5G prepaid plan: ভারতের টেলিকম জায়ান্টদের মধ্যে এক তীব্র প্রতিযোগিতা চলছে। গ্রাহকদের আকর্ষণ করার জন্য পরিষেবা এবং বিনামূল্যের সুবিধা দিচ্ছে সংস্থাগুলো। Airtel, Jio, Vodafone-এর মত কোম্পানিগুলি দিচ্ছে বেশ কিছু প্রিপেইড রিচার্জ প্ল্যান। যার মাধ্যমে ব্যবহারকারীরা ডেটা, আনলিমিটেড কলিং, 5G নেটওয়ার্ক অ্যাক্সেস এবং আরও অনেক সুবিধা পাচ্ছেন। কী কী সেগুলো, দেখে নেওয়া যাক।
রিচার্জ প্ল্যান
Airtel: এয়ারটেলের ৪৪৯ টাকার প্ল্যানে মিলছে ২৮ দিনের মেয়াদ। যেখানে পাওয়া যাচ্ছে আনলিমিটেড কলিং, প্রতিদিন ৩ জিবি ডেটা, প্রতিদিন ১০০টি এসএমএস, ২২টি ওটিটি অ্যাপ। এছাড়াও পাওয়া যাচ্ছে এয়ারটেল এক্সস্ট্রিম প্লে প্রিমিয়াম, আনলিমিটেড ৫জি ডেটা এবং বিনামূল্যে একটি Perplexity Pro বার্ষিক সাবস্ক্রিপশন। আর ৪২৯ টাকার প্ল্যানে আনলিমিটেড ৫জি ডেটা, প্রতিদিন ২.৫ জিবি ডেটা, ১ মাসের মেয়াদ, আনলিমিটেড কলিং এবং আরও অনেক কিছু অফার করা হয়েছে। আর, Airtel ৩৪৯ টাকার প্ল্যানে দিচ্ছে ২৮ জিবি ডেটা, প্রতিদিন ২ জিবি ডেটা, ৫জিবি আনলিমিটেড ডেটা। এছাড়া অন্যান্য সুবিধাও দেওয়া হচ্ছে।
আরও পড়ুন- বাম্পার সুযোগ! জলের দামে মিলবে একের পর এক প্রিমিয়াম স্মার্টফোন, ডিল দেখে চমকে উঠবেন
এবং
আরও পড়ুন- আগস্টেই 'খেলা হবে'! বাজার কাঁপিয়ে আসছে সেরা ৫ বাইক, ডিজাইন নজরকাড়া ফিচারও জবরদস্ত
Jio: জিওর সবচেয়ে সস্তা True 5G Jio প্ল্যানটি পাওয়া যাচ্ছে ৩৪৯ টাকায়। মিলছে ২৮ দিনের বৈধতা। প্রতিদিন 2GB 4G ডেটা, JioAICloud অ্যাক্সেস, JioTV অ্যাক্সেস, প্রতিদিন 100টি SMS এবং JioHotstar OTT অ্যাপ্লিকেশনের জন্য ৯০ দিনের সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। এই রেঞ্জের আরেকটি প্ল্যান হল ৩৪৯ টাকার। যাতে প্রতিদিন 3GB 4G ডেটা-সহ অন্যান্য সুবিধা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন- বাম্পার ডিসকাউন্টে বাজারে তুমুল আলোড়ন! মাত্র ১১ হাজারে JioBook 11 কেনার দুর্দান্ত সুযোগ
এবং
আরও পড়ুন- অভাবনীয়, দুর্দান্ত! রাখির আগে jio-এর বড় ধামাকা, নামমাত্র দামে মিলবে সারা বছরের বৈধতা
Vi: Vodafone Idea বা Vi দিচ্ছে ৪৭৯ টাকার একটি প্ল্যানের সুবিধা। যেখানে পাওয়া যাচ্ছে আনলিমিটেড ৫জি ডেটা, আনলিমিটেড কলিং সুবিধা, প্রতিদিন ১ জিবি ডেটা, ৪৮ দিনের মেয়াদ এবং প্রতিদিন ১০০টি এসএমএস। Vi-এর অফিসিয়াল ওয়েবসাইটে সবচেয়ে জনপ্রিয় প্ল্যানটি পাওয়া যাচ্ছে ৩৬৫ টাকায়। এই প্ল্যানে আনলিমিটেড কলিং, প্রতিদিন ২ জিবি ডেটা, ২৮ দিনের মেয়াদ, আনলিমিটেড ৫জি এবং প্রতিদিন ১০০টি এসএমএস অফার করা হচ্ছে।