/indian-express-bangla/media/media_files/2025/08/18/low-voltage-2025-08-18-13-49-00.jpg)
Low Voltage: লো ভোল্টেজের সমস্যায় ভুক্তভোগী নাগরিকরা।
Low Voltage: গরম কিংবা বর্ষার দিনে হঠাৎই ভোল্টেজ নামতে শুরু করে। বিদ্যুৎ থাকলেও ফ্যান ঠিকমতো ঘোরে না, ফ্রিজ ঠান্ডা করে না, টিভি বা মাইক্রোওয়েভ চালু হতে সময় লাগে। একে বলে লো ভোল্টেজ সমস্যা। এই অবস্থায় যন্ত্রপাতি শুধু খারাপই হয় না, দীর্ঘদিন চললে পুরোপুরি নষ্টও হয়ে যেতে পারে।
লো ভোল্টেজের সমস্যা
লো ভোল্টেজের কারণ হল, গ্রীষ্মকালে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার হয়। বর্ষায় খুঁটি বা ট্রান্সফর্মারে সমস্যা তৈরি হতে পারে। একসঙ্গে অনেক যন্ত্রপাতি চালানো বড় সমস্যা তৈরি করতে পারে। পুরোনো লাইন বা তারের ক্যাপাসিটি কম- এটাও মাথায় রাখা দরকার। লো ভোল্টেজের ফলে, ফ্যান ধীরে ঘোরে, মোটর পুড়ে যেতে পারে। ফ্রিজ ঠান্ডা না হলে খাবার নষ্ট হয়। টিভি বা কম্পিউটার হ্যাং বা রিস্টার্ট হয়ে যেতে পারে। মাইক্রোওয়েভ বা ওয়াশিং মেশিন ঠিকমতো কাজ করবে না। বৈদ্যুতিন যন্ত্রের আয়ু কমে যায়।
আরও পড়ুন- Apple-এর সব চেয়ে বড় ইভেন্ট, iPhone 17 সিরিজ সহ এই প্রোডাক্টগুলি বাজারে আলোড়ণ ফেলবে
এবং
আরও পড়ুন- ইউটিউবকে কাজে লাগিয়ে যখন লক্ষ লক্ষ আয় করেন ইউটিউবাররা,জানেন কোম্পানির আয়? শুনে রাতের ঘুম উড়ে যাবে
লো ভোল্টেজের সমাধান হল- ভোল্টেজ স্ট্যাবিলাইজার ব্যবহার করুন। ভোল্টেজ ওঠানামা রোধ করার সেরা উপায় হল স্ট্যাবিলাইজার। এটি বিদ্যুৎকে স্থিতিশীল রাখে। ফলে ফ্রিজ, টিভি, এসি নিরাপদ থাকে। LED লাইটে পরিবর্তন করুন। লো ভোল্টেজে সাধারণ বাল্ব বা CFL ঠিকমতো জ্বলে না। তাই LED লাইট ব্যবহার করলে কম ভোল্টেজেও পর্যাপ্ত আলো পাবেন এবং বিদ্যুতের খরচও অনেকটা কম হবে। ফ্যানের ক্যাপাসিটার চেক করুন। ফ্যান ধীরে ঘোরার মূল কারণ হল ক্যাপাসিটার। ভোল্টেজ কম থাকলে অনেক সময় ক্যাপাসিটার দুর্বল হয়ে যায়। সেক্ষেত্রে নতুন ক্যাপাসিটার লাগালে ফ্যান আবার দ্রুত ঘুরবে। ইনভার্টার ব্যবহার করুন। বাড়িতে ইনভার্টার থাকলে লো ভোল্টেজের সময় বিদ্যুতের লাইন সেটিতে শিফট করে নিন। ইনভার্টার দিয়ে আলো এবং ফ্যান চালালে ভোল্টেজ বেড়ে যায় এবং আরামদায়কভাবে ব্যবহার করা যায়।
আরও পড়ুন- দারুণ অফার! ৫০,০০০ টাকার বিশাল ছাড়, হাতের নাগালে এবার A ক্লাস ফোন
এবং
আরও পড়ুন- ৪৭ লাখের VIP নম্বর, না আদানি না আম্বানি! কার দখলে এই এক্সক্লুসিভ নম্বর প্লেট?
তবে, কিছু বিষয় মাথায় রাখবেন। যেমন- একসঙ্গে অনেক যন্ত্র চালাবেন না। অপ্রয়োজনীয় গ্যাজেট চালানো বন্ধ রাখুন। রেগুলার ইলেকট্রিশিয়ানকে দিয়ে বাড়ির তার পরীক্ষা করান। ভালো মানের প্লাগ এবং সার্কিট ব্যবহার করুন। লো ভোল্টেজ সমস্যা সাময়িক মনে হলেও দীর্ঘদিন এমনটা চললে যন্ত্রপাতি নষ্ট হয়ে যেতে পারে। তাই এখন থেকেই সাবধান হন। স্ট্যাবিলাইজার, LED লাইট, ফ্যান ক্যাপাসিটার পরিবর্তন আর ইনভার্টার—এই ৪টি সমাধান আপনার ঘরকে দিব্যি স্বাভাবিক রাখবে।