Airtel Vs Jio Best OTT Plan: সিঙ্গেল রিচার্জে এবার পান সবচেয়ে বড় বেনিফিট! ডেটা,কলিং সঙ্গে আবার ফ্রি OTT সাবস্ক্রিপশনও

Airtel vs Jio: আজকের দিনে স্মার্টফোন শুধুমাত্র যোগাযোগের মাধ্যম নয়, এটি এখন হয়ে উঠেছে আমাদের জীবনের নিত্যপ্রয়োজনীয় সঙ্গী। ব্যাংকিং থেকে শুরু করে কেনাকাটা থেকে বিনোদন—সবকিছুই এখন ইন্টারনেটের মাধ্যমে হাতের মুঠোয়।

Airtel vs Jio: আজকের দিনে স্মার্টফোন শুধুমাত্র যোগাযোগের মাধ্যম নয়, এটি এখন হয়ে উঠেছে আমাদের জীবনের নিত্যপ্রয়োজনীয় সঙ্গী। ব্যাংকিং থেকে শুরু করে কেনাকাটা থেকে বিনোদন—সবকিছুই এখন ইন্টারনেটের মাধ্যমে হাতের মুঠোয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Airtel Best Plans

Airtel ও Reliance Jio বেশ কিছু আকর্ষণীয় প্ল্যান নিয়ে এসেছে

Airtel vs Jio: আজকের দিনে স্মার্টফোন শুধুমাত্র যোগাযোগের মাধ্যম নয়, এটি এখন হয়ে উঠেছে আমাদের জীবনের নিত্যপ্রয়োজনীয় সঙ্গী। ব্যাংকিং থেকে শুরু করে কেনাকাটা থেকে বিনোদন—সবকিছুই এখন ইন্টারনেটের মাধ্যমে হাতের মুঠোয়। বিশেষ করে OTT প্ল্যাটফর্মের মাধ্যমে যেকোনো জায়গায় বসেই সিনেমা, ওয়েব সিরিজ বা ক্রিকেট ম্যাচ উপভোগ করা সম্ভব হচ্ছে। তবে সব মোবাইল প্ল্যানে বিনামূল্যে OTT সুবিধা মেলে না। এই ক্ষেত্রে Airtel ও Reliance Jio বেশ কিছু আকর্ষণীয় প্ল্যান নিয়ে এসেছে যেখানে আপনি পেয়ে যাচ্ছেন হাই স্পিড ডেটার পাশাপাশি মিলছে জনপ্রিয় OTT প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন।

Advertisment

OpenAI আনল GPT-5, বিশেষজ্ঞকেও হার মানাবে এই AI মডেল!সেরা ৫ অত্যাধুনিক ফিচার অবাক করবেই

Airtel-এর ১৮১ টাকার প্ল্যান বাজেট সেগমেন্টে অন্যতম জনপ্রিয় প্ল্যান। ৩০ দিনের জন্য ১৫ জিবি ডেটার সঙ্গে মিলছে Airtel Xstream Play সদস্যতা, যেখানে Sony Liv, Hoichoi, Lionsgate Play, Sun NXT, Chaupal সহ ২২টিরও বেশি প্ল্যাটফর্মে ফ্রি অ্যাক্সেস থাকবে। ৪৫১ টাকার প্ল্যানে ৫০ জিবি ডেটার সঙ্গে রয়েছে JioCinema (Hotstar) সাবস্ক্রিপশন, যা ক্রিকেট থেকে সিনেমা—সবই দেখার সুযোগ দিচ্ছে।

Advertisment

প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য Airtel-এর ৫৯৮ টাকার প্ল্যান দিচ্ছে Netflix Basic, JioCinema, Zee5 Premium ও Xstream Play Premium—চারটি OTT সাবস্ক্রিপশন একসঙ্গে। এর সঙ্গে প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, ১০০টি SMS, ৩০ দিনের Hello Tunes এবং এক বছরের জন্য Perplexity Pro AI-এর ফ্রি অ্যাক্সেস রয়েছে। 

১১৯৯ টাকার প্ল্যানে প্রতিদিন ২.৫ জিবি ডেটা, ৮৪ দিনের আনলিমিটেড কলিং, ১০০টি SMS এবং Amazon Prime Video Lite ও Xstream Play Premium-এর সুবিধা পাওয়া যাবে। সবচেয়ে হাই-এন্ড ১৭২৯ টাকার প্ল্যানে রয়েছে Netflix, JioCinema Super ও Zee5 Premium সাবস্ক্রিপশন, সঙ্গে ৮৪ দিনের জন্য প্রতিদিন ২ জিবি ডেটা, কলিং, SMS এবং এক বছরের Perplexity Pro AI।

এক ঝটকায় খুশি ৩৮ কোটি ইউজার, ১৯৫ টাকার প্ল্যানে এবার মিলবে ৯০ দিনের ভ্যালিডিটি

অন্যদিকে, Reliance Jio এনেছে ১০৪৯ টাকার বিশেষ ৮৪ দিনের প্ল্যান। প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কলিং ও ১০০টি SMS-এর সঙ্গে মিলছে Amazon Prime Lite, Sony Liv, ZEE5, JioTV এবং নতুন মার্জড JioHotstar প্ল্যাটফর্মের ফ্রি অ্যাক্সেস। অতিরিক্তভাবে রয়েছে ৫০ জিবি JioCloud স্টোরেজ ও ফ্রি ৫জি ডেটা (যোগ্য ডিভাইস ও এলাকায়)। OTT সাবস্ক্রিপশন রিচার্জের পর স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হবে, আর নিরবচ্ছিন্ন পরিষেবার জন্য মেয়াদ শেষ হওয়ার অন্তত ৪৮ ঘণ্টা আগে পুনরায় রিচার্জ করার কথা কোম্পানির তরফে জানানো হয়েছে। 

jio airtel