/indian-express-bangla/media/media_files/2025/04/04/PbznF4Y0sHnuSUP2tUiq.jpg)
রিলায়েন্স জিও আপনার জন্য নিয়ে এসেছে এক দুর্দান্ত অফার।
Unlimited calling plan Jio: ইউজারদের জন্য বড় চমক নিয়ে এল Reliance Jio। সংস্থার তরফে সম্প্রতি লঞ্চ করা হয়েছে নতুন একটি দীর্ঘ মেয়াদী রিচার্জ প্ল্যান, যার দাম মাত্র ৮৯৫ টাকা। এই প্ল্যানের সুবিধা হল একবার রিচার্জ করলেই মিলবে ১১ মাসের ভ্যালিডিটি। এই খবর সামনে আসতেই গ্রাহক মহলে ব্যাপক সাড়া পড়ে গিয়েছে।
মানুষ নাকি AI, সিদ্ধান্ত নেওয়ায় কে বেশি স্মার্ট? চমকে দেওয়ার মত তথ্য উঠে এল গবেষণায়
নতুন প্ল্যানের আওতায় গ্রাহকরা প্রতি ২৮ দিনের ব্যবধানে পাবেন ২ জিবি করে হাই স্পিড ডেটা এবং ৫০টি করে এসএমএস। অর্থাৎ সম্পূর্ণ ১১ মাসে পাওয়া যাবে মোট ২৪ জিবি ডেটা ও মোট ৫৫০টি এসএমএস। সঙ্গে থাকছে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা, স্থানীয় ও এসটিডি নেটওয়ার্কে।
সাবধান! 'ডিজিটাল অ্যারেস্ট'-এর ফাঁদে পড়ে ১৯ কোটি টাকা লোপাট চিকিৎসকের, কীভাবে প্রতারণা?
বিশেষ করে এই প্ল্যানটি সেই সকল ইউজারদের জন্য যাঁরা মূলত কল এবং টেক্সট মেসেজিংয়ের জন্য ফোন ব্যবহার করেন। কম ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সস্তার এই রিচার্জ প্ল্যান যা সুবিধা দিচ্ছে তা সত্যিই অভাবনীয়।
আগস্টে বড় ধাক্কা! চালু হবে কি BSNL 5G পরিষেবা?
তবে এই প্ল্যানটি জিওর সমস্ত গ্রাহকের জন্য নয়। শুধুমাত্র JioPhone বা Jio Bharat Phone ব্যবহারকারীরাই এই ৮৯৫ টাকার প্ল্যান রিচার্জ করতে পারবেন। অর্থাৎ যারা স্মার্টফোন ব্যবহার করেন, তাদের জন্য এই সুবিধা আপাতত প্রযোজ্য নয়।
কম দামে আশ্চর্যজনক সুবিধা, আপনার জন্য কোন প্ল্যানটি সবচেয়ে ভাল? জানুন এখনই
বর্তমানে বাজারে বিভিন্ন টেলিকম পরিষেবা সংস্থার মাসিক রিচার্জে খরচ অনেকটাই বেড়েছে, সেখানে Jio-র এই সস্তার প্ল্যান গ্রাহক মহলে নজর কেড়েছে। নিঃসন্দেহে এই প্ল্যানটি জিও ফিচার ফোন ইউজারদের জন্য আকর্ষণীয়।