/indian-express-bangla/media/media_files/2025/09/04/iphone-17-2025-09-04-14-53-09.jpg)
জিএসটি হারে বিরাট রদবদল!কতটা কমবে iphone 17 series-এর দাম?
iphone 17 series: দীপাবলির আগে দেশবাসীকে বড় উপহার মোদী সরকারের। জিএসটি হারে পরিবর্তনের ঘোষণার মাধ্যমে সাধারণ মানুষকে বড়সড় স্বস্তি দিয়েছে কেন্দ্র। নতুন হার ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে, যার ফলে সাবান-শ্যাম্পু থেকে শুরু করে দুধ-দই, এসি-টিভি থেকে গাড়ি পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় এবং ভোগ্যপণ্যের দাম কমবে। এই সময়ই অ্যাপল আগামী সপ্তাহে আইফোন ১৭ সিরিজ লঞ্চ করতে চলেছে। এই পরিস্থিতিতে অনেকেই আশা করছেন কমে যাবে নতুন আইফোনের দামও। আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক আদৌ কী কমবে আইফোন ১৭ সিরিজের দাম?
আরও পড়ুন- পেট্রোল পাম্পেই ওঁত পেতে ভয়ঙ্কর বিপদ! এই তেলে বারোটা বাজছে আপনার সাধের বাইকের
অ্যাপল আইফোন ১৭ সিরিজের আনুষ্ঠানিক দাম এখনও প্রকাশিত হয়নি। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ভারতে এই সিরিজের প্রারম্ভিক দাম ৮৪,৪৯৯ টাকা। তবে নতুন জিএসটি হারের প্রভাবে এই দামে কোনো পরিবর্তন হবে না। কারণ, স্মার্টফোনগুলির উপর ইতিমধ্যেই ১৮ শতাংশ কর ধার্য করা হয়ে থাকে এবং নতুন হারে এ ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি। ফলে, গ্রাহকদের আইফোনসহ অন্যান্য স্মার্টফোন কিনতে আগের মতোই জিএসটি দিতে হবে।
আরও পড়ুন-৯ বছর পূর্তি উপলক্ষে বিরাট চমক jio-এর! ৩৪৯ টাকার রিচার্জে পান ৩ হাজারের বেনিফিট
এর আগে ইন্ডিয়া সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন (ICEA) সরকারকে স্মার্টফোনকে ৫ শতাংশের জিএসটি স্ল্যাবে আনার দাবি জানিয়েছিল। তারা যুক্তি দেখিয়েছিল যে স্মার্টফোন আজকালকার দিনে এক অন্যতম প্রয়োজনীয় গ্যাজেট এবং ডিজিটাল ইন্ডিয়ার অন্যতম হাতিয়ার। তবে সরকার এই দাবি মেনে নেয়নি। জিএসটির শুরুতে স্মার্টফোনের উপর কর ছিল ১২ শতাংশ, যা ২০২০ সালে তা বদল করে ১৮ শতাংশ করা হয়। সব মিলিয়ে, নতুন জিএসটি হারে সাধারণ ভোগ্যপণ্য এবং দৈনন্দিন ব্যবহার্য পণ্যের দাম কমলেও আইফোনের দামে কোনো বদল আসবে না।