/indian-express-bangla/media/media_files/2025/04/21/EbHHvuhpd0ryzRoJa1QW.jpg)
জিও বনাম এয়ারটেল! কম দামে অধিক সুবিধায় গ্রাহকদের মন জিতে নিল কোন টেলিকম সংস্থা?
Jio Vs Airtel: আজকের দিনে প্রতিদিনের ১ জিবি বা ২ জিবি ডেটা অনেক সময়ই যথেষ্ট নয়, বিশেষত OTT স্ট্রিমিং, অ্যাপ ডাউনলোড বা অনলাইন গেমিংয়ের ক্ষেত্রে। এই পরিস্থিতিতে ডেটা অ্যাড-অন বা বুস্টার প্যাক হয়ে উঠছে প্রয়োজনীয় সমাধান। দেশের দুই শীর্ষ টেলিকম সংস্থা জিও ও এয়ারটেল উভয়ই সাশ্রয়ী মূল্যে ডেটা অ্যাড-অন প্যাক দিচ্ছে। কিন্তু কোন সংস্থার অফার বেশি লাভজনক?
এমন অফার মাথা ঘুরিয়ে দেবে! ব্যাক টু ব্যাক অফারে পান ৫০ জিবি ফ্রি ডেটা, উত্তেজনা বাড়াল Vi
জিও ডেটা অ্যাড-অন প্যাক
জিওর ডেটা-অনলি প্যাকের দাম শুরু ১১ টাকা থেকে, সর্বোচ্চ ৩৫৯ টাকা। বেশ কিছু প্যাকে OTT সাবস্ক্রিপশনও যুক্ত রয়েছে।
১১ টাকার বুস্টার প্ল্যান– ১ ঘণ্টার জন্য আনলিমিটেড ডেটা
১৯ টাকার বুস্টার প্ল্যান – ১ জিবি ডেটা, ১ দিন
২৯ টাকার বুস্টার প্ল্যান – ২ জিবি ডেটা, ২ দিন
৪৯ টাকার বুস্টার প্ল্যান – আনলিমিটেড ডেটা, ১ দিন
৬৯ টাকার বুস্টার প্ল্যান – ৬ জিবি ডেটা, ৭ দিন
১০০ টাকার বুস্টার প্ল্যান – ৫ জিবি (৭ দিন) + JioHotstar মোবাইল (৯০ দিন)
১৭৫ টাকার বুস্টার প্ল্যান – ১০ জিবি (২৮ দিন) + Sony Liv, ZEE5, Lionsgate Play, Discovery+ সহ একাধিক OTT
১৯৫ টাকার বুস্টার প্ল্যান – ১৫ জিবি (৯০ দিন) + JioHotstar
২১৯ টাকার বুস্টার প্ল্যান – ৩০ জিবি (৩০ দিন)
২৮৯ টাকার বুস্টার প্ল্যান – ৪০ জিবি (৩০ দিন)
৩৫৯ টাকার বুস্টার প্ল্যান – ৫০ জিবি (৩০ দিন)
বাজেটের মধ্যেই স্বপ্নপূরণ! এবার কলকাতা থেকে বিনা খরচে পৌঁছে যান দিঘা
এয়ারটেল ডেটা অ্যাড-অন প্যাক
এয়ারটেলের টপ-আপের দাম ১১ থেকে ৪৫১ টাকা পর্যন্ত, এবং একাধিক প্রিমিয়াম OTT বান্ডেল অন্তর্ভুক্ত।
১১ টাকার বুস্টার প্ল্যান– ১ ঘণ্টার জন্য আনলিমিটেড ডেটা
২২ টাকার বুস্টার প্ল্যান – ১ জিবি, ১ দিন
২৬ টাকার বুস্টার প্ল্যান – ১.৫ জিবি, ১ দিন
৩৩ টাকার বুস্টার প্ল্যান – ২ জিবি, ১ দিন
৪৯ টাকার বুস্টার প্ল্যান – আনলিমিটেড ডেটা, ১ দিন
৭৭ টাকার বুস্টার প্ল্যান – ৫ জিবি (৭ দিন)
১০০ টাকার বুস্টার প্ল্যান – ৫ জিবি (৩০ দিন) + JioHotstar মোবাইল (৩০ দিন)
১২১ টাকার বুস্টার প্ল্যান– ৬ জিবি (৩০ দিন)
১৪৯ টাকার বুস্টার প্ল্যান – ১ জিবি + Airtel Xstream Play Premium (২২+ OTT)
১৫১ টাকার বুস্টার প্ল্যান – ৯ জিবি + আনলিমিটেড ৫জি ডেটা (নির্দিষ্ট প্ল্যানে)
১৬১ টাকার বুস্টার প্ল্যান – ১২ জিবি (৩০ দিন)
১৮১ টাকার বুস্টার প্ল্যান – ১৫ জিবি + Airtel Xstream Play Premium
১৯৫ টাকার বুস্টার প্ল্যান – ১৫ জিবি (৯০ দিন) + JioHotstar (৩ মাস)
২৭৯ টাকার বুস্টার প্ল্যান – ১ জিবি (১ মাস) + Netflix Basic, JioHotstar Super, ZEE5 Premium, Airtel Xstream Play Premium
৩৬১ টাকার বুস্টার প্ল্যান – ৫০ জিবি (৩০ দিন)
৪৫১ টাকার বুস্টার প্ল্যান – ৫০ জিবি (৩০ দিন) + JioHotstar (৩ মাস)
এই গ্যাজেট ও লাইফস্টাইল পণ্যে বিশাল ছাড়, অফারের তালিকা দেখলে মাথা ঘুরে যাবে!
কোন সংস্থা এগিয়ে?
যারা কম দামে বেশি ডেটা চান, তাদের জন্য জিও নিঃসন্দেহে ভালো বিকল্প। অন্যদিকে, প্রিমিয়াম OTT প্যাকেজে এগিয়ে এয়ারটেল—Netflix, Hotstar, ZEE5 এবং Airtel Xstream Play একসাথে পাওয়ার সুবিধা বিনোদনপ্রেমীদের কাছে এটিকে অনেইক বেশি আকর্ষণীয় করে তুলেছে।