Jio Cheapest Recharge Plan: Jio-এর দুর্দান্ত পুজো স্পেশ্যাল রিচার্জ প্ল্যান, তিন মাসের বেশি সবকিছুই একেবারে ফ্রি

Jio Cheapest Recharge Plan: এই প্ল্যানে প্রতিদিন ইউজাররা পাবেন ২ জিবি করে হাই-স্পিড ডেটা। দৈনিক ডেটা শেষ হয়ে গেলে গ্রাহকরা চাইলে জিওর ডেটা অ্যাড-অন প্ল্যান ব্যবহার করতে পারবেন।

Jio Cheapest Recharge Plan: এই প্ল্যানে প্রতিদিন ইউজাররা পাবেন ২ জিবি করে হাই-স্পিড ডেটা। দৈনিক ডেটা শেষ হয়ে গেলে গ্রাহকরা চাইলে জিওর ডেটা অ্যাড-অন প্ল্যান ব্যবহার করতে পারবেন।

author-image
IE Bangla Tech Desk
New Update
জিও রিচার্জ প্ল্যান, Jio 269 recharge plan, JioSaavn Pro subscription, জিও গান শোনার প্ল্যান, Jio music free, জিও ২৬৯ টাকা রিচার্জ, জিও আনলিমিটেড ডাউনলোড, Jio recharge with JioSaavn, Jio best plan for music, Jio recharge offer 2025

জিওর এই সস্তা রিচার্জ প্ল্যানটি অসাধারণ

Jio Cheapest Recharge Plan: টেলিকম গ্রাহকদের জন্য বিরাট সুখবর নিয়ে এলো জিও। সংস্থার জনপ্রিয় রিচার্জ প্ল্যানগুলির মধ্যে ৯৯৯ টাকার প্ল্যানটি বিশেষভাবে নজর কেড়েছে। এই প্ল্যানের বৈধতা ৯৮ দিন, অর্থাৎ ৩ মাসেরও বেশি সময়। ফলে যে সকল গ্রাহক দীর্ঘমেয়াদি ভ্যালিডিটির রিচার্জ প্ল্যানের সন্ধান করছেন তাদের জন্য এটিই জিও-র সেরা প্ল্যান।  

Advertisment

আরও পড়ুন-পুজোর বাম্পার অফার! এত স্বল্প মূল্যে গোটা বছরের ভ্যালিডিটি! তবে কী এবার 'খেলা শুরু'?

এই প্ল্যানে প্রতিদিন ইউজাররা পাবেন ২ জিবি করে হাই-স্পিড ডেটা। দৈনিক ডেটা শেষ হয়ে গেলে গ্রাহকরা চাইলে জিওর ডেটা অ্যাড-অন প্ল্যান ব্যবহার করতে পারবেন। পাশাপাশি, যেখানে জিওর 5G পরিষেবা উপলব্ধ এবং গ্রাহকের কাছে 5G স্মার্টফোন রয়েছে, সেখানে মিলবে আনলিমিটেড 5G ইন্টারনেট ব্যবহারের সুবিধা।

Advertisment

আরও পড়ুন-পুজোর আগে অফারের বন্যা! ১০ হাজারের কমে পান হাই ক্যাপাসিটি ইনভার্টার

কেবল ডেটাই নয়, এই প্ল্যানে রয়েছে প্রতিদিন ১০০টি এসএমএস পাঠানোর সুযোগ এবং আনলিমিটেড কলিং সুবিধা। এছাড়া, গ্রাহকরা পাবেন ডিজনি+ হটস্টার মোবাইল সাবস্ক্রিপশন ৯০ দিনের জন্য। এর সঙ্গেই যুক্ত হয়েছে জিওর এআই ক্লাউড পরিষেবায় ৫০ জিবি ফ্রি স্টোরেজের সুবিধা।

সব মিলিয়ে ৯৯৯ টাকার এই জিও রিচার্জ প্ল্যান দীর্ঘ ভ্যালিডিটি, ডেটা, কলিং, মেসেজিং এবং বিনোদন—সব ক্ষেত্রেই গ্রাহকদের পূর্ণাঙ্গ প্যাকেজ অফার করছে।

আরও পড়ুন- স্টোরেজ খালি করার ১০টি সহজ উপায়, মুহূর্তেই গতি বাড়বে স্মার্টফোনের!

Jio-Airtel-Vi jio