Bill Gates: ৯৯% সম্পত্তি দানের সিদ্ধান্ত বিল গেটসের, বাকি ১% এর মূল্য জানলে চমকে যাবেন

Bill Gates Net Worth: দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় শীর্ষে ছিলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। সম্প্রতি তিনি তাঁর সম্পদের ৯৯ শতাংশ দান করার ঘোষণা করে সবাইকে অবাক করে দিয়েছেন।

Bill Gates Net Worth: দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় শীর্ষে ছিলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। সম্প্রতি তিনি তাঁর সম্পদের ৯৯ শতাংশ দান করার ঘোষণা করে সবাইকে অবাক করে দিয়েছেন।

author-image
IE Bangla Tech Desk
New Update
Bill Gates Net Worth

৯৯দানের পরও বিল গেটসের মোট সম্পত্তির এক শতাংশের মূল্য জানেন?

Bill Gates News:  সমস্ত সম্পত্তি দান করার পর বিল গেটসের হাতে থাকবে মাত্র ১ শতাংশ। সামান্য সেই পরিমাণ জানলে চোখ কপালে উঠবে আপনার। 

Advertisment

ধনকুবের বিল গেটস তাঁর মোট সম্পদের ৯৯% দান করবেন বলেই জানিয়েছেন। বাকি ১%-এর মূল্য জানলে আপনি অবাক হবেন। 

সোশ্যাল মিডিয়ায় শিশুদের নিরাপত্তা দিতে নয়া উদ্যোগ, ফেসবুক-মেসেঞ্জারে 'টিন অ্যাকাউন্ট'

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস সম্পর্কে সামনে এসেছে চমকে দেওয়ার মত এক খবর। দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় শীর্ষে ছিলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। সম্প্রতি তিনি তাঁর সম্পদের ৯৯ শতাংশ দান করার ঘোষণা করে সবাইকে অবাক করে দিয়েছেন। 

Advertisment

বিল গেটসের ঘোষণা অনুযায়ী, তিনি মোট সম্পত্তির মাত্র ১ শতাংশ তার সন্তানদের জন্য রেখে এবং বাকি ৯৯ শতাংশ দান করবেন। এমন পরিস্থিতিতে, সকলের মনেই একটি বড় প্রশ্ন উঁকি দিচ্ছে, বিল গেটস তার সন্তানদের জন্য যে ১ শতাংশ সম্পত্তি রেখে যাবেন তার মোট মূল্য কত? আসলে, বিল গেটস কোটি কোটি টাকার মালিক। তাই তাঁর মোট সম্পত্তির ১ শতাংশের মূল্য কয়েক কোটি টাকা। 

এসি চালানোর সময় এই ৭ ভুল করছেন? মুহূর্তেই চরম বিপদ, আক্ষেপের শেষ থাকবে না

বিল গেটস ২৭ বছর সংসার করার পর ২০২১ সালে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। দম্পতির তিন সন্তান।  কন্যা জেনিফার ক্যাথেরিন গেটস (২৮), পুত্র রোরি জন গেটস (২৭) এবং ফোবি অ্যাডেল গেটস (২২)। বিল গেটস সম্প্রতি ঘোষণা করেছেন তিনি তাঁর সম্পত্তির ৯৯ শতাংশ দান করবেন এবং তার সম্পত্তির মাত্র ১ শতাংশ তিন সন্তানদের মধ্যে ভাগ করে দেবেন। 

১ থেকে ৫, কত স্পিডে ফ্যান চালালে হুহু করে কমবে বিদ্যুৎ বিল? ৯৯ শতাংশ মানুষই জানেন না এই টপ সিক্রেট

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বিশ্বের সবচেয়ে ধনকুবেরদের তালিকায় একেবারে প্রথম সারিতে রয়েছেন। প্রতিবেদন অনুসারে, বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৬২ বিলিয়ন ডলার, যা ভারতীয় টাকায় প্রায় ১৩,৯০০ বিলিয়ন টাকা। আমরা আপনাকে বলি, বিল গেটস ইতিমধ্যেই তার মোট সম্পদের একটি বড় অংশ তার ফাউন্ডেশনের মাধ্যমে দান করে চলেছেন, যা মানবকল্যাণমূলক কাজে ব্যবহৃত হয়।

12GB র‍্যাম, 6000mAh ব্যাটারি, নয় স্মার্টফোন বাজারে সুনামি তুলল

বিল গেটসের মোট সম্পদের পরিমাণ ১৬২ বিলিয়ন ডলার। যদি তিনি তার সম্পদের ৯৯ শতাংশ দান করেন, তাহলে তার ১ শতাংশ, অর্থাৎ ১.৬২ বিলিয়ন ডলার, তার সন্তানদের কাছে থাকবে। যদি ভারতীয় টাকায় হিসাব করা হয়, তাহলে এই সম্পত্তির মূল্য কোটি কোটি টাকা। এইভাবে, মাত্র ১ শতাংশ সম্পদ পাওয়ার পরেও, তার তিন সন্তানই বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় থাকবে।

Bill Gates