Air Conditioner & Ceiling Fan: এসির সঙ্গে ফ্যান চালাচ্ছেন! কী 'ম্যাজিক' হবে জানেন?

AC Using Tips: শীতকালে ঠান্ডা এড়াতে আমরা হিটারের ব্যবহার করি। গ্রীষ্ম শুরুর সঙ্গে সঙ্গে ফ্যান, কুলার, এসি চলতে শুরু করেছে সব বাড়িতেই।

AC Using Tips: শীতকালে ঠান্ডা এড়াতে আমরা হিটারের ব্যবহার করি। গ্রীষ্ম শুরুর সঙ্গে সঙ্গে ফ্যান, কুলার, এসি চলতে শুরু করেছে সব বাড়িতেই।

author-image
IE Bangla Tech Desk
New Update
AC installation air conditioner fan

গরমে এসির সঙ্গে ফ্যান চালাচ্ছেন? জানুন এসি ও ফ্যান একসঙ্গে চালানোর সুবিধা এবং অসুবিধাগুলি

AC Using Tips: এসি আর ফ্যান....! দুটো একসঙ্গে চালালে কী 'ম্যাজিক'? জানলে অবাক হবেন। গরমে এসির সঙ্গে ফ্যান চালাচ্ছেন? জানুন এসি ও ফ্যান একসঙ্গে চালানোর সুবিধা এবং অসুবিধাগুলি।

Advertisment

শীতকালে ঠান্ডা এড়াতে আমরা হিটারের ব্যবহার করি। গ্রীষ্ম শুরুর সঙ্গে সঙ্গে  ফ্যান, কুলার, এসি চলতে শুরু করেছে সব বাড়িতেই। এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে গরম এড়াতে, মানুষ এয়ার কন্ডিশনার ব্যবহার করেন। অনেকে আবার তীব্র গরমের দাপটে এসির পাশাপাশি ফ্যানও চালান। তবে, আপনি কি জানেন যে এসি এবং ফ্যান দুটি একসঙ্গে চালানো ঠিক কিনা? যদি না জেনে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনে জানুন এবিষয়ে বিস্তারিত।  

এয়ার কন্ডিশনার ইনস্টল করার আগে, কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখুন। উপেক্ষায় বিদ্যুৎ খরচ বেড়ে যেতে পারে। প্রথমেই মনে রাখবেন যে এসি লাগানোর সময় সামান্য কাত করে রাখতে হবে। তা না করলে ইউনিটে জল জমে যেতে পারে এবং লিকেজ সমস্যা দেখা দিতে পারে।

বাজারে বিরাট দাপট,তালিকায় শীর্ষে এই ইলেকট্রিক স্কুটার, অনেক পিছিয়ে ওলা, হিরো, টিভিএস

Advertisment

এসি আর ফ্যান একসাথে চালানো কি ঠিক হবে?

গরমের দাপট বাড়ছে বাংলার সঙ্গে দেশ জুড়ে। শহর থেকে জেলা, দাবদাহ থেকে বাঁচতে আট থেকে আশি সকলের ভরসা AC মেশিন। অনেকে AC-র সঙ্গে আর সিলিং ফ্যান (Ceiling Fan) চালান না। তাঁরা মনে করেন, এতে বিদ্যুতের খরচ আরও বেড়ে যায়। তাঁরা এও মনে করেন সিলিং ফ্যান ছাদের গরম বাতাস টেনে নমিয়ে দেয় ঘরের নীচে। যার জেরে ঘর আরও উত্তপ্ত হয়ে ওঠে। তাই ফ্যান আর AC একসঙ্গে তাঁরা চালান না।

তবে এই ধারণা সঠিক নয় বলেই মনে করেন বিশেষজ্ঞরা। বরং বিশেষজ্ঞদের দাবি, AC-র সঙ্গে সিলিং ফ্যান চালানো হলে ফ্যানটি ঘরের বাতাসের প্রবাহ বাড়িয়ে দেয়। ঘরের লোকজনকে শীতল ও আরামদায়ক একটি অনুভূতি এনে দেয়। AC-র সঙ্গে ফ্যান চালালে বরং বিদ্যুতের সাশ্রয় হয়।

তবে এই প্রক্রিয়ায় বিদ্যুতের খরচ বাঁচাতে AC-র তাপমাত্রা ২৪-২৬-এর মধ্যে সেট করতে হবে। সেই সঙ্গে ফ্যানের স্পিডও সর্বনিম্ন রাখতে হবে। সাধারণভাবে ৬ ঘণ্টা AC ব্যবহার করলে ১২ ইউনিট বিদ্যুৎ খরচ হয়। কিন্তু এসির সঙ্গে ফ্যান চালালে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে বিদ্যুতের খরচ হবে ৬ ইউনিট। অর্থাৎ AC আর ফ্যান একসঙ্গে চালালে বাঁচবে বিদ্যুতের খরচ।

৯৯% সম্পত্তি দানের সিদ্ধান্ত বিল গেটসের, বাকি ১% এর মূল্য জানলে চমকে যাবেন

অনেক টেক বিশেষজ্ঞরা বলেন, এসি ও ফ্যান দুটো একসঙ্গে চালালে বাতাস পুরো ঘরে সঠিকভাবে ছড়িয়ে পড়ে না এবং ঘরে যথাযথ শীতলতা থাকে না। অন্যদিকে, বিদ্যুৎ খরচও বেশি। এয়ার কন্ডিশনার চালানোর সময় মনে রাখবেন যে এসি চালানোর সময় ফ্যান চালাবেন না। ঘর ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন। এর পরে ঘরটি ঠান্ডা হয়ে যাবে এবং তারপর আপনি এসি বন্ধ করে ফ্যান চালু করতে পারবেন। এমন পরিস্থিতিতে এসির ব্যবহার কমবে এবং বিদ্যুৎও সাশ্রয় হবে। এছাড়াও ঘরটি দ্রুত ঠান্ডা হবে।

Air Conditioner air conditioner machine