/indian-express-bangla/media/media_files/2025/05/24/SKFsyrcxpmBqNSYcU0bW.jpg)
স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা শীঘ্রই ভারতে চালু হতে চলেছে।
Starlink India launch: ভারতে খুব শীঘ্রই চালু হতে চলেছে স্পেসএক্স-এর স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা। যদিও এখনও পর্যন্ত সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি, সরকারি সূত্রে জানা গেছে আগামী কয়েক মাসেই পরিষেবা শুরু হতে পারে স্টারলিংক। স্টারলিংকের প্রাথমিক খরচ,স্পিড এবং সংযোগ সীমা নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যে বিস্তারিত তথ্য সামনে আনা হয়েছে।
নামমাত্র খরচে ৩৬৫ দিন অ্যাকটিভ রাখুন আপনার সিম কার্ড! জানুন Airtel, Jio Vi-এর সবচেয়ে সস্তা প্ল্যান কোনটি?
প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট পরিষেবায় বিপ্লব ঘটাতে প্রস্তুত এই নতুন স্যাটেলাইট পরিষেবা। পরিষেবা শুরুর নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা না হলেও, সরকারের তরফে ইঙ্গিত মিলেছে যে এটি আগামী কয়েক মাসের মধ্যেই দেশজুড়ে নয়া এই ইন্টারনেট পরিষেবা উপলব্ধ হবে।
Ather এর 'অ্যাটম বোম'! আকর্ষণীয় ডিজাইন,নজরকাড়া ফিচার সহ লঞ্চ এই সেরা ই স্কুটার
ভারতে স্টারলিংক পরিষেবার প্রাথমিক সেটআপ খরচ হবে আনুমানিক ৩০,০০০ থেকে ৩৫,০০০ টাকা। একবার সেটআপের পরে, মাসিক চার্জ হতে পারে ৩,০০০ থেকে ৪,২০০ টাকা, যা ব্যবহারকারীর অঞ্চল এবং ডেটা ব্যবহারের উপর নির্ভর করবে। মেট্রো শহরগুলিতে এটি জনপ্রিয় নাও হতে পারে, কিন্তু গ্রামীণ এবং দুর্গম অঞ্চলে এই পরিষেবা বিপ্লব আনতে পারে।
অবিশ্বাস্য! মাত্র ১ টাকায় পান ৩০ দিনের ভ্যালিডিটি, ৬০ জিবি ডেটা, সীমাহীন কল, বাজারে 'বিস্ফোরণ'
বর্তমানে স্টারলিংক ২৫ Mbps থেকে ২২৫ Mbps পর্যন্ত গতি দিতে সক্ষম এবং গড় স্পিড ২২০ Mbps। তবে, সরকারের সীমা অনুযায়ী, স্টারলিংক ২০ লক্ষের বেশি সংযোগ ভারতে দিতে পারবে না। জিও, এয়ারটেল-এর মতো বিদ্যমান সংস্থাগুলি ক্ষতির সম্মুখীন না হয় সেই লক্ষ্যেই সরকারের এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।
পাঁচ মাসের ধুঁয়াধার অফার! 320GB ডেটার সঙ্গে পান ফ্রি কলিংয়ের সুবিধা, আরও কত কী...
ভারতের বাজারে স্টারলিংক তাদের হার্ডওয়্যার সরবরাহ করবে স্থানীয় সংস্থার সহযোগিতায়, যাতে পরিষেবা আরও সহজলভ্য হয়। কোম্পানি ২০২৬ সালে নতুন প্রজন্মের স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করেছে, যার প্রতিটি উপগ্রহ ১০০০ Gbps পর্যন্ত ক্ষমতা প্রদান করতে পারবে। এর ফলে ইন্টারনেট আরও দ্রুত হবে এবং বিশ্বব্যাপী স্টারলিংকের শক্তি আরও বৃদ্ধি পাবে।