/indian-express-bangla/media/media_files/2024/11/17/GApQC05CDfoYcoOS7an5.jpg)
অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে সোনা কিনছেন? আদৌ আসল তো? বলে দেবে হাতে থাকা স্মার্টফোন, কীভাবে?
How To Check Hallmark Gold Jewellery: আজ অক্ষয় তৃতীয়া! আজকের এই বিশেষ দিনটিকে হিন্দু ধর্মে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বহু মানুষ আজকের দিনে সোনা বা সোনার গয়না কিনে থাকেন। অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে সোনা কেনা শুভ বলেই মানা হয়ে থাকে। সোনা কেনার সময় সবচেয়ে যে বিষয়টি নিয়ে মানুষ চিন্তায় থাকেন তা হল – যে সোনা কিনছেন, সেটি আদৌ আসল তো?
অফারের সুনামি, বাজারে ফের ঝড় তুলল Jio, Airtel-কে কাঁদিয়ে ছাড়ল
এই প্রশ্নের উত্তর এখন আপনি পেতে পারেন আপনার স্মার্টফোনে থাকা একটি সরকারি অ্যাপের মাধ্যমে। ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) তৈরি করেছে একটি বিশেষ অ্যাপ – বিআইএস কেয়ার অ্যাপ (BIS Care App) – যেটি আপনার কেনা হলমার্ক সোনার গয়নার বিশুদ্ধতা যাচাই করতে সাহায্য করে। ফলে এখন সোনা খাঁটি কিনা তা জানতে মাত্র কয়েক মিনিট সময়ই যথেষ্ট।
বিআইএস কেয়ার অ্যাপ
বিআইএস কেয়ার অ্যাপ (BIS Care App) হল ভারতের সরকার অনুমোদিত একটি মোবাইল অ্যাপ, যার সাহায্যে আপনি জানতে পারবেন আপনার কেনা সোনার গয়না আসল নাকি নকল, আর তাতে ব্যবহৃত সোনার খাঁটি হলমার্ক আছে কিনা।
চার দশক পরে ভারতের মুকুটে জুড়তে চলেছে নয়া পালক, মহাকাশ খাতে ইতিহাস গড়া স্রেফ সময়ের অপেক্ষা
BIS Care App কীভাবে ডাউনলোড ও ব্যবহার করবেন?
- আপনার অ্যান্ড্রয়েড বা আইফোন ডিভাইসে Google Play Store বা Apple App Store থেকে BIS Care App ইনস্টল করুন।
- অ্যাপ ওপেন করার পর "Verify HUID" অপশনটি সিলেক্ট করুন।
- আপনার কেনা সোনার গয়নায় থাকা HUID নম্বরটি (Hallmark Unique Identification Number) সেখানে লিখুন।
- সার্চ অপশনে ক্লিক করলেই আপনি জানতে পারবেন গয়নাটি হলমার্ক করা কিনা এবং এটি সরকারি মানদণ্ড অনুযায়ী পরীক্ষিত কি না।
HUID নম্বর কী?
HUID বা হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর হল একটি ছয় সংখ্যার বিশেষ কোড, যা প্রতিটি হলমার্ক সোনার গয়নাতে দেওয়া হয়। এটি এক একটি গয়নার জন্য স্বতন্ত্র এবং এটি দিয়েই যাচাই করা যায় গয়নার খাঁটি মান।
নির্দিষ্ট সময় অন্তর এসি বন্ধ করুন, একটানা চালালেই সর্বনাশ! যথাযথ ব্যবহারটাই জানেন না ৯৯% মানুষকেন BIS Care App ব্যবহার করবেন?
- সোনার বিশুদ্ধতা যাচাই করা যায়
- নকল গয়না কেনা থেকে রক্ষা পাওয়া যায়
- ক্রেতা হিসেবে আপনি পান সরকারি ভরসা
- ঠকার আর কোন ভয় থাকে না।