/indian-express-bangla/media/media_files/2025/08/18/cats-2025-08-18-13-59-50.jpg)
Airtel vs Jio vs Vi: দেশের সেরা 5G প্রিপেড রিচার্জ প্ল্যান, বাজেটের মধ্যেই পান অধিক সুবিধা
Airtel vs Jio vs Vi Recharge Plan: টেলিকম বাজারে আবারও শুরু হয়েছে চূড়ান্ত প্রতিযোগিতা। Airtel, Reliance Jio এবং Vodafone Idea (Vi) – এই তিনটি বড় সংস্থা একে অপরকে জোর টক্কর দিতে একের পর এক আকর্ষণীয় 5G প্রিপেইড রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। গ্রাহকদের জন্য রয়েছে আনলিমিটেড কলিং, হাই-স্পিড ডেটা, OTT সাবস্ক্রিপশন এবং ফ্রি 5G অ্যাক্সেসের সুবিধা। ফলে কোন কোম্পানির প্ল্যান সবচেয়ে লাভজনক, তা নিয়ে গ্রাহকদের মধ্যে এখন প্রবল কৌতূহল।
আরও পড়ুন- Apple-এর সব চেয়ে বড় ইভেন্ট, iPhone 17 সিরিজ সহ এই প্রোডাক্টগুলি বাজারে আলোড়ণ ফেলবে
এয়ারটেলের সেরা প্ল্যান
এয়ারটেল বর্তমানে ৪৪৯ টাকার প্ল্যানকে সবচেয়ে হাইলাইট করছে। এতে রয়েছে ২৮ দিনের মেয়াদ, প্রতিদিন ৩ জিবি ডেটা ও আনলিমিটেড ৫জি অ্যাক্সেস। সঙ্গে পাওয়া যাবে আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি এসএমএস এবং Airtel Xstream Play প্রিমিয়াম অ্যাপের সুবিধা, যা ২২টি OTT প্ল্যাটফর্মের অ্যাক্সেস। এছাড়াও রয়েছে Perplexity Pro-এর বার্ষিক সাবস্ক্রিপশন।
এ ছাড়া, ৪২৯ প্ল্যানেও প্রতিদিন ২.৫ জিবি ডেটা ও একই সুবিধা মেলে, যার মেয়াদ এক মাস। জনপ্রিয় বেস্টসেলার ৩৪৯ প্ল্যানেও প্রতিদিন ২ জিবি ডেটা ও আনলিমিটেড ৫জি অ্যাক্সেস পাওয়া যায়।
রিলায়েন্স জিওর প্ল্যান
জিওর ক্ষেত্রে বাজেট-সাশ্রয়ী প্ল্যানের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ৩৪৯ টাকার রিচার্জ প্ল্যান। এই প্ল্যানে ২৮ দিনের জন্য প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং ও প্রতিদিন ১০০টি এসএমএস সুবিধার পাশাপাশি ইউজাররা পাবেন JioAICloud, JioTV এবং Hotstar OTT-এর ৯০ দিনের ফ্রি সাবস্ক্রিপশন। জিওর ৪৪৯ টাকার প্ল্যানেও প্রতিদিন ৩ জিবি ডেটা ও একই অতিরিক্ত সুবিধা দেওয়া হয়।
আরও পড়ুন- দারুণ অফার! ৫০,০০০ টাকার বিশাল ছাড়, হাতের নাগালে এবার A ক্লাস ফোন
Vi-এর সেরা বিকল্প
Vodafone Idea বা Vi-ও তালিকায় পিছিয়ে নেই। Vi-এর ৪৭৯ টাকার প্ল্যান গ্রাহকদের ৪৮ দিনের জন্য প্রতিদিন ১ জিবি ডেটা, আনলিমিটেড ৫জি অ্যাক্সেস, কলিং ও এসএমএস সুবিধা দেয়। ৩৬৫ টাকার প্ল্যানটিতে ইউজাররা পাচ্ছেন প্রতিদিন ২ জিবি ডেটা ও ২৮ দিনের জন্য আনলিমিটেড ৫জি অ্যাক্সেস।
বিশেষজ্ঞদের মতে, যারা OTT ও অতিরিক্ত সুবিধা চান, তাদের জন্য Airtel-এর ৪৪৯ টাকার প্ল্যান সবচেয়ে বেশি সুবিধাজনক। অন্যদিকে, Reliance Jio-এর ৩৪৯ প্ল্যানও বেশ আকর্ষণীয়। Vi-এর ৩৬৫ টাকার প্ল্যানটি দীর্ঘ মেয়াদ ও ৫জি অ্যাক্সেসের কারণে গ্রাহকদের কাছে একটি ব্যালান্সড অপশন হয়ে উঠছে। তবে কোন প্ল্যান বেছে নেবেন, তা নির্ভর করছে গ্রাহকের প্রয়োজন ও ব্যবহারের উপর।