Top 5Upcoming Bikes: আগস্টেই 'খেলা হবে'! বাজার কাঁপিয়ে আসছে সেরা ৫ বাইক, ডিজাইন নজরকাড়া ফিচারও জবরদস্ত

Top 5Upcoming Bikes: আগস্টে বাজারে আসছে ৫টি নতুন স্কুটার এবং বাইক। দেখে নিন দাম, ফিচার, লঞ্চের তারিখ। জেনে নিন, কোন স্কুটার আপনার জন্য উপযুক্ত।

Top 5Upcoming Bikes: আগস্টে বাজারে আসছে ৫টি নতুন স্কুটার এবং বাইক। দেখে নিন দাম, ফিচার, লঞ্চের তারিখ। জেনে নিন, কোন স্কুটার আপনার জন্য উপযুক্ত।

author-image
IE Bangla Tech Desk
New Update
Top 5Upcoming Bikes

Top 5Upcoming Bikes: ২০২৫ আগস্টে বাজারে আসছে নতুন স্কুটার।

Top 5Upcoming Bikes: সাম্প্রতিক বছরগুলিতে ভারতে দ্বি-চাকার বাজারে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। ইলেকট্রিক থেকে শুরু করে হাই-পারফরম্যান্স মোটরসাইকেল পর্যন্ত নানা রেঞ্জের নতুন মডেল এসেছে। ২০২৫ সালের আগস্ট মাসে বাজারে আসতে চলেছে ৫টি আকর্ষণীয় বাইক ও স্কুটার, যেগুলির মধ্যে রয়েছে ইলেকট্রিক, ম্যাক্সি স্কুটার ও স্পোর্টস মোটরসাইকেল। চলুন দেখে নিই আগস্টে কোন কোন মডেল বাজারে আসছে এবং কী থাকছে তাদের ফিচার, দাম ও স্পেসিফিকেশনে।

Advertisment

1. Honda CB125 Hornet

এক্স-শোরুম মূল্য ১.১২ লক্ষ টাকা, 123.94cc সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন, ভারতীয় বাজারে সবচেয়ে দ্রুতগামী 125cc বাইক, মাত্র ৫.৪ সেকেন্ডে শূন্য থেকে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতি তুলতে পারে এই বাইক, প্রতিযোগিতা রয়েছে TVS Raider এবং Pulsar N125-এর সঙ্গে। কলেজ ছাত্র আর শহরের ইউজারদের জন্য এই বাইক ভালো। 

Advertisment

আরও পড়ুন- বাম্পার সুযোগ! জলের দামে মিলবে একের পর এক প্রিমিয়াম স্মার্টফোন, ডিল দেখে চমকে উঠবেন

2. Triumph Thruxton 400  

প্রত্যাশিত মূল্য ২.৫০–৩.০০ লক্ষ টাকা, ইঞ্জিন ক্যাটাগরি 400cc, Bajaj-এর সঙ্গে যৌথভাবে ভারতে তৈরি হয়েছে এই বাইক, এর ক্লাসিক ক্যাফে স্টাইলিং, এটি স্পোর্টস বাইক, যা বাইক প্রেমীদের জন্য বেশ ভালো। 

আরও পড়ুন- অভাবনীয়, দুর্দান্ত! রাখির আগে jio-এর বড় ধামাকা, নামমাত্র দামে মিলবে সারা বছরের বৈধতা

3. Yezdi Roadster & Scrambler (Updated)

এই বাইকের প্রত্যাশিত মূল্য ২.১৫–২.৩০ লক্ষ টাকা। লঞ্চ ডেট ১২ আগস্ট, রয়েছে নতুন কালার স্কিম, ডিজাইন রিফাইনমেন্ট, LED হেডল্যাম্প। 

আরও পড়ুন- বাম্পার ডিসকাউন্টে বাজারে তুমুল আলোড়ণ! মাত্র ১১ হাজারে JioBook 11 কেনার দুর্দান্ত সুযোগ

4. Hero Xoom 160 (Maxi Scooter)

প্রত্যাশিত মূল্য ১.৪৮ লক্ষ টাকা, রয়েছে 156cc, Liquid-cooled ইঞ্জিন। এটি Hero-এর প্রথম ম্যাক্সি-স্টাইল স্কুটার, যাতে আছে ডিস্ক ব্রেক, এলইডি লাইট। লম্বা কমিউটিং রাইডের জন্য এই বাইক আদর্শ। আগস্টের শেষ দিকে লঞ্চ হতে চলেছে এই বাইক।

আরও পড়ুন- মানুষ নাকি AI, সিদ্ধান্ত নেওয়ায় কে বেশি স্মার্ট? চমকে দেওয়ার মত তথ্য উঠে এল গবেষণায়

5. Oben Rorr EZ (Electric)

এর প্রত্যাশিত মূল্য ১.১০ লক্ষ টাকা। এই আপডেটেড ইলেকট্রিক বাইকে রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল, এবিএস, রাইড মোড। আধুনিক শহরবাসী এবং ইকো-ফোকাসড ইউজারদের জন্য এই বাইক দুর্দান্ত। 

আগস্ট ২০২৫-এ বাইক এবং স্কুটার প্রেমীদের জন্য আসছে দারুণ সব বাইক। শহরের কমিউটিং হোক কিংবা স্পোর্টস রাইডিং—প্রতিটি ব্যবহারকারী এই তালিকায় নিজের পছন্দসই বাইক খুঁজে পাবেন। তাই আপনার যদি নতুন বাইকে কেনার ইচ্ছা থাকে, তাহলে এই মাসের লঞ্চ তালিকা আপনার জন্য গাইড হতে পারে।

Bikes Top