োমেট্রিক তথ্য নিয়মিত আপডেট করতে হবে, যাতে পরিচয় যাচাইয়ে কোনও অসুবিধা না হয়।

Advertisment

 কেন আপডেট করা জরুরি?

২০১০ সাল থেকে চালু হওয়া আধার কার্ড বর্তমানে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়পত্রগুলির একটি। ফিঙ্গারপ্রিন্ট, চোখের রেটিনা, ছবি, ঠিকানা, ফোন নম্বরসহ একাধিক তথ্য আধারে থাকে, যা সময়ের সঙ্গে বদলে যেতে পারে। তাই UIDAI পরামর্শ দিয়েছে, বছরে অন্তত একবার তথ্য আপডেট করা উচিত।

Advertisment

আরও পড়ুন- রাতে ঘুমাতে যাওয়ার আগে এসি ঘরে একবালতি জল রাখুন, চোখের সামনে দেখুন অবিশ্বাস্য ম্যাজিক!

 Aadhaar-এ ছবি আপডেটের  পদ্ধতি:

Step 1: UIDAI-এর ওয়েবসাইট -এ যান।
Step 2: আধার এনরোলমেন্ট ফর্ম ডাউনলোড করুন অথবা নিকটবর্তী আধার সেবা কেন্দ্র থেকে সংগ্রহ করুন।
Step 3: ফর্মটি পূরণ করুন এবং সঠিকভাবে তথ্য দিন।
Step 4: ফর্ম জমা দিন নিকটস্থ আধার সেবা কেন্দ্রে। কেন্দ্র খুঁজে পেতে যান: appointments.uidai.gov.in।
Step 5: আধার এক্সিকিউটিভ বায়োমেট্রিক যাচাই করবেন।
Step 6: তারপর নতুন ছবি তোলা হবে আধার কার্ডে আপডেটের জন্য।
Step 7: ফি ₹100 + GST (মোট ₹118 প্রায়)।
Step 8: আপনি একটি Acknowledgement Slip ও URN (Update Request Number) পাবেন, যা দিয়ে আপডেটের স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন UIDAI ওয়েবসাইটে।

আরও পড়ুন- ইলেকট্রিক গাড়ির দুনিয়া বদলে দেবে! বাজারে সুনামি তুলতে চলেছে আইকনিক অ্যাম্বাসাডর! জানেন বিশেষ কী ফিচার থাকবে?

কতদিন সময় লাগবে?

সাধারণভাবে আধার আপডেট হতে ৯০ দিন পর্যন্ত সময় লাগতে পারে। আপডেট হয়ে গেলে আপনি UIDAI ওয়েবসাইট থেকে ই-আধার ডাউনলোড করতে পারেন অথবা প্রিন্ট করিয়ে নিতে পারেন আধার সেন্টার থেকে।

আরও পড়ুন- দীর্ঘ সময় সতেজ থাকবে শাক-সবজী! ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি বছরভর বিরাট সাশ্রয়

সতর্কতা ও পরামর্শ:

শুধুমাত্র UIDAI-এর অনুমোদিত সেন্টার-এ গিয়ে ছবি আপডেট করুন।

কোনও ভুয়ো ওয়েবসাইট বা এজেন্টের মাধ্যমে আধার আপডেট করার চেষ্টা করবেন না।

মোবাইল নম্বর এবং ইমেলও নিয়মিত আপডেট করে রাখুন।

Aadhaar Card Update