/indian-express-bangla/media/media_files/2025/06/21/hero-vs-ola-electric-2025-06-21-12-40-59.jpg)
দীঘা জগন্নাথ ধাম To কলকাতা এবার এক চার্জেই! Hero-এর বিরাট চমক, নামমাত্র দামে পান ধুঁয়াধার পারফরমেন্স
Affordable Electric Scooter: মনে এবার লাড্ডু ফুটবে! একলাখের কমে সবচেয়ে বেস্ট ইলেকট্রিক স্কুটারের লঞ্চ জুলাইয়েই, পুজোর আগেই বড় ধামাকা।
জুলাইয়ে লঞ্চ হতে চলেছে Hero-র সবচেয়ে সস্তা ইলেকট্রিক স্কুটার Vida Z! ভারতের ইলেকট্রিক স্কুটার বাজারে তীব্র প্রতিযোগিতার মধ্যে বাজিমাত করতে চলেছে Hero MotoCorp।
সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে তাদের সবচেয়ে সস্তা ইলেকট্রিক স্কুটার— Vida Z (Vida VX2), জুলাই মাসেই বাজারে আসতে চলেছে। এই স্কুটারটি Hero-র বর্তমান Vida V2 মডেলের তুলনায় সস্তাইয় লঞ্চ হতে পারে। সম্ভাব্য এক্স-শোরুম দাম হতে পারে প্রায় ১ লক্ষ টাকা। যদি এক লাখের কমে এই ইলেকট্রিক স্কুটার বাজারে লঞ্চ হয় তাহলে নয়া এই ইলেকট্রিক স্কুটার বাজারে থাকা অন্যান্য মডেলের স্কুটারকে জোর টেক্কা দেবে, বাড়বে প্রতিযোগিতা।
UPI ট্রান্সফারে আটকে টাকা? ঝটপট ক্রেডিট হবে অ্যাকাউন্টে,জানুন চটজলদি পদ্ধতি
Vida Z: কী থাকছে ফিচার্সে?
Hero Vida Z স্কুটারটি আধুনিক ও ফ্যামিলি স্কুটার হিসাবে লঞ্চ করা হচ্ছে। এতে থাকছে,
- Removable ব্যাটারি (২.২kWh থেকে ৪.৪kWh পর্যন্ত)
- Permanent Magnet Synchronous Motor – শক্তিশালী ও নির্ভরযোগ্য
- সিম্পল ও স্টাইলিশ ডিজাইন
- চার্জিংয়ে আরও বেশি সুবিধা ও স্বাধীনতা
এই মডেলটি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে TVS iQube, Bajaj Chetak এবং Ola-এর মতো জনপ্রিয় ইভি স্কুটার ব্র্যান্ডের সঙ্গে।
ভারতের ইভি বাজারে প্রতিযোগিতা তুঙ্গে
২০২৫ অর্থবর্ষে ভারতের ইভি টু-হুইলার মার্কেট পৌঁছেছে ১.১৫ মিলিয়ন ইউনিটে, যেটি গত অর্থবর্ষের তুলনায় ২১% বেশি। মে ২০২৫-এ বিক্রির পরিসংখ্যান:
Bajaj Auto: ২১,৭৭০ ইউনিট
TVS Motor: ১৯,৭৩৬ ইউনিট
Ola Electric: ১৮,৪৯৯ ইউনিট
এই পরিস্থিতিতে Hero যদি Vida Z আকর্ষণীয় ফিচার ও দামে বাজারে আনে, তাহলে তারা শীর্ষস্থানীয় ই-স্কুটারের সঙ্গে সঙ্গে পাল্লা দিতে প্রস্তুত।
আহমেদাবাদ দুর্ঘটনার জের, বিমানে উঠতে ভয়? কীভাবে সুরক্ষিত রাখবেন নিজেকে?
কেন বাড়ছে ইলেকট্রিক স্কুটারের চাহিদা?
ভারতে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি এবং যানজটজনিত যাতায়াতের ঝামেলার কারণে অনেকেই খুঁজছেন সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও স্মার্ট বিকল্প। এর জেরে শহরাঞ্চলে ইলেকট্রিক স্কুটারের চাহিদা তীব্র গতিতে বাড়ছে। অফিস যাতায়াত, স্বল্প দূরত্বের যাত্রা বা সাশ্রয়ী ভ্রমণের জন্য অনেকেই এখন ভরসা রাখছেন ইভি স্কুটারে।
সেরা সাশ্রয়ী ইলেকট্রিক স্কুটার বিকল্প
- দাম: ৯৮,৪৯৮ – ১.২২ লক্ষ টাকা
- রেঞ্জ: ১২৩ – ১৫৩ কিমি
- ফিচার: টাচস্ক্রিন ডিসপ্লে, জিও-ফেন্সিং, রিভার্স মোড, প্রিমিয়াম বিল্ড
- দাম: ১.০৯ লক্ষ – ১.৬০ লক্ষ
- রেঞ্জ: ৯৪ – ২১২ কিমি
- ফিচার: ৭” টাচস্ক্রিন, ইউএসবি চার্জার, রিভার্স মোড, জিও-ফেন্সিং
- দাম: ১.৪৯ – ১.৫৯ লক্ষ
- রেঞ্জ: ১২৬ – ১৬১ কিমি
- ফিচার: Google Maps, Bluetooth, OTA আপডেট, পার্ক অ্যাসিস্ট