Air Conditioner Tips: এই ছোট্ট ভুলে মুহূর্তে বিকল হবে নামি-দামী এসি মেশিনও! ভুল এড়াতে এখনই সতর্ক হোন

Air Conditioner Tips: গ্রীষ্মের মরসুমে, এয়ার কন্ডিশনারের ব্যবহার অনেক বেড়ে গিয়েছে। সাধারণ মানুষ যথেচ্ছ এসি ব্যবহার করছেন। অনেক সময় মানুষ জেনে বা অজান্তেই এমন কিছু ভুল করে ফেলেন যার কারণে এসি মেশিনের ভিতরে থাকা পার্টসগুলি ক্ষতিগ্রস্ত হয়।

Air Conditioner Tips: গ্রীষ্মের মরসুমে, এয়ার কন্ডিশনারের ব্যবহার অনেক বেড়ে গিয়েছে। সাধারণ মানুষ যথেচ্ছ এসি ব্যবহার করছেন। অনেক সময় মানুষ জেনে বা অজান্তেই এমন কিছু ভুল করে ফেলেন যার কারণে এসি মেশিনের ভিতরে থাকা পার্টসগুলি ক্ষতিগ্রস্ত হয়।

author-image
IE Bangla Tech Desk
New Update
ac tips if you turn off air conditioner directly from switch it cause these major damages

এই ছোট্ট ভুলে মুহূর্তে বিকল হবে নামি-দামী এসি মেশিনও! ভুল এড়াতে এখনই সতর্ক হোন

Air Conditioner Tips: সুইচ নাকি রিমোট? এসি বন্ধের সময় এই ছোট্ট ভূল? হতে পারে এই  বড় ক্ষতি! 

Advertisment

গ্রীষ্মের মরসুমে, এয়ার কন্ডিশনারের ব্যবহার অনেক বেড়ে গিয়েছে। সাধারণ মানুষ যথেচ্ছ এসি ব্যবহার করছেন। অনেক সময় মানুষ জেনে বা অজান্তেই এমন কিছু ভুল করে ফেলেন যার কারণে এসি মেশিনের ভিতরে থাকা পার্টসগুলি ক্ষতিগ্রস্ত হয়। আজকের এই প্রতিবেদনে জানুন মেইন সুইচ থেকে সরাসরি এসি বন্ধ করলে কী কী ক্ষতি হতে পারে আপনার সাধের এসি মেশনে?

এয়ার কন্ডিশনার বন্ধ করার সময় আমরা কিছু ভুল করে ফেলি যার কারণে এসি মেশিন ক্ষতিগ্রস্ত হতে পারে। যদি আপনিও রিমোট ব্যবহার না করে সরাসরি মেইন সুইচ থেকে এসি বন্ধ করার ছোট্ট ভুল করেন তাহলে আপনার এই অভ্যাসটি অবিলম্বে বদলে ফেলুন না হলে তীব্র গরমে এসিটি কিন্তু আপনাকে ভোগাবে। হঠাৎ করেই ব্রেক ডাউনের মত সমস্যায় জেরবার হবেন আপনি। 

বাজারে বিরাট দাপট,তালিকায় শীর্ষে এই ইলেকট্রিক স্কুটার, অনেক পিছিয়ে ওলা, হিরো, টিভিএস

Advertisment

আজকের এই প্রতিবেদনে জেনে নিন মেইন সুইচ থেকে সরাসরি এসি বন্ধ করলে এয়ার কন্ডিশনারের কী কী ক্ষতি হতে পারে। যেগুলি জানার পর, আপনি ভুলেও আর এমন ভুল করবেন না। সামান্য যত্নে আপনার এসি থাকবে বছরভর চাঙ্গা।  

সরাসরি বন্ধের অসুবিধা

এসির কম্প্রেসারের ক্ষতি: যদি আপনি সরাসরি মেইন সুইচ থেকে এসি বন্ধ করেন, তাহলে এর ফলে এসির কম্প্রেসারের উপর চাপ সৃষ্টি করতে পারে যা কম্প্রেসারকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

কুলিং সিস্টেমের ক্ষতি: যদি আপনি রিমোটের পরিবর্তে সরাসরি মেইন সুইচ থেকে এসি বন্ধ করার ভুল করে থাকেন, তাহলে তা করলে আপনার এসির কুলিং সিস্টেমের ক্ষতি হতে পারে।

ফ্যান এবং মোটরের ক্ষতি: উইন্ডো এসি হোক বা স্প্লিট এসি, মেইন সুইচ থেকে সরাসরি এয়ার কন্ডিশনার বন্ধ করার কারণে ফ্যান এবং মোটর উভয়ই ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। ফলে তা মেরামত বা পরিবর্তন করতে অনেক খরচ হতে পারে আপনার। 

বৈদ্যুতিক যন্ত্রাংশের ক্ষতি: মেইন সুইচ থেকে সরাসরি এসি বন্ধ করলে এসির বৈদ্যুতিক যন্ত্রাংশের ক্ষতি হতে পারে। এই প্রক্রিয়ায় যদি এসির কোনও দামি অংশ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই অংশ মেরামত বা বদলে ফেলতে আপনাকে মোটা টাকা খরচ করতে হবে। 

এসি বন্ধ করার সঠিক উপায় হল এসি বন্ধ করার সময় সর্বদা রিমোট ব্যবহার করা। রিমোট ব্যবহার করে এয়ার কন্ডিশনার বন্ধ করলে এসি স্বাভাবিকভাবে বন্ধ হয়, এবং উপরিক্ত সমস্যা থেকে অথবা ক্ষতির হাত থেকে রেহাই পাওয়া সম্ভব।  

এসির সঙ্গে ফ্যান চালাচ্ছেন! কী 'ম্যাজিক' হবে জানেন?

air conditioner machine air condition machine maintenance