openai gpt5 Launch: OpenAI আনল GPT-5, বিশেষজ্ঞকেও হার মানাবে এই AI মডেল!সেরা ৫ অত্যাধুনিক ফিচার অবাক করবেই

openai gpt5 Launch: ওপেনএআই (OpenAI) কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে বড় চমক এনে দিল। কোম্পানি তাদের সবচেয়ে শক্তিশালী ও উন্নত এআই মডেল GPT-5 লঞ্চ করেছে। এই মডেলের বিশেষত্ব হল—এই মডেলটি শুধুমাত্র পেইড নয়, ফ্রি ভার্সনেও উপলব্ধ।

openai gpt5 Launch: ওপেনএআই (OpenAI) কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে বড় চমক এনে দিল। কোম্পানি তাদের সবচেয়ে শক্তিশালী ও উন্নত এআই মডেল GPT-5 লঞ্চ করেছে। এই মডেলের বিশেষত্ব হল—এই মডেলটি শুধুমাত্র পেইড নয়, ফ্রি ভার্সনেও উপলব্ধ।

author-image
IE Bangla Tech Desk
New Update
chatgpt 5

OpenAI আনল GPT-5, বিশেষজ্ঞকেও হার মানাবে এই AI মডেল

openai gpt5 Launch: ওপেনএআই আনল GPT-5:পিএইচডি-লেভেলের ক্ষমতাসম্পন্ন নতুন এআই মডেলের কামাল রীতিমত তাক লাগিয়ে দিয়েছে। 
 
ওপেনএআই (OpenAI) কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে বড় চমক এনে দিল। কোম্পানি তাদের সবচেয়ে শক্তিশালী ও উন্নত এআই মডেল GPT-5 লঞ্চ করেছে। এই মডেলের বিশেষত্ব হল—এই মডেলটি শুধুমাত্র পেইড নয়, ফ্রি ভার্সনেও উপলব্ধ। ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান দাবি করেছেন, GPT-5 পিএইচডি-লেভেলের এক্সপার্টের মতো কাজ করতে সক্ষম।

Advertisment

বাম্পার ছাড়, এক্সচেঞ্জের সুবিধা! জলের দরে আইফোন ১৬ কেনার বিরাট সুযোগ

কোম্পানির মতে, আগের মডেল GPT-4-এর তুলনায় GPT-5 বেশি দ্রুত, সঠিক এবং উন্নত রিজনিং-য়ের ক্ষমতা রাখে। জটিল প্রশ্ন, তার সমাধান, সুনির্দিষ্ট উত্তর প্রদান এবং মানুষের মত বুঝে প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে এক নতুন মানদণ্ড তৈরি করবে।

Advertisment

ওপেনএআই এবার তাদের কোটি কোটি ব্যবহারকারীর জন্য নিয়ে এসেছে এক বিশাল চমক। সংস্থা আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে তাদের সবচেয়ে শক্তিশালী এআই মডেল GPT-5। ওপেনএআই–এর সিইও স্যাম অল্টম্যান জানিয়েছেন, এই নতুন এআই মডেল পিএইচডি–স্তরের এক্সপার্টের মতো কাজ করতে সক্ষম।

বাম্পার ছাড়, এক্সচেঞ্জের সুবিধা! জলের দরে আইফোন ১৬ কেনার বিরাট সুযোগ

সবচেয়ে বড় বিষয়, GPT-5 ওপেনএআই–এর প্রথম এআই মডেল যা ফ্রি ইউজারদের জন্যও উন্মুক্ত করা হয়েছে। সংস্থার দাবি, এটি GPT-4–এর তুলনায় অনেক বেশি উন্নত, দ্রুত এবং সঠিক ফলাফল দিতে সক্ষম। উন্নত স্পিড, নিখুঁত রিজনিং ক্ষমতা এবং গভীর বোঝাপড়ার মাধ্যমে এটি আগের সব মডেলকে পিছনে ফেলে দিতে সক্ষম। 

ওপেনএআই জানিয়েছে, GPT-5 এখন পর্যন্ত তাদের সবচেয়ে দ্রুত ও কার্যকর মডেল। এর পাঁচটি বড় বৈশিষ্ট্যের মধ্যে প্রথমটি হলো—কোনও কোডিং ছাড়াই শুধু একটি সহজ প্রম্পট দিয়ে ওয়েবসাইট বা অ্যাপ ডিজাইন করা যাবে। দ্বিতীয়ত, এটি গুগল ও জিমেইলের সঙ্গে যুক্ত হয়ে পেশাদার ও ব্যক্তিগত কাজ একসঙ্গে ম্যানেজ করার সুবিধা প্রদান করবে।

এক ঝটকায় খুশি ৩৮ কোটি ইউজার, ১৯৫ টাকার প্ল্যানে এবার মিলবে ৯০ দিনের ভ্যালিডিটি

তৃতীয়ত, GPT-5 ব্যবহার করে চ্যাটজিপিটির অভিজ্ঞতা এক নতুন মাত্রা পাবে, যেখানে এটি আরও নিখুঁতভাবে কমান্ড অনুসরণ করে জটিল প্রশ্নও সহজে সমাধান করতে পারদর্শী। চতুর্থত, এটি স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত প্রশ্নে অসাধারণ ফলাফল দিতে সক্ষম। মেডিকেল রিপোর্ট সহজে বুঝিয়ে বলা থেকে শুরু করে সহজ ভাষায় তার ব্যাখ্যা দেওয়ার কাজও করতে সক্ষম। সবশেষে, GPT-5–কে আগের চেয়ে অনেক বেশি একিউরেট করা হয়েছে, যাতে ভুল উত্তর দেওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। শিক্ষামূলক কনটেন্ট তৈরির কাজেও রীতিমত পারদর্শী GPT-5।

ChatGPT