/indian-express-bangla/media/media_files/2025/01/28/N96xxWvYVtR8JqcF0ZRx.jpg)
Photograph: (ফাইল ছবি)
Airtel VS Jio VS Vi OTT plan: বিরাট সুখবর! ভরপুর বিনোদন সহ সস্তার প্ল্যানে ঝড় তুলল, Airtel, Jio ও Vi কারা দিচ্ছে সবচেয়ে বেশি সুবিধা?
জাত চেনাল TVS iQube! ৬ লক্ষ ইউনিট বিক্রির রেকর্ড, দেশের সব ইলেকট্রিক স্কুটারকে জোর টেক্কা
যাঁরা OTT প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ বা সিনেমা দেখতে ভালবাসেন, তাঁদের জন্য বড় খবর। Airtel, Jio এবং Vodafone Idea (Vi)-এর মতো টেলিকম সংস্থাগুলি এখন এমন কিছু সস্তার প্রিপেড প্ল্যান দিচ্ছে, যার মধ্যে বিনামূল্যে OTT সাবস্ক্রিপশনও অন্তর্ভুক্ত। অর্থাৎ, আলাদা করে সাবস্ক্রিপশন না নিয়েই সরাসরি প্ল্যানের মাধ্যমেই উপভোগ করতে পারবেন বিনোদনের দুনিয়া।
সেরা OTT সহ প্রিপেড প্ল্যান তালিকা:
দীঘা জগন্নাথ ধাম To কলকাতা এবার এক চার্জেই! Hero-এর বিরাট চমক, নামমাত্র দামে পান ধুঁয়াধার পারফরমেন্স
Airtel 301টাকার প্ল্যান
OTT: JioCinema সাবস্ক্রিপশন
ডেটা: দৈনিক 1GB (5G)
কল: আনলিমিটেড
SMS: দৈনিক 100টি
ভ্যালিডিটি: 28 দিন
বিশেষত্ব: স্পোর্টস ও এন্টারটেনমেন্ট স্ট্রিমিংয়ের সুবিধা
Jio 299 টাকার প্ল্যান
OTT: JioCinema (3 মাস), JioTV
ডেটা: দৈনিক 1.5GB (মোট 42GB)
কল: আনলিমিটেড
SMS: দৈনিক 100টি
এক্সট্রা: 50GB Jio AICloud স্টোরেজ
ভ্যালিডিটি: 28 দিন
বিশেষত্ব: ভ্যালু ফর মানি, ট্রু 5G
Vi 239 টাকার প্ল্যান
OTT: JioCinema (1 মাস)
ডেটা: মোট 2GB
কল: আনলিমিটেড
SMS: মোট 300টি
ভ্যালিডিটি: 28 দিন
বিশেষত্ব: বেসিক ইউজারের জন্য সস্তা বিকল্প
Vi 399 টাকার প্ল্যান
ডেটা: দৈনিক 2GB
OTT: JioCinema + উইকেন্ড ডেটা রোলওভার
কল ও SMS: প্রতিদিন 100 SMS + আনলিমিটেড কল
ভ্যালিডিটি: 28 দিন
UPI ট্রান্সফারে আটকে টাকা? ঝটপট ক্রেডিট হবে অ্যাকাউন্টে,জানুন চটজলদি পদ্ধতি
কোন প্ল্যানটি সেরা?
যদিও Airtel 301 প্ল্যানটি ফিচারে এগিয়ে, কিন্তু Jio-এর 299 প্ল্যান হল ভ্যালু ফর মানি বিকল্প। যারা অধিক ডেটা, স্টোরেজ ও OTT কভারেজ চান, তাদের জন্য এটি সবচেয়ে সস্তার দুর্দান্ত রিচার্জ প্ল্যান।