Airtel Recharge Plan With Free OTT: Airtel-এর প্ল্যানে বিনামূল্যে পাওয়া যাচ্ছে JioHotstar সাবস্ক্রিপশন, দীর্ঘ সময় ধরে দারুন সুবিধা পাবেন, দাম ২০০ টাকারও কম

Airtel Recharge Plan With Free OTT: এয়ারটেল গ্রাহকদের জন্য সুখবর। কোম্পানি এমন একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে, যেখানে মাত্র ১৯৫ টাকায় গ্রাহকরা পাচ্ছেন ৯০ দিনের জন্য JioHotstar মোবাইল সাবস্ক্রিপশন একেবারে বিনামূল্যে।

Airtel Recharge Plan With Free OTT: এয়ারটেল গ্রাহকদের জন্য সুখবর। কোম্পানি এমন একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে, যেখানে মাত্র ১৯৫ টাকায় গ্রাহকরা পাচ্ছেন ৯০ দিনের জন্য JioHotstar মোবাইল সাবস্ক্রিপশন একেবারে বিনামূল্যে।

author-image
IE Bangla Tech Desk
New Update
airtel

এয়ারটেল গ্রাহকদের জন্য সুখবর

Airtel Recharge Plan With Free OTT: এয়ারটেল গ্রাহকদের জন্য সুখবর। কোম্পানি এমন একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে, যেখানে মাত্র ১৯৫ টাকায় গ্রাহকরা পাচ্ছেন ৯০ দিনের জন্য JioHotstar মোবাইল সাবস্ক্রিপশন একেবারে বিনামূল্যে। এর ফলে OTT কন্টেন্টপ্রেমীদের জন্য এটি হয়ে উঠতে পারে সেরা বিকল্প।

Advertisment

আরও পড়ুনঃদেশের সেরা 5G প্রিপেড রিচার্জ প্ল্যান, বাজেটের মধ্যেই পান অধিক সুবিধা

এয়ারটেলের ১৯৫ টাকার এই প্ল্যানে মিলছে ৯০ দিনের ভ্যালিডিটি এবং ১৫ জিবি ডেটার সুবিধা। তবে মনে রাখতে হবে, এই প্ল্যানে ইউজাররা পাবেন 4G ডেটার সুবিধা।

Advertisment

অন্যদিকে, Hotstar সাবস্ক্রিপশন আলাদা করে কিনতে গেলে খরচ পড়ে ১৪৯ টাকা। কিন্তু এই প্ল্যানের মাধ্যমে ব্যবহারকারীরা পাচ্ছেন বিনামূল্যে সাবস্ক্রিপশন। অর্থাৎ কম খরচে অধিক সুবিধা।

আরও পড়ুনঃ লো ভোল্টেজেও লাট্টুর মত ঘুরবে ফ্যান, সিক্রেট এই পদ্ধতি জানেন তো?

শুধু তাই নয়, এয়ারটেল আরও কিছু প্ল্যানে JioHotstar সাবস্ক্রিপশন দিচ্ছে। যেমন কোম্পানির একটি ১০০ টাকার প্ল্যানও রয়েছে, যা ৩ মাসের জন্য বিনামূল্যে JioHotstar মোবাইল সাবস্ক্রিপশন এবং ৫ জিবি ডেটার সুবিধা অফার করছে।

ফলে বলা যায়, জিওকে টক্কর দিতে এয়ারটেল তাদের গ্রাহকদের জন্য একাধিক প্ল্যানের মাধ্যমে OTT সুবিধা নিয়ে এসেছে।

আরও পড়ুনঃ ৭,০০০mAh ব্যাটারি সহ দুর্দান্ত এই ৫জি স্মার্টফোনে রয়েছে বিশেষ 'কুলিং ফ্যান', আর দাম..., মধ্যবিত্তের নাগালেই

airtel Bharati Airtel