দারুণ সুখবর! পুজো উপলক্ষ্যে ব্যাক To ব্যাক মারকাটারি দুটি প্ল্যান আনল এয়ারটেল, ঢালাও অফারে চমকে যাবেন

Airtel plans: এয়ারটেল নতুন দু'টি প্ল্যান চালু করেছে। গ্রাহকরা পাবেন প্রতিদিন বিরাট সুবিধা এবং ছাড়। সঙ্গে থাকছে Google One ক্লাউড স্টোরেজ ও Perplexity AI সাবস্ক্রিপশন।

Airtel plans: এয়ারটেল নতুন দু'টি প্ল্যান চালু করেছে। গ্রাহকরা পাবেন প্রতিদিন বিরাট সুবিধা এবং ছাড়। সঙ্গে থাকছে Google One ক্লাউড স্টোরেজ ও Perplexity AI সাবস্ক্রিপশন।

author-image
IE Bangla Tech Desk
New Update
Airtel

Airtel: এয়ারটেল।

Airtel plans: ভারতের অন্যতম টেলিকম কোম্পানি ভারতী এয়ারটেল তার গ্রাহকদের জন্য একাধিক নতুন প্রিপেইড প্ল্যান চালু করেছে। ২০২৫ সালের উৎসবের মরশুমকে সামনে রেখে কোম্পানি নিয়ে এসেছে দুটি আকর্ষণীয় অফার – একটি ৩৭৯ টাকার এবং আরেকটি ৪৪৯ টাকার প্ল্যান। শুধু তাই নয়, নতুন প্ল্যানগুলির সঙ্গে থাকছে OTT অ্যাপ সাবস্ক্রিপশন, Google One ক্লাউড স্টোরেজ এমনকী Perplexity AI-এর এক বছরের ফ্রি অ্যাক্সেস।

Advertisment

এয়ারটেলের দেওয়া সুবিধা

Airtel ৩৭৯ টাকার প্ল্যানের সুবিধাগুলো হল- ভ্যালিডিটি থাকবে ১ মাস, মিলবে আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০ SMS, প্রতিদিন ২GB হাই-স্পিড ডেটা + আনলিমিটেড ৫জি ইন্টারনেট, Airtel Xstream Play Premium সাবস্ক্রিপশন (২২টি OTT অ্যাপে ফ্রি এক্সেস), Google One ক্লাউড স্টোরেজ সুবিধা, এটি বিশেষত তাঁদের জন্য যারা OTT কনটেন্ট দেখতে ভালোবাসেন এবং প্রতিদিন মাঝারি ডেটা ব্যবহার করেন।

আরও পড়ুন- পুজোর ছুটিতে ঘুরে আসুন, পাহাড় থেকে সমুদ্র, উপভোগ করুন একসঙ্গে!

Advertisment

Airtel ৪৪৯ টাকার প্ল্যানের সুবিধাগুলো হল- এর ভ্যালিডিটি থাকবে ২৮ দিন। প্রতিদিন ৪GB হাই-স্পিড ডেটা + আনলিমিটেড ৫জি ইন্টারনেট মিলবে। আনলিমিটেড কলিং ও প্রতিদিন ১০০ SMS, Disney+ Hotstar সাবস্ক্রিপশন, Airtel Xstream Play অ্যাক্সেস, এই প্ল্যানটি মূলত হাই-ডেটা ইউজার এবং স্পোর্টস/এন্টারটেইনমেন্ট প্রিয়দের জন্য দারুণ অপশন।

আরও পড়ুন- দুর্গাপুজোয় মহাষ্টমীর বিরাট গুরুত্ব, কবে দুর্গাষ্টমী? জানুন বিস্তারিত

Airtel ১০০ টাকা ডেটা প্যাকে যাঁরা শুধুমাত্র ডেটা বাড়াতে চান, তাঁদের জন্য Airtel এনেছে ১০০ টাকার এই বিশেষ প্যাক। সঙ্গে মিলবে ৬GB ডেটা (৫GB + ১GB বোনাস), এর ভ্যালিডিটি থাকবে ৩০ দিন, Airtel Xstream Play সাবস্ক্রিপশন। Airtel ৩৪৯ টাকার Cricket Pack-এ ক্রিকেটপ্রেমীদের জন্য Airtel এনেছে ৩৪৯ টাকার প্ল্যান, যাতে রয়েছে Asia Cup Cricket Pass। এর ফলে গ্রাহকরা সহজেই অনলাইনে ম্যাচ উপভোগ করতে পারছেন। 

আরও পড়ুন- নবরাত্রির এই সব তিথিতে কেনাকাটা করলেই চমকাবে কপাল! জানুন দিনগুলো

শুধু নতুন প্ল্যান নয়, Airtel সুরক্ষার দিকেও নজর দিচ্ছে। কোম্পানির AI-চালিত Fraud Detection Technology-এর কারণে আর্থিক ক্ষতি ৬৮.৭% কমেছে। ২০২৪ সালে চালু হয়েছিল নেটওয়ার্ক-ভিত্তিক স্প্যাম শনাক্তকরণ সিস্টেম। ২০২৫ সালের মে মাসে Airtel রিয়েল-টাইমে ক্ষতিকারক লিঙ্ক ব্লক করার প্রযুক্তি চালু করেছে।

আরও পড়ুন- নবরাত্রিতে জন্ম নেওয়া শিশুর ভাগ্য কেমন? কী বলছে জ্যোতিষশাস্ত্র, জানুন বিস্তারিত!

এতে গ্রাহকের নিরাপত্তা আরও জোরদার হয়েছে। Airtel-এর নতুন প্রিপেইড প্ল্যানগুলি গ্রাহকদের জন্য একদম সঠিক সময়ে এসেছে। OTT প্রেমী, স্পোর্টসপ্রেমী বা শুধু বেশি ডেটা ব্যবহারকারী—সবার জন্য রয়েছে ভিন্ন ভিন্ন প্যাকেজ। আর উৎসবের মরশুমে এই অফারগুলি গ্রাহকদের মোবাইল ব্যবহারকে আরও স্মার্ট ও সুবিধাজনক করে তুলেছে।

airtel plans