AI stethoscope: এআই-এর বিষ্ময়! ১৫ সেকেন্ডের মধ্যে হৃদরোগ শনাক্ত, প্রাণ বাঁচানো সম্ভব হবে 'লক্ষ লক্ষ' রোগীর

AI stethoscope: চিকিৎসা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার ফলে রোগ শনাক্তকরণ আরও সহজ ও দ্রুত হয়েছে।

AI stethoscope: চিকিৎসা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার ফলে রোগ শনাক্তকরণ আরও সহজ ও দ্রুত হয়েছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
crtificial Intelligence,TECH NEWS, AI stethoscope, AI stethoscope use, AI stethoscope in medical, AI stethoscope heart disease, ai in medical, medical ai, ai use in medical, medical science ai, ai heard failure,

চিকিৎসা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে

AI stethoscope: চিকিৎসা ক্ষেত্রে AI-এর ব্যবহার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং রোগীরা এর সরাসরি উপকৃত হবেন। এখন AI-এর সাহায্যে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই রোগ শনাক্ত করা সম্ভব।

Advertisment

চিকিৎসা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার ফলে রোগ শনাক্তকরণ আরও সহজ ও দ্রুত হয়েছে। সম্প্রতি লন্ডনের ইম্পেরিয়াল কলেজের গবেষকরা এমন একটি AI-চালিত স্টেথোস্কোপ আবিষ্কার করেছেন যেটি মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে তিন ধরনের হৃদরোগ সনাক্ত করতে সক্ষম।

আরও পড়ুন- জিএসটি হারে বিরাট রদবদল!কতটা কমবে iphone 17 series-এর দাম?

 স্টেথোস্কোপ সাধারণত ১৮১৬ সাল থেকে চিকিৎসকরা ব্যবহার করলেও এটি মূলত রোগীর হৃদস্পন্দন বা শ্বাস-প্রশ্বাসের শব্দ শুনতে পারে। এর তুলনায় AI-চালিত স্টেথোস্কোপ হৃদস্পন্দন এবং রক্তপ্রবাহের ক্ষুদ্রতম পরিবর্তনও শনাক্ত করতে পারে এবং রোগীর ECG রেকর্ড করতে সক্ষম। এই প্রযুক্তি ব্যবহার করে ডাক্তাররা রোগের প্রাথমিক অবস্থায় শনাক্তকরণ ও চিকিৎসা শুরু করতে পারছেন, যা লক্ষ লক্ষ জীবন বাঁচাতে বিশেষ ভূমিকা নেবে। 

Advertisment

ডিভাইসটি রোগীর বুকে ইন্সটল করে ECG-এর মাধ্যমে হৃদপিণ্ড থেকে নির্গত বৈদ্যুতিক সংকেত রেকর্ড করা হয়। সঙ্গে সংযুক্ত মাইক্রোফোন রক্তের প্রবাহ ও হৃদস্পন্দনের শব্দ সংগ্রহ করে। এরপর AI অ্যালগরিদম এই তথ্য বিশ্লেষণ করে এবং ডাক্তারদের চোখে ধরা না পড়া পরিবর্তনও শনাক্ত করে। পুরো তথ্যটি একটি স্মার্টফোন অ্যাপে পাঠানো হয়, যা রোগীর হৃদপিণ্ডের স্বাস্থ্যের বিস্তারিত রিপোর্ট প্রদান করে।

আরও পড়ুন- পেট্রোল পাম্পেই ওঁত পেতে ভয়ঙ্কর বিপদ! এই তেলে বারোটা বাজছে আপনার সাধের বাইকের

পরীক্ষায় দেখা গেছে, এই ডিভাইসের সাহায্যে আগাম পূর্বাভাস দেওয়া সম্ভব, যে ব্যক্তি আগামী ১২ মাসের মধ্যে কোন হৃদরোগে ভুগতে পারেন। এই তথ্যের ভিত্তিতে রোগী তার দৈনন্দিন জীবনযাত্রা পরিবর্তন এবং প্রয়োজনে চিকিৎসা শুরু করতে পারেন। এই নতুন প্রযুক্তি চিকিৎসা ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে এবং হৃদরোগ শনাক্তকরণের ক্ষেত্রে দ্রুত ও নির্ভুল সমাধান প্রদান করবে।

Artificial Intelligence