AI impact on jobs: AI-এর কারণে কোন কোন চাকুরি ঝুঁকিতে? Microsoft-এর রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

AI impact on jobs Tech-পুর: সম্প্রতি মাইক্রোসফটের এক সমীক্ষায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। যাতে বলা হয়েছে AI-এর কারণে কোন কোন সেক্টর ইতিমধ্যেই ঝুঁকিতে রয়েছে।

AI impact on jobs Tech-পুর: সম্প্রতি মাইক্রোসফটের এক সমীক্ষায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। যাতে বলা হয়েছে AI-এর কারণে কোন কোন সেক্টর ইতিমধ্যেই ঝুঁকিতে রয়েছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Tripura college girls enrollment increase,  gross enrollment ratio female students Tripura,  fee waiver girls college Tripura,  Manik Saha AI education Tripura  ,technology‑based education Tripura  ,artificial intelligence in classrooms Tripura,ত্রিপুরা কলেজ ছাত্রী ভর্তি বৃদ্ধি,  মেয়েদের ভর্তি অনুপাত (GER) ত্রিপুরা  ,কলেজ ফি মওকুফ ত্রিপুরা,  মানিক সাহা শিক্ষায় AI , প্রযুক্তি‑ভিত্তিক শিক্ষা ত্রিপুরা,  ডিজিটাল শিক্ষাব্যবস্থা ত্রিপুরা

artificial intelligence: প্রতীকী ছবি।

AI impact on jobs: আজকের যুগে স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা-বিনোদন থেকে কনটেন্ট-সেলস সবেতেই দাপট দেখাতে শুরু করেছে AI, আগেও একাধিক সমীক্ষায় দেখা গিয়েছে AI-এর কারণে বেশ কিছু চাকরি ক্ষেত্রে ঝুঁকি রয়েই গিয়েছে। সম্প্রতি মাইক্রোসফটের এক সমীক্ষায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। যাতে বলা হয়েছে AI-এর কারণে কোন কোন সেক্টর ইতিমধ্যেই ঝুঁকিতে রয়েছে।

Advertisment

কোন কোন সেক্টরে প্রথমেই থাবা বসাবে AI? এনিয়ে মাইক্রোসফ্টের নতুন প্রতিবেদনে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে। পাশাপাশি এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে কোন কোন চাকরি ক্ষেত্রগুলি আপাতত নিরাপদ।

আপনি যদি লেখক, ট্রান্সলেটর বা গ্রাহক পরিষেবার কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে তাহলে জেনে রাখুন যে এআই সরাসরি আপনার চাকরির উপর প্রভাব ফেলতে চলেছে। আপনি যদি একজন নার্স, মেকানিক বা শ্রমিক হন, তাহলে আপনার চাকরি আপাতত নিরাপদ।

Advertisment

বিং কোপাইলট (বর্তমানে মাইক্রোসফট কোপাইলট) এর সাথে ২ লক্ষ এআই ইন্টারঅ্যাকশনের উপর ভিত্তি করে মাইক্রোসফট রিসার্চের একটি সাম্প্রতিক প্রতিবেদন দেখিয়েছে যে এআই বাস্তব জগতে অনেক কাজের কার্যকারিতা ধীরে ধীরে পরিবর্তন করছে।

কোন চাকরিতে AI সবচেয়ে বেশি প্রভাব ফেলছে?

এই প্রতিবেদনে মাইক্রোসফট একটি এআই প্রযোজ্যতা স্কোর তৈরি করেছে। এই স্কোরটি মানুষ এআই-এর কাছ থেকে কী ধরণের কাজ করিয়ে নিচ্ছে, এআই কতটা ভালোভাবে কাজ করে এবং এর প্রভাব কতটা ব্যাপক তার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

কোন কোন সেক্টরে সরাসরি প্রভাব পড়তে চলেছে-

  • ট্রান্সলেটর এবং দোভাষী
  • লেখক এবং কন্টেন্ট ক্রিয়েটর
  • সেলস ম্যানেজার
  • গ্রাহক সেবা এজেন্ট
  • সম্পাদক এবং প্রুফরিডার

এগুলো ছাড়াও সাংবাদিক, ইতিহাসবিদ, শিক্ষক এবং জনসংযোগ পেশাদাররাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের সকলের মধ্যে একটি মিল রয়েছে সেটি হল তথ্য, যোগাযোগ এবং বিষয়বস্তু-ভিত্তিক কাজ যা এআই দ্রুত এবং নির্ভুলভাবে করতে পারে।

এই মুহূর্তে কোন চাকরি নিরাপদ?

যেসব কাজে শারীরিক পরিশ্রম বা সরাসরি শারীরিক ভাবে যত্নের প্রয়োজন হয়, সেগুলো বর্তমানে AI-এর নাগালের বাইরে। এর মধ্যে রয়েছে:

  • নার্স এবং হেলথ অ্যাসিস্টেন্ট
  • শ্রমিক
  • ট্রাক চালক এবং ভারী মেশিন অপারেটররা
  • ডিশ ওয়াশার, ক্লিনার
  • ম্যাসাজ থেরাপিস্ট এবং মেডিকেল টেকনিশিয়ান।

যদি আপনার কাজ পড়া, লেখা, গবেষণার সরাসরি সম্পর্কিত হয়, তাহলে বুঝতে হবে যে আপনি ইতিমধ্যেই AI এর সঙ্গে ওয়ার্কবেঞ্চ ভাগ করে নিচ্ছেন। যদিও AI এখনই আপনার চাকরি এখনই কেড়ে নেবে এমনটাই ভাবার কোন কারণ নেই তবে কাজের ধরণে অবশ্যই পরিবর্তন আনছে। আপনি যদি লেখক, অনুবাদক, সাংবাদিক কিংবা কনটেন্ট ক্রিয়েটর – আপনি যদি এই পেশার মধ্যে পড়েন, তাহলে এখনই সতর্ক হওয়ার সময়। কারণ মাইক্রোসফটের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, এই পেশাগুলিই প্রথম AI-এর প্রভাবের মুখোমুখি হচ্ছে।

সেকেন্ডেই ডাউনলোড! ভয়ঙ্কর স্পিড, ইন্টারনেট পরিষেবায় বিপ্লব আনতে চলেছে স্টারলিংক, খরচ কত?

Microsoft AI