দাম বাড়ছে রিচার্জ খরচের। কিন্তু কতটা বাড়ছে তা এখনও স্পষ্ট নয়। মধ্যবিত্তের জন্য যে ফোনের খরচ কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে তা আশঙ্কা রয়েছে। সামান্য হলেও যদি খরচ বাঁচাতে চান তাহলে আগাম রিচার্জ করে নিন। অবশ্যই দীর্ঘমেয়াদী রিচার্জ করতে পারেন। কিন্তু কোন কোন রিচার্জ করলে বেশ কিছুদিনের জন্য নিশ্চিত থাকবে পারবেন আপনি? তা নিজেই দেখে নিন...
Airtel: prepaid, postpaid plans details
এয়ারটেলের পোস্টপেইড প্ল্যান অনলাইনে ৪৯৯ টাকা থেকে শুরু হয়, অন্যদিকে ৩৯৯ টাকার প্ল্যানটি এয়ারটেল স্টোরগুলিতে পাওয়া যায়। ৪৯৯ টাকায় ৭৫ জিবি ডেটা,ফ্রি কলিং, তিন মাসের নিখরচায় নেটফ্লিক্স এবং এক বছরের অ্যামাজন প্রাইমে ও জি-ফাইভের সাবস্ক্রিপশনের সঙ্গে একাধিক সুযোগসুবিধা পাওয়া যায়।
আরও পড়ুন: চন্দ্রযান-২ এর ব্যর্থতার পর সাফল্যের সরণিতে ইসরো, পাঠানো হল ‘কার্টোস্যাট-৩’
৭৪৯ টাকার পোস্টপেইড প্ল্যানে নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইম, জি-ফাইভ এবং এয়ারটেল এক্সস্ট্রিমের সঙ্গে ১২৫ জিবি ডেটা, আনলিমিটেড কল এবং একই সুবিধা দিয়ে থাকে এয়ারটেল। পরবর্তী ৯৯৯ টাকার প্ল্যানে ১৫০ জিবি ডেটা সহ বাকি সুবিধা প্রায় একই। এয়ারটেলের সবচেয়ে ব্যয়বহুল প্ল্যানের দাম ১৫৯৯ টাকা, যা প্রতি মাসে আনলিমিটেড ডেটা এবং ২০০ ISDমিনিট এবং আন্তর্জাতিক রোমিং প্যাকগুলিতে ১০ শতাংশ ছাড়ের সুবিধা দেয়। অন্যান্য সুবিধা বাকি প্ল্যানের সমান। মূল্যবৃদ্ধির পরেও ডেটা সুবিধাগুলি হ্রাস পাবে কিনা তা অবশ্য এখনও পরিষ্কার নয়।
আরও পড়ুন: ডিসেম্বর থেকে টোলে দীর্ঘ লাইনে দাড়াতে না চাইলে, ডাউনলোড করুন এই অ্যাপ
রিচার্জ করেতে ক্লিক করুন
প্রিপেইডে, এয়ারটেলের ২ জিবি ডেটা এবং আনলিমিটেড কলিং ব্যবহারের জন্য ১২৯ টাকার প্ল্যান রয়েছে। তারপরে প্রতিদিন ১ জিবি ডেটা এবং আনলিমিটেড কল সহ ১৬৯ টাকার প্ল্যান রয়েছে। যারা প্রতিদিনে খানিক বেশি ডেটা বেযবহার করতে চান তাদের জন্য রয়েছে ২৯৯ টাকার প্ল্যান। যেখানে প্রতিদিন ২.৫ জিবি ডেটা পাওয়া যায়।। এয়ারটেলের ১৯৯ টাকার প্ল্যান জিও ও ভোডাফোনের অনুরূপ প্ল্যানের সঙ্গে টক্কর দেয়। মেয়াদ ২৮ দিনের। এতে প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাওয়া যায়।
আরও পড়ুন: লঞ্চ হল নতুন অ্যাপ, মিটে যাবে আধারের যাবতীয় সমস্যা
এয়ারটেলের ৪৯৯ টাকার প্রিপেইড প্ল্যানে দৈনিক ২ জিবি ডেটা সহ ৮২ দিনের মেয়াদ রয়েছে। এই সমস্ত প্রিপেইড প্ল্যানে লোকাল ও রোমিং কলের সঙ্গে রয়েছে আনলিমিটেড সুবিধা। ২০১৬ সালের পরে বিপুল হারে পরিবর্তিত হয়েছিল দাম। ২০১৯ ডিসেম্বরের ১ তারিখ থেকে আবারও সমস্ত রিচার্জ প্ল্যান বদলাতে চলেছে।
Read the full story in English