/indian-express-bangla/media/media_files/2025/09/03/electrick-scooter-2025-09-03-12-45-04.jpg)
AtherStack Pro Update: এথারস্ট্যাক প্রো আপডেট।
Electric Scooter: ভারতের ইলেকট্রিক টু-হুইলার মার্কেটে এথার এনার্জি সবসময়ই নতুনত্ব নিয়ে এসেছে। এবার তাদের বহু প্রতীক্ষিত সফটওয়্যার আপডেট, এথারস্ট্যাক প্রো আপটেড (AtherStack Pro Update) লঞ্চ হয়েছে। শুধু সফটওয়্যার আপডেটই নয়, বরং এথার তাদের স্কুটারকে করেছে আরও স্মার্ট, আরও ইন্টেলিজেন্ট। ভয়েস অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে পটহোল অ্যালার্ট—এই আপডেটে রয়েছে বহু চমকপ্রদ ফিচার।
এথারের দুর্দান্ত মডেল
এবার থেকে আপনার এথার স্কুটার আপনার সঙ্গে কথা বলবে। এই ভয়েস অ্যাসিস্ট্যান্টকে বিশেষভাবে ভারতীয় উচ্চারণ বুঝতে শেখানো হয়েছে। তাই সহজ বাংলায় বা হিন্দিতেই আপনি স্কুটারকে নির্দেশ দিতে পারবেন। যেমন, 'নেভিগেশন চালু কর' বললেই ড্যাশবোর্ডে মানচিত্র চালু হয়ে যাবে। যদি আপনার কাছে এথারের হ্যালো হেলমেট (Hello Helmet) থাকে, তবে সেখান থেকেও ভয়েস মেসেজ শোনা যাবে।
আরও পড়ুন- পুজোর বাম্পার অফার! এত স্বল্প মূল্যে গোটা বছরের ভ্যালিডিটি! তবে কী এবার 'খেলা শুরু'?
কলকাতার মত শহরে রাস্তার খানাখন্দ নিয়ে সমস্যার শেষ নেই। এথারের নতুন আপডেট সেই সমস্যার সমাধান করতে এগিয়ে এসেছে। অন্য এথার স্কুটারের ডেটা ব্যবহার করে আপনার ড্যাশবোর্ডে আগে থেকেই পটহোল অ্যালার্ট আসবে। অর্থাৎ, সামনে রাস্তায় যদি গর্ত থাকে, আপনার স্কুটার আপনাকে সতর্ক করবে। ফলে দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং রাইড আরও সুরক্ষিত হবে।
আরও পড়ুন- স্টোরেজ খালি করার ১০টি সহজ উপায়, মুহূর্তেই গতি বাড়বে স্মার্টফোনের!
নতুন এথারস্ট্যাক প্রো আপডেটে (AtherStack Pro Update) শুধু স্মার্টনেসই নয়, সেফটির দিকেও জোর দেওয়া হয়েছে। আছে অ্যাক্সিডেন্ট অ্যালার্ট। দুর্ঘটনা ঘটলে আপনার জরুরি যোগাযোগ নম্বরে সঙ্গে সঙ্গে লোকেশনসহ মেসেজ চলে যাবে। এমারেজন্সি নম্বর ডিসপ্লে রয়েছে। স্কুটারের ড্যাশবোর্ডে আপনার ইমার্জেন্সি নম্বর দেখাবে, যাতে অন্য কেউ সাহায্য করতে পারে। লক সেফ ফিচার আছে। কেউ স্কুটারে হাত দিলেই আপনার মোবাইলে অ্যালার্ট আসবে। চাইলে সঙ্গে সঙ্গে স্কুটার অচল করে দিতে পারবেন।
আরও পড়ুন- চন্দ্রগ্রহণ কবে? কোথায় দেখা যাবে এই গ্রহণ, স্থায়ী হবে কতক্ষণ?
Ather জানিয়েছে, সব মডেলে এই আপডেট মিলবে না। Ather Rizta Z এবং Ather 450X (Gen 3 এবং তার পরের মডেলগুলো)-এ এই আপডেট পাওয়া যাবে। ওভার-দ্য-এয়ার আপডেটের মাধ্যমে এই ফিচার আপনার স্কুটারে চলে আসবে। অর্থাৎ সার্ভিস সেন্টারে যাওয়ার ঝামেলা নেই। ওভার-দ্য-এয়ার আপডেটের মাধ্যমে এই ফিচার আপনার স্কুটারে চলে আসবে। অর্থাৎ সার্ভিস সেন্টারে যাওয়ার ঝামেলা নেই।
আরও পড়ুন- পুজোর আগে অফারের বন্যা! ১০ হাজারের কমে পান হাই ক্যাপাসিটি ইনভার্টার
ভারতের ইলেকট্রিক স্কুটার মার্কেট দ্রুত বাড়ছে। স্মার্ট ফিচার, সেফটি টেকনোলজি এবং AI ইন্টিগ্রেশন এখন গ্রাহকদের প্রথম পছন্দ। এই আপডেট এথারকে প্রতিযোগীদের থেকে আলাদা জায়গায় নিয়ে যাবে, বিশেষ করে Ola Electric ও TVS iQube-এর মতো ব্র্যান্ডের সঙ্গে টেকনোলজি রেসে।
AtherStack Pro Update এথার স্কুটারকে করেছে আরও আধুনিক। ভয়েস অ্যাসিস্ট্যান্ট, পটহোল অ্যালার্ট, নিরাপত্তার ব্যবস্থা—সব মিলিয়ে এটি এক গেমচেঞ্জার আপডেট। তবে কেবলমাত্র নতুন মডেলের মালিকরাই এই সুবিধা পাবেন। ফলে আপডেটের পর কলকাতার মতো শহরে Ather চালানো নিঃসন্দেহে অনেক বেশি স্মার্ট ও সুরক্ষিত হবে।