/indian-express-bangla/media/media_files/2025/07/07/aadhaar-fraud-alert-2025-07-07-14-20-02.jpg)
দেরি করবেন না, জাল নথির ছড়াছড়ি, আপনার আধার রেজিস্টার্ড তো? ঘরে বসেই জানুন
Aadhaar card verification: আধার কার্ড এখন দেশজুড়ে পরিচয়পত্র হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। কিন্তু অনেক সময় ভুয়ো আধার ব্যবহারে প্রতারণার ঘটনা সামনে আসে। তবে চিন্তার কিছু নেই। UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং mAadhaar অ্যাপ ব্যবহার করে এখন ঘরে বসেই সহজে যাচাই করা সম্ভব আপনার আধার কার্ডটি আসল নাকি নকল?
আরও পড়ুন- Jio-এর দুর্দান্ত পুজো স্পেশ্যাল রিচার্জ প্ল্যান, তিন মাসের বেশি সবকিছুই একেবারে ফ্রি
UIDAI ওয়েবসাইটে আধার যাচাই করতে হলে প্রথমে uidai.gov.in-এ গিয়ে My Aadhaar অপশনে ক্লিক করতে হবে। এরপর Aadhaar Services বিভাগের অধীনে Verify Aadhaar Number-এ যেতে হবে। সেখানে আধার নম্বর এবং ক্যাপচা কোড দিয়ে সাবমিট করলে জানা যাবে আধার নম্বরটি সক্রিয় নাকি নিষ্ক্রিয়। এর মাধ্যমে বোঝা সম্ভব আধার কার্ডটি আসল নাকি জাল।
শুধু ওয়েবসাইট নয়, স্মার্টফোনের মাধ্যমেও আধার যাচাই করা যায়। এজন্য mAadhaar অ্যাপ ব্যবহার করতে হবে। অ্যাপে দুটি অপশন পাওয়া যায়— প্রথমটি হল আধার নম্বর দিয়ে যাচাই, আর দ্বিতীয়টি হল আধার কার্ডে থাকা QR কোড স্ক্যান করে সত্যতা পরীক্ষা। এই QR কোড স্ক্যান করলেই জানা যাবে আধারটি ভুয়ো কিনা।
আরও পড়ুন-কথা বলবে সাধের ইলেকট্রিক স্কুটার! যানজট থেকে খানাখন্দ সবকিছুর আগাম তথ্য
সবচেয়ে বড় বিষয় হল, UIDAI ও mAadhaar অ্যাপের মাধ্যমে আধার যাচাই করতে কোনও চার্জ লাগে না। অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে বাড়িতে বসেই জানা সম্ভব আপনার আধার কার্ড জাল কি না।